নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

পুলিশ ধরলে কইবেন ----------------

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৮:৫৯



আগামিকাল সকাল থেকে লক ডাউন শুরু হচ্ছে । চারিদিকে মানুষের অতিরিক্ত কেনাকাটা চলছে , চলছে দুরপাল্লার বাসে ঠাইসা লক ডাউন ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাওয়ার পালা । আমরা যারা ঢাকায় থাকছি তারা ত্রিমুখী বিপদে । বাইরে গেলেই পুলিশ ( থাক্তেও পারে) ধরে যদি তাহলে কি বলবেন ??

আইডিয়া বাইর করেন কিছু । ধরেন আপনি বলবেন বই মেলায় যামু । পুলিশ বলবে বাস নাই , আপনি বলবেন হাইটা যামু । এই সময়ে দুইটা মাস্ক পরবেন ।

আরও আইডিয়া আছে , যেমন বঙ্গবন্ধু স্টেডিয়ামে অলিম্পিক খেলা দেখতে যামু ।

খবরদার !!! ভুলেও সোনারগাঁও রিসোর্ট এর কথা বলবেন না , তাইলে মামুনুল ধারায় মামলা খাইবেন ।।

ভাল থাকুন , মাস্ক পরুন ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



লকডাউন হবে না, নতুন সমস্যা বাড়বে।

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৯:২৮

শাহ আজিজ বলেছেন: হ্যা , তেমন সাক্সেস নেই আমাদের গেল লক ডাউন এ । এবারো সেই দিন আনে দিন খায় মানুষেরা রাস্তায় নামবে ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা দুনিয়ার গবুদের একত্রিত করে বিন তুঘলকের নবরত্ন-সভা গঠন করেছেন।

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:০৯

শাহ আজিজ বলেছেন: কি হচ্ছে এনিয়ে আমার একদম আইডিয়া নেই । শান্তিতে আছি ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: করোনা পরিস্থিতি গত বারের চেয়ে বেশ খারাপ, আর শতর্কতা গতবারেরর চেয়ে অর্ধেকেরও কম।
- একান্তা নিজস্ব মতামত।

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:৫০

শাহ আজিজ বলেছেন: হুম , মিথ্যা নয় আপনার পর্যবেক্ষণ । ড্যাম কেয়ার হয়ে গেছে মানুষ ।

৪| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০০

নেওয়াজ আলি বলেছেন: ফেসবুকে ভাইরাল হয়েছে মেলায় যাই

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: আজকের রাস্তা মানুষে ভর্তি ।

৫| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মামুনুল হকের মতো হঁট ম্যাসেজ করা একজন সাথে থাকলে পুলিশ কেন পাবলিকই ঝামেলা করতে পারে।বরং টিকা দেয়া আছে বললে হয়তো কিছু বলবে না।

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: অথবা কইবেন ভাই জ্বর , ডায়রিয়া - মনে হয় সেই রোগ , হাসপাতাল যাই ------- মুহূর্তেই পুলিশ দৌড় দিব । =p~

৬| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৫

আহলান বলেছেন: আমরা সবাই সম অবস্থা অবলোকন করছি ..!

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪২

শাহ আজিজ বলেছেন: হুম , চিন্তায় আছি ভাই।

৭| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অতি জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যাই না। সাথে একটা প্রেসক্রিপশন রেখে দিই। পুলিশ ধরলে বলি ওষুধ আনতে যাই।

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৩

শাহ আজিজ বলেছেন: আপাতত বলবেন বই মেলা । এরপর ভাই জ্বর , কাশি , ডায়রিয়া ----- হাসপাতাল যাই ------পুলিশ ভাগব :(

৮| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২১

রবিন.হুড বলেছেন: রঙ্গ-রসে আমরা সবাই সমস্যা নিয়ে কথা বলছি। আসুন সবাই মিলে সমাধান খুঁজি এবং সমস্যার মাঝে সম্ভাবনা খুঁজে বের করি।

০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৬

শাহ আজিজ বলেছেন: তবুও বিপদের মধ্যে হাসতে পারা একটি পজিটিভ দিক । চারিদিকে নেগেটিভের কালো ধোয়ায় আচ্ছন্ন । কেউ না কেউ সমাধানের কথা বলবে ।

৯| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: এইসব বুদ্ধি প্রয়োগ করার সুযোগ পাবেন না। কারন, কেউ জিজ্ঞাসা করার নাই-"কেনো আপনি লকডাউন মাননেছেন না!"

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: আমাদের এলাকায় ম্যাজিস্ট্রেট আসছে শুনেই দোকানীরা গলার মাস্ক মুখে উঠাইল । আজ রাস্তায় বড় অংশ মাস্ক পরা দেখলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.