নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই পাক আমল থেকে আমাদের মোড়ের টোল ঘরের দেয়ালে নতুন পোস্টার সাটা হত । আসিতেছে আসিতেছে রাজ্জাক- কবরী বা মোহাম্মদ আলী - জেবা অভিনীত সেরা ছবি --------------।
এখন সেইদিন গেছেগা । কিছু ভাঁড় সিনেমার গুষ্ঠি উদ্ধার করে বুড়িগঙ্গায় ফেলেছে । তবুও বাঙালি নিরাশ নয় । সুদর্শন মামুনুল অভিনীত দুই বধু এক স্বামী সিনেমা আপনাদের কাঁদাবে( টিস্যু লগে নিয়েন ) । ভিড় এড়াতে আগাম বুকিং দিন । ভুলে করোনা কেয়ার বা ডি এম পিতে মুভমেনট পাসের জন্য ফোন দিবেন না ।
সিনেমা দেখার পর শকড হলে অক্সিজেন বা আই সি ইউ মেলার নিশ্চয়তা নাই , খুব খিয়াল কইরা ।
১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫২
শাহ আজিজ বলেছেন: বানাইয়া ফালান আরেকটা ।
২| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
দেশে আবর্জনা বাড়ছে।
১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
শাহ আজিজ বলেছেন: ভেরি লেট ইউ আর
৩| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
লাতিনো বলেছেন: ঈদ বানান ঠিক করে লেখেন। বাংলা একাডেমির গার্বেজ ডিকশনারি আপনার আমার জন্য ব্যাবহারোপযোগী না। আরবীতে ঈদ উচ্চারণ করতে দীর্ঘ স্বর ব্যবহার করতে হয় তাই আমরা যুগ যুগ ধরে এই বানানই ব্যবহার করে আসছি।
তিন বধু হবে, সম্প্রতি জান্নাতুল ফেরদৌস নামে মামুনুলের আরেক বধুর খোঁজ পাওয়া গেছে বুড়িগঙ্গার ওপারে কেরাণিগঞ্জে।
১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৫
শাহ আজিজ বলেছেন: আমি একাডেমীর ফলোয়ার না , অনেক আগের থেকে ইদ লিখি এবং লিখব ।
টুইকা রাখলাম । কুরবানির ইদে চালায়া দিমু ।
৪| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বধূর সংখ্যা বাড়তেই আছে,ভারত থেকে একজন বলছে তের ছাড়াবে।
১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৬
শাহ আজিজ বলেছেন: মাশাল্লাহ , আজান না দিয়া যাইবেন না ।
৫| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মোবারক
১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৬
শাহ আজিজ বলেছেন: ইদ মুবারক ।
৬| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এপার বাংলার নির্বাসিতা স্বঘোষিত নাস্তিক
বলেছেন তার বউ নাকি ১৩টা! কার কথা
বিশ্বাস করে কোন সিনামা দেখবো তা নিয়ে
চিন্তার মধ্যে আছি !!
১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯
শাহ আজিজ বলেছেন: অসুবিধা নাই , ১৩ জনের ১৩ রকম খাজুরাহ ভঙ্গি দেখব জনগন । নাস্তিকের কয়টা আছে ?
৭| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: 'মুতা' বিবাহ এখন সময়ের দাবি । আপনার এই সুপারহিট মুভি বাংলার জনপদে মুতা বিবাহের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আমার দৃঢ় বিশ্বাস !
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১০
শাহ আজিজ বলেছেন: ইনশাল্লাহ মুতা প্রতিষ্ঠিত হবেই ।
৮| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪১
রিফাত হোসেন বলেছেন: পড়লাম।
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১১
শাহ আজিজ বলেছেন: অনেক কষ্ট হইছে না ?
