নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সেই দাড়িওয়ালা ছেলেটি আড়ং এ চাকরীর প্রস্তাব পেয়েছে -------

১৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

সময় নিউজ

ঢাকার তেজগাঁও আড়ং শোরুমে চাকরির প্রস্তাব পেয়েছেন ইমরান হোসাইন লিমন। মুখে দাড়ি থাকায় চাকরি না দেওয়ার অভিযোগ ওঠার পর হস্ত ও কারুশিল্প ব্যবসা প্রতিষ্ঠান আড়ং (ব্র্যাক) কর্তৃপক্ষ তাকে এই প্রস্তাব দেন। এখন আপনারা কি বলবেন আড়ং কে বা সামুর ব্লগারদের যারা কয়েকদিন না খেয়ে দেয়ে , না ঘুমিয়ে অনলাইনে গুষ্টি উদ্ধার করেছেন?




এই লিঙ্কে খবর পড়ে নিন দাড়িয়ালা

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:



আমি দাঁড়ির বিপক্ষে নই; তবে, শুধু ছবি দেখে অনুমান করছি, সে আফগানিস্তানে আরো বড় চাকুরী পাবে।

১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:১১

শাহ আজিজ বলেছেন: হা হা হা । দেখুন পরে কাবুলে গিয়ে আড়ং খোলে কিনা। :-P

২| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৫০

নেওয়াজ আলি বলেছেন: ফেসবুক কাপিয়ে চাকরী পেল

১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: হ্যা অনেক মিডিয়া ওর ভিডিও ব্যাবহার করেছে ।

৩| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৩২

মুজিব রহমান বলেছেন: এটা বাজে নজির হল। এখন ওরা যোগ্যতা না থাকলেও, মূর্খ হলেও এভাবে হুমকি দিয়ে চাকরি ছিনিয়ে নিবে।

১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: দেখেন ছয় মাস যাওয়ার পর বিদায় করে দেয় কিনা । আড়ঙের ইদের প্রচারনা হয়ে গেল ।

৪| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আড়ংয়ে অল্প বয়সের মেয়ে বেশি।এই ছেলেকে চোখে চোখে রাখতে হবে,নয়তো গেটে দাঁড় করিয়ে দিতে হবে।

১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: এঞ্জয় ম্যান এঞ্জয় :`>

৫| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৫

আহসানের ব্লগ বলেছেন: এখন সে সে তো শরীয়ত বিরোধী কোম্পানীতে চাকরী কিভাবে করবে ? ওটা তো সুদী প্রতিষ্ঠান ওখানে তো মেয়েরা পর্দা করেনা। বেগানা নারীদের কাছে প্রোডাক্ট সেল করতে হবে ।

১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: হা হা হা । চরম যুক্তি দিয়েছেন ?


আড়ঙের ইদ প্রচারনা এমনিতেই হয়ে গেল ।

৬| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: দাড়ির কথা ,ইসলামের কথা বলে আড়ং এর গোষ্ঠী উদ্ধার করে ফেললো ছেলেটা। এখন চাকরিতে আহ্বানের সাথে সাথেই কিভাবে যোগ দেবে সেখানে ? যারা ইসলামের একটা অংশের অবমাননা করেছে তাদের সাথে কিভাবে কাজ করবে এখন? আসল ব্যাপার হলো কাহিনি করে চাকরি বাগানো। ইসলাম , দাঁড়ি এসব কিছুই না। এসবই যদি তার কাছে গুরুত্ব বহন করতো বা লোকটি যদি ব্যক্তিত্ববান হতো তাহলে সে চাকরিতে আহ্বান করার পর সেখানে যোগ দিত না।

১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:১১

শাহ আজিজ বলেছেন: হা হা হা , আসল কথা বলেছেন । ইজ্জত বোধ থাকলে ওই চাকরি সে করত না ।

৭| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৬

জুল ভার্ন বলেছেন: সোস্যাল মিডিয়ার জয়।

১৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৫

শাহ আজিজ বলেছেন: ইয়া হু

৮| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩৭

কবিতা ক্থ্য বলেছেন: আমার তো দাড়ি নাই, আমার কি হবে আজীজ ভাই?

১৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৭

শাহ আজিজ বলেছেন: ঘন ঘন কামাইলে নাকি দাড়ি জলদি বাড়ে । না হয় হরমোন ট্রিটমেন্ট ------------

৯| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৪

অক্পটে বলেছেন: আচ্ছা এমন কোন কিছু কি করা যায়না মোল্লা এবং দাঁড়িওয়ালাদের জোর করে বাংলাদেশের বাইরে কোথাও ফেলে দেয়া যায়না? দাঁড়িও থাকবেনা মোল্লাও থাকবেনা নতুন সকাল নতুন দেশ! মোল্লা শূণ্য বাংলাদেশ!

১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:১০

শাহ আজিজ বলেছেন: দাড়ি পুরুষত্বের লক্ষন । আমাদের মোল্লারা দাড়িকে স্রেফ ধর্মীয় কাজে ব্যাবহার করছে । ইহুদি রাবিদের দাড়ি আরও লম্বা । পৃথিবীর অন্যান্য জাতি সত্ত্বার লোকেরা দাড়ি রাখে সৌন্দর্যের জন্য । দাড়ি থাকবে স্রেফ মোল্লা ফেলে দিতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.