নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪১




বংলাদেশ সেনাবাহিনী আশাপ্রদ সুখবর শোনাল ,আজ রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মহাখালীতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল উদ্বোধন করা হবে। এক হাজার বেডের এই হাসপাতালের নাম দেয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। এখানে ১০০ শয্যার আইসিইউ এবং ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে।হাসপাতালে এখন চলছে ধোয়া-মোছার কাজ। রোববার উদ্বোধনের পরই আনুষ্ঠানিকভাবে চিকিৎসা দেয়া শুরু হবে।এর মধ্যে দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে জরুরি বিভাগ। এই বিভাগে ৫০টি শয্যা রয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার দোকানগুলোতে দুটি করে শয্যা বসানো হয়েছে। এর মধ্যে প্রতিটি ফ্লোরের ফাঁকা জায়গায় কাঁচ দিয়ে বড় একটি কক্ষ তৈরি করা হয়েছে। এই কক্ষটিতে ২৫টি শয্যা রয়েছে। এখানে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ছয় তলায় পৃথক কয়েকটি কক্ষ নিয়ে আইসিইউ এবং এইচডিইউ শয্যা স্থাপন করা হয়েছে। এখন এই দুটি বিভাগে ধোয়া-মোছার কাজ করছেন কর্মীরা। তা তদারকি করছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা।এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে শতাধিক চিকিৎসক ও দুই শতাধিক নার্স কাজে যোগ দিয়েছেন। বাকিরা শনিবারের মধ্যে কাজে যোগ দিয়েছেন। হাসপাতালটি পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪১

নেওয়াজ আলি বলেছেন: মানুষ যথাযথ চিকিৎসা পেলেই হলো

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৯

শাহ আজিজ বলেছেন: আই সিইউর খুব দরকার ছিল , পুরন হল ।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

দারুণএকটি সুখবর।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫১

শাহ আজিজ বলেছেন: আমরা প্রথম থেকেই বলে আসছি স্টেডিয়ামগুলোতে তাবু দিয়ে হাজার পাচেক বেডের সংস্থান করতে পারে সেনাবাহিনী । সেই হল তবে দেরিতে ।

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০০

লাতিনো বলেছেন: বসুন্ধরা গ্রুপ একটা হাস্পাতাল করে সরকারের কাছ থেকে বিশাল অংকের টাকা অনুদান পেয়েছে। সেই হাসপাতালের আপডেট কি?
https://www.bbc.com/bengali/news-52555096
https://bangla.bdnews24.com/bangladesh/article1804596.bdnews

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩১

শাহ আজিজ বলেছেন: হয়ত জমি দখলে বিনিয়োগ করেছে ।

৪| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২২

ঢাবিয়ান বলেছেন: ভাল উদ্যোগ। তবে শুধু ভিআইপিরাই এই হাস্পাতালে যাবার সুযোগ পাবে বলে মনে হচ্ছে।

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩২

শাহ আজিজ বলেছেন: আজ শুরু হল , দেখা যাক ।

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৭

শেরজা তপন বলেছেন: অবশ্যই ভাল খবর ভাই- কিন্তু মনের মধ্যে শুধু সন্দেহ আর শঙ্কা!!

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৪

শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি দাড়ায়

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৭

ডাব্বা বলেছেন: আগেও একটি হাসপাতালের কথা শুনেছিলাম, হাজার শয্যার। উধাও হয়ে গেল!

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৫

শাহ আজিজ বলেছেন: হজম হউএ গেছে ।

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭

অক্পটে বলেছেন: খবরটা সুখের! কিন্তু এখানে সাধারণের ঠাই হবেনা। সিলেক্টেড নেতা-ফেতা এবং একনিষ্ঠ পূজারীই এর পেশেন্ট হবে।

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬

শাহ আজিজ বলেছেন: তবুও হোক ।

৮| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯

অক্পটে বলেছেন: হ্যা ঠিক বলেছেন তবুও হোক। সেনাবাহিনীরতো তাই একটু আশা জাগানিয়া, অন্তুত হাসপাতাল উধাও হয়ে যাবেনা।

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৭

শাহ আজিজ বলেছেন: =p~ কারেক্ট

৯| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশের দুর্নিতিবাজ বড়লোকরা মসজিদ ও মাদ্রাসার জন্য যে অর্থ দান করে তার সিকিও যদি হাসপাতাল তৈরিতে ব্যয় করতো তাহলে দেশের লোকদের অনেক উপকার হতো।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৩

শাহ আজিজ বলেছেন: এই মুহুরতেরসবচে বড় দরকার ওটি । কিন্তু কেউ কোথাও নেই ।

১০| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:২৪

সোহানী বলেছেন: অনেক খারাপ খবরের মাঝে একটি ভালো খবর।

১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪১

শাহ আজিজ বলেছেন: এই ভাল খবর আরও হতে পারত , কেন হয় না মাথায় আসে না ।

১১| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:২৯

ডাব্বা বলেছেন: আমাদের দেশে সবাই পাঁচ বছরের পরিকল্পনা করে। ক্ষমতায় ফিরলে আরো পাঁচ বছর। ইনফ্রাস্ট্রাকচার ডিভালাপ করতে চায় না সরকারগুলো। চলমান ক্ষমতায় টিকে থাকার জন্য এসব ভালো ইনভেস্টমেন্ট না। নগদে কাজ কারবার।

২১ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:১৪

শাহ আজিজ বলেছেন: চলমান করোনা থেকে যাচ্ছে আমাদের পৃথিবীতে এই হিসাব মাথায় রেখে আরও হাসপাতাল আরও আই সি ইউ আরও লাইফ সাপোর্ট প্রস্তুতি রাখা উচিত । আপনি ঠিকই বলেছেন - পাচ বছরের বেশি এদের মাথায় ঢোকে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.