ধন্যবাদ
৯| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৬
সভ্য বলেছেন: বৃত্তের ভিতরে আটকে আছে আমাদের সিনেমা। মনে হয় না খুব শীর্ঘ্রই কিছু হবে। খবরের জন্য ধন্যবাদ।
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৩
শাহ আজিজ বলেছেন: সিনেমা শিল্পকে এফ ডি সির বাইরে আনতে হবে । কলকাতায় গিয়ে মিশ্র অভিনেতা অভিনেত্রীর ছবি বানিয়ে ঢাকায় ছাড়তে হবে । আরও অনেক ছবি ইমপোর্ট করে হল চালু করতে হবে ।
১০| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৩
নেওয়াজ আলি বলেছেন: ছবি ব্যবসা সফল হোক
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৫
শাহ আজিজ বলেছেন: ইতিমধ্যেই সফল
১১| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৯
সাজিদ উল হক আবির বলেছেন: শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ব্লগার, মামুনুল হককে শ্রদ্ধা, সম্মান করার, বা ব্যাকআপ দেয়ার কোন সুযোগ নেই। এমনকি একজন মুসলিম হিসেবেও। মানুষ হিসেবে তো নয়ই। তবে পোস্টের সঙ্গে সংযুক্ত সেমি পর্ণোগ্রাফিক পোস্টারটি আপনার সিনিয়র সিটিজেন ইমেজের জন্যে ক্ষতিকর। আশা করি ক্ষুব্ধ হবেন না আমার পর্যবেক্ষণে।
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৭
শাহ আজিজ বলেছেন: রম্যকে রম্য হিসাবেই নিন , সিরিয়াস কিছু নেই এর মর্মমুলে ।
১২| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৪
অপু তানভীর বলেছেন: বধুতো দুইটা না, তিনটা !
অন্য বউয়ের প্রতি এতো অন্যায় কেনু ?
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: আরেকটার খবর আমি পাই নাই । পাইলে অ্যাড কইরা দিমুনে ।
১৩| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: শুনলাম আরো এক বধুর খরব বাতাসে ভাসতেছে!!
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৩
শাহ আজিজ বলেছেন: ওইটা বাতাসে থাক , কয়দিন বাদে নেট দিয়া টাইনা নামাইলে হইব ।
১৪| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১:০১
চাঁদগাজী বলেছেন:
ছোট্ট তালেবান "পর্ণোগ্রাফিক পোষ্টার" কোথায় দেখলো?
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০১
শাহ আজিজ বলেছেন: আমিও অনেকক্ষণ খুজসি , পাই নাই , ভুল রিপোর্টিং হইসে ।
১৫| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৭
শদেব বলেছেন: সিনেমার নামটা 'মানবিক স্বামী' রাখার জন্য আবেদন করছি, আশা রাখি প্রযোজক ও পরিচালকদ্বয় জাতিকে নিরাশ করবেন না।
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৫
শাহ আজিজ বলেছেন: কি জানি ঝনটু সাহেব থাকলে উপকার হইত ।
১৬| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৬
সাজিদ উল হক আবির বলেছেন: শাহ আজিজ সাহেব, আমার দৃষ্টিতে যা সেমি পর্ণোগ্রাফিক মনে হচ্ছে, তা আপনার কাছে মনে না হতে পারে, মানি।
কিন্তু আমি আপনাকে সম্বোধন করলাম, শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ব্লগার হিসেবে, আর চাঁদগাজী নিক থেকে আমাকে সম্বোধন করা হল ছোট তালেবান হিসেবে - আপনার কাছে সেটা সমস্যাশঙ্কুল মনে হল না? আপনি তার প্রতিবাদ করলেন না?
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৫
শাহ আজিজ বলেছেন: #চাদ্গাজি
১৭| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৯
পঞ্চগড়ের বাসিন্দা বলেছেন: শুনেছি বুড়ো বয়সে মানুষের ভীমরতি হয়, কিন্তু দেখছি বুড়ো বয়সে আপনাদের দুজন বুড়োর যাবতীয় উত্তেজনা আপনাদের ঝুন ঝুনিতে গিয়ে ঠেকেছে, একে তো পহেলা রমজান তার উপর নোংরা একটা ছবি তারপরেও খুজতেছে পর্ণ গ্রাফিক কোথায় ?
