নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের আজকের রান্না হয়েছে ??

২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৬

প্রথম আলো

গতকাল কন্যা অফিস থেকে ফোন করে বলল দেখত বাবা গ্যাস আছে কিনা ? হুম গ্যাস তো আছে । তাহলে ভাত চড়িয়ে দাও । শুরু হল মৃদু টেনশন । বিদ্যুৎ চালিত রাইস কুকার আছে কাজেই টেনশন মৃদুতেই রইল । আমিন বাজারে মাটির অনেক গভীরে ১৬ ইঞ্চির একটি পাইপ ফেটে গেছে। সড়কে কাজের সময় গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এই লিকেজ হয়। এর কারণে মিরপুরের কিছু এলাকা, লালমাটিয়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগানসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে ।

গ্যাস দুর্ভোগ কাটাশুর এলাকায় বেদম । ওখানে আমাদের গৃহকর্মী খুব ভোরে এসে ৭টার মধ্যে রান্না করে দিয়ে যেত । এক ভয়াবহ অভিজ্ঞতা বটে । হাজার হাজার অবৈধ লাইন আর পোশাক কারখানা গ্যাস টেনে নিলে আপনার পোড়া কপালে কিসসু থাকে না । দেখতে চাই ঠিক কি ম্যাটেরিয়ালের পাইপ ছিল যা ফেটে যাবে !! গ্যাস বিদ্যুৎ অতি প্রয়োজনীয় জিনিষ যা বাদ দিয়ে ঢাকা শহরে জীবন চলে না । বিদ্যুৎ নাকি বাড়তি , উপচে পড়ে ! সেই সিস্টেম লসের জিনিষ থাকে না আল্লার দোয়ায় । আমরা মিরপুরের এই এলাকায় আবাসিকে ভালই আছি , ঠিক কি উপায়ে জানিনা , এখানে বিদ্যুৎ যায় না । গ্যাসও তথৈবচ । অনেক আগে তাইওয়ানিজদের কাছে জেনেছিলাম তাদের গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যাবহার হয় ফলে এক ঘন ফুটের দামে তারা চার ঘনফুট সমান বিদ্যুৎ পাচ্ছে এবং দামে সস্তা । আমরা দুর্ভাগা জাতি । কিয়ামত পর্যন্ত এই গ্যাস বিদ্যুৎ সমস্যা যাচ্ছে না , দোয়া কইরেন ভাই B:-)

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাহ আজিজ ভাই, আপনার জন্য দোয়া রইল। গ্যাস বিদ্যুতে আপ্লুত এই দেশের সকল জনগণের জন্যও দোয়া রইল।

গত আমার বাসায়ও গ্যাস সংকট দেখা দেয়, গ্যাস অনেক পরে আসে এবং রান্নাও হয় অনেক পরে। আজকের খবর অবশ্য নিই নি।

২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৭

শাহ আজিজ বলেছেন: কি যে হইল বোঝা মুশকিল । কাল হইলে আজো হইছে , নো টেনশন

২| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শীত সিজনে আমাদের এখানে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত গ্যাস থাকে না। কখনো বাচ্চাদের জন্য কিনে নিয়ে যেতাম। গ্যাস না থাকলে দুভোর্গও আছে

২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৮

শাহ আজিজ বলেছেন: গ্যাসের এই দুর্ভোগ যাবে না কোনকালে ।

৩| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গতকালও গ্যাস সমস্যায় ভুগেছি
্আজও ভুগছি। তবে রাতে গ্যাসের
চাপ বাড়ে। কতদিন এ সমস্যা থাকবে
আল্লাহ মালুম!

২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২২

শাহ আজিজ বলেছেন: ------------------------ দোয়া করেন -------------

৪| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৬

অক্পটে বলেছেন: বেশি কথা বাড়াইয়েন না। যেমনে দিতাছি হেমনেই চলেন। বেশি গ্যাস ভালনা, পেটে গ্যাস জমলে জানেন না কেমন অশান্তি লাগে?
যত দেই ততোই লাগে!!

এই বিদ্যুৎ কে দিয়েছে?
মোবাইল কে দিয়েছে?
গ্যাস কে দিয়েছে?
রাস্তাঘাট কে দিয়েছে?
থাকতে কে দিয়েছে?

২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০০

শাহ আজিজ বলেছেন: খাইছে আমারে !!




এইমাত্র প্যাটের গ্যাস গুড়ুম কইরা বাইরাইলো :`>

৫| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৭

নেওয়াজ আলি বলেছেন: ফেনীতে দেখতেছি হাজার হাজার গ্রাহকের গ্যাস অবৈধ সংযোগ এখন তা বিছিন্ন করতেছে। গ্রাহককে কে দিলো এই সংযোগ অবৈধ হলে ব্যাংকে বিল জমা নেয় কিভাবে

২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৭

শাহ আজিজ বলেছেন: কি একটা হাবিজাবি অবস্থা :((

৬| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুধু গ্যাস বিদ্যুৎ না সাথে পানির সমস্যাও আছে।টেকসই সমাধান কেউ করে না।

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৩

শাহ আজিজ বলেছেন: ঠিকাদারী সবই ঠিকাদারী

৭| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



দোষখের আগুন কি গ্যাসে আগুন?

২৪ শে মার্চ, ২০২১ রাত ৮:০৫

শাহ আজিজ বলেছেন: এইটা মামুনুল্রে জিগান । ১৩ সালে সে দোজখে ছিল ।

৮| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৭

নয়া পাঠক বলেছেন: মঙ্গলবার আমার অফিস বন্ধ থাকায় সারাদিনই বাসায় ছিলাম। সকালে গিন্নি খিচুড়ি চুলায় দিয়ে আধাঘণ্টারও বেশি সময় পরে তা চুলা থেকে উঠিয়ে রাইস কুকারে দিয়ে দেওয়ায় সকালের নাস্তা করতে পেরেছি। দুপুরে আলু, ডাল ভর্তা আর গাওয়া ঘি দিয়ে গরম ভাত, তাও রাইস কুকারে রান্না করা। রাতেও সকালের মত কোনমনে চাল-ডাল একত্রে করে কুকারে ফুটিয়ে খেয়ে ঘুমিয়েছি।

ধন্যবাদ আপনার সহমর্মিতার জন্য।

২৫ শে মার্চ, ২০২১ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: লাইনের গ্যাস নির্ভর জীবন হলে মাঝে মধ্যেই এই অতীব বিড়ম্বনা ছুয়ে যায় আমাদের। কিছু জায়গা আছে যাদের দিনে গ্যাস থাকেনা , রাতেই সব সেরে নেয় ।

ধন্যবাদ , ভাল থাকুন চাইলে ডাইলে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.