নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাজ্যের স্ট্রেইন দেশে শনাক্ত

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৩



দুর্ভাগা জাতি । নতুন স্ট্রেইন দেশে শনাক্ত হয়েছে ৫ জানুয়ারি কিন্তু কেউ রা ও করেনি । এন৫০১ওয়াই স্ট্রেইন লন্ডনে প্রথম ধরা পড়ে যা চলতি ভ্যাক্সিন আস্ত্রাজেনেকা ফাকি দিতে পারে । প্রচলিত টেস্ট কিট দিয়ে তা শনাক্ত করা সম্ভব না । মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত স্বাস্থ্যবিভাগ কোন সাড়া দেয়নি । দেশের শীর্ষ পত্রিকা ডেইলি স্টার আজ এটা প্রকাশ করেছে কয়েকদিনের অভিযান চালিয়ে । অন্য পত্রিকাগুলো চুপ করে আছে , কেন জানিনা । স্টার বলছে হয়ত ভীতি ছড়িয়ে পড়বে এই আশংকায় স্বাস্থ্য বিভাগ এটা চেপে গেছে । দেশে সংক্রমণ হটাত করেই বেড়েছে । পরশু থেকে আমি অনেকের মুখেই শুনতে পারছি সংক্রমণ বাড়ার কথা এবং বাড়তি সতর্ক নেওয়ার কথা। যারা ভ্যাক্সিন নিয়েছি তারাও ঝুকির মুখে । আমিতো আশংকা ভীতি কোনটাই দেখিনা যেমন গেলবারে লক ডাউন সাধারন ছুটি হিসাবে ট্রিট করে সবাই কক্সবাজার সৈকতে হই হল্লা করল । এখনো মানুষের মুখে মাস্ক নেই , সতর্ক যারা তারা পরছে । মিডিয়া কেন তাদের টক শো বন্ধ রেখেছেন তাও জানিনা । স্টারের খবর পড়লে আরও ক্লিয়ার হবেন করোনা

মাস্ক পরুন , হাত ধোন , ভিড় এড়িয়ে চলুন ।

ভাল থাকুন ।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



কিভাবে বুঝা যাচ্ছে যে, দেশে সংক্রমণ বেড়েছে?

১১ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: প্রতিদিনের নিউজ ফিড থেকে যা সরকারিভাবে প্রকাশ হয় ।

২| ১১ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রায় সপ্তাহ খানেক ধরেই মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে বলে খবরে শুনছি। এটা একটা চিন্তার বিষয়। প্রায় নরমালসিতেই চলে এসেছিলাম।

১১ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১১

শাহ আজিজ বলেছেন: নতুন শনাক্ত সিলেটে বেশি কারন নতুন টাইপ লন্ডন- সিলেট যাত্রিদের মধ্যেই পাওয়া গেছে ।

৩| ১১ ই মার্চ, ২০২১ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: ভয়ঙ্কর কথা! এই টাইপের কভিড নাকি খুবই কষ্ট দিয়ে মারে।
তথ্য গোপন করে তো কোন লাভ হবে না, বরং তথ্য উপাত্ত দিয়ে জাতিকে বুঝালে তাও হয়তো বা জাতির কিছুটা অংশ সাবধানী হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করতো। আর যারা নিয়ম নীতি মানে না, তাদের লাগাম টেনে ধরার দায়িত্ব সরকারের।

১১ ই মার্চ, ২০২১ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: কে যে কার লাগাম টানবে সেটাই কথা । মঙ্গল হোক সবার ।

৪| ১১ ই মার্চ, ২০২১ রাত ৮:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা অনেক অসতর্ক হয়ে পরেছি।

১১ ই মার্চ, ২০২১ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: বিয়ে , জন্ম দিন , জানাজা , ওয়াজ সব মিলে বিচ্ছিরি অবস্থা ।

৫| ১১ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মহামারি মানব জাতিকে সহজে রেহাই দিবে না।যে ভাবে ঝাকে ঝাকে মিসাইল ড্রোন হামলা হয়, তার একটা প্রতিক্রিয়া তো অবশ্যই আছে।প্রকৃতির উপর আমরা বেশি অত্যাচার করছি।

১১ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: নতুন ধরনের স্ত্রেইন ভোগাবে আমাদের ।

৬| ১১ ই মার্চ, ২০২১ রাত ৯:৫১

নেওয়াজ আলি বলেছেন: আজ যে সিলেটের এমপি করোনায় মারা গিয়েছে উনিও টিকা নিয়ে ছিলেন।

১১ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: তাহলে উনিও নতুন স্ত্রেইনের শিকার মনে হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.