সত্যি বড়ো সেলুকাস এই টাইপের বুড়ো ধামরারা
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৭
শাহ আজিজ বলেছেন: দামড়াদের এসব রেড এরিয়ায় নালায়েকদের না আসাই উত্তম ।
১৮| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৩
সাজিদ উল হক আবির বলেছেন: নিকের বানানে ভুল দেখতে পেলেন, আর চাদগাজি নিকের ও প্রত্যুত্তরে আপনার নিজের কদাচার দেখতে পাচ্ছেন না?
ঠিক আছে। ঠিক করে লিখছি।
চাদগাজি নিক থেকে আমাকে যে অভব্য একটি বিশেষণে ডাকা হল - তা আপনার চোখে পড়লো না কেন? কেন আপনি প্রতিবাদ করলেন না?
আমি তো আজকে প্রথম আপনাকে শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ব্লগার বলে অভিহিত করছি না। নিয়মিতই করেছি, এবং বয়সের কারণে আপনাকে সম্মান করেছি বলেই তা বলেছি।
চাদগাজি - নিক আমাকে ব্যক্তি আক্রমণাত্মক একটি বিশেষণে অভিহিত করার পরেও যে তা আপনার চোখে পড়লো না, আপনি তার প্রতিবাদ করলেন না, সে সূত্রে আপনি কী আমার, অথবা অন্য কারো কাছ থেকে বয়সের কারণে কোন সম্মান পাওয়ার যোগ্য?
আপনার কি মনে হয়?
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫২
শাহ আজিজ বলেছেন: সন্মান মন থেকে করতে হয় কোন শর্তে নয় । আমরা কাউকেই চিনিনা বা জানিনা । সে হিসাবে আমাদের আলাপ এখানেই বন্ধ করা উচিত । প্লিজ-----------
১৯| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
"পর্ণোগ্রাফিক পোষ্টার" কোথায় দেখলো? আমি তো খুজে পেলাম না।
আসলে মামুর পতনে গাজ্বালা ..
আপনি ঠিকই কইছেন - এসব এরিয়ায় নাবালক নালায়েকদের না আসাই উত্তম।
১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৩
শাহ আজিজ বলেছেন:
২০| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৫
সাজিদ উল হক আবির বলেছেন: আলাপ বন্ধ করলাম। যা যা ঘটলো মন্তব্যের ঘরে, তা একটু সামারাইজ করে যাই।
দীর্ঘদিন যাবত আমি আপনাকে আপনার বয়সের জন্যে আপনার নামের পূর্বে সম্মানসূচক বিশেষণ ব্যবহার করছি।
চাদগাজি নিক আমাকে কোন কারণ ছাড়া ব্যক্তি আক্রমণাত্মক হয়ে তালেবান বলল, আপনি তার প্রতিবাদ করলেন না।
এখন আপনি দাবী করছেন, আমি আপনাকে মন থেকে শ্রদ্ধা করি তা তখনই প্রমাণ হবে, যদি আমি চাদগাজির কদর্য বক্তব্যের উত্তরে আপনার নিরব থাকাকে অসৌজন্যতামূলক আচরণ হিসেবে পয়েন্ট না করি।
ঠিক আছে, বুঝলাম, শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ব্লগার।
২১| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১২
সাজিদ উল হক আবির বলেছেন: এরপর আর কেউ উপরে সংযুক্ত ছবিটিকে সেমি পর্ণগ্রাফিক, বা পর্ণগ্রাফিক বলে অভিযুক্ত না করার জন্যে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি। নইলে আরেকদল মিথ্যে অপবাদ দেয়ার চেষ্টা করবে যে, মামুনুল হককে আমি পছন্দ করি বলেই আমিই প্রথম ছবিটিকে পর্ণগ্রাফিক বলে ধুয়া তুলেছি। আমার প্রথম মন্তব্যেই যদিও আমি মামুনুল হকের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট করেছি।
২২| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৬
জুন বলেছেন: সৈয়েদা আমেনা তাইয়্যেবার কথা লিখলেন্না যে ।
যেখানে যাই সেখানেই ক্যাচাল আর ভালোলাগে না ।
আমার রাজপুত্রের পোস্টে দাওয়াত রইলো সেখানে লোকটা ১ বউ নিয়ে ৭৫ বছর
১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫২
শাহ আজিজ বলেছেন: হেইডা আবার কেডা ??? সব গুলায়া যাইতাছে ।
রাজপুত্রের পোস্ট দেখেছি , পুরো পড়িনি ।
২৩| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৯
সাজিদ উল হক আবির বলেছেন: ব্লগার জুন, একটা নিক হতে আমাকে ক্যাজুয়ালি, অযৌক্তিকভাবে তালেবান উপাধি দেয়া হল - আমি সেটার প্রতিবাদ করলাম, আর সেটা ক্যাচাল হয়ে গেলো? আর কতোটুকু অন্ধ হবেন?
২৪| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৩
জুন বলেছেন: দেখেন আমি আপনাকে কিছু বলি নাই @সাজিদ উল হক আবির । আমি অনেক ঝামেলা পেরিয়ে ব্লগে আসি । ৯০% সময় আমি ব্লগের লেখাটাই পড়ি , কারো কোন মন্তব্য না। পড়লেও যাকে বলে চোখ বুলানো । গত কিছুদিন ধরে ব্লগে এসব দেখছি । তাতে কে আছে না আছে তাঁর কিছুই আমি পরিপুর্নভাবে জানি না ।তাছাড়া আমার ঝগড়া বিবাদ ভালোলাগে না । শুধু শুধু এসবের মধ্যে আমাকে জড়িত করবেন না।
২৫| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪০
সাজিদ উল হক আবির বলেছেন: ব্লগার জুন - আপনার পূর্বের মন্তব্যের দ্বিতীয় বাক্যটি আপনি আমাকে ক্যাচালের উদ্গাতা বলছেন, এমন ধারণা করবার সুযোগ করে দেয়। আপনি আমাকে কিছু বলেন নাই, এটা পরবর্তী মন্তব্যে স্পষ্ট করার জন্যে ধন্যবাদ। প্রথমেই সেটা উল্লেখ করে দিলে হয়তো আমার আগের মন্তব্যটিও করা লাগতো না।
২৬| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাই হেফাজত প্রযোজিত এই ছি-নামাটি কেমন হতে পারে।
১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৫
শাহ আজিজ বলেছেন: আহ কেয়া সিন হ্যায় । গুরু --------------------------------
২৭| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৩
ফটিকলাল বলেছেন: মৌলবাদী মামুনুল হকরা বাংলাদেশে একটা ব্যাপার চালু করে দিয়ে গেলেন সেটা হলো গোপনে বিয়ে এবং স্ত্রী/সমাজের কাছে মিথ্যাচার। দুঃখের বিষয় বাংলাদেশের অধিকাংশ প্রথিতযশা আলেমরা মামুনুল সাহেবের অপকর্মকে তার ব্যাক্তিগত ব্যাপার বলে মৌন ও প্রত্যক্ষ সম্মতি দিয়ে গেলেন।
ভাবতে কষ্ট লাগে আমাদের আলেম সমাজের বুঝ কোথায় গিয়ে নেমেছে। শুধু তাই নয় উচ্চশিক্ষিত সমাজের মধ্যে এই নব্য তালেবানদের সমর্থনে উঠেপড়ে লেগেছে। ঠিক বুঝতে পারছি না আগামীতে এসব উচ্চশিক্ষিত তালেবান ও প্রথিতযশা আলেমদের কারনে প্রাকটিসিং মুসলমানরা কতটা প্রশ্নের সম্মুখীন হবে এবং সন্দেহের দৃষ্টিতে সবার সামনে উপস্থাপিত করা হবে।
এ যুগে সৎ সাহসের প্রচন্ড অভাব।
১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৮
শাহ আজিজ বলেছেন: ইসব পেইডআপ আলেম এখন জালেম হয়ে গেছে । আমি অবাক মামুনুলকে যখন সাপোর্ট দিল ।
২৮| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৬
সোনালি কাবিন বলেছেন: কোন হলে মুক্তি পাবে, জানেন কিছু? দেখার জন্য ওয়েটাইতেসি।
১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৯
শাহ আজিজ বলেছেন: হেফাজতের অফিসে মনে হয় ।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: এক বঁধু দুই স্বামীও আসতে পারে।
নায়িকার নাম তামিমা আর নায়ক নাসির এবং রাকিব।