নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

বজ্রপাতে রাউটার নষ্ট এবং বিড়ম্বনা

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১৪



কাল রাতে বেদম ঝড়ের মধ্যে বজ্রপাত হল একদম কাছেই । রাউটার ফিউজ এবং ধর্মঘট শুরু । সার্ভিসের লোকেরা এতই বিজি যে দুপুরে এসে চেক করে জানাল আপনাদেরটাও গেছে । রাউটার পাওয়া গেল কিন্তু পাসওয়ার্ড জানিনা । সন্ধ্যা রাতে যুবক এসে পাসওয়ার্ড ঠিক করে লাইন ওকে করল । সে জানাল মিরপুর ৭ এর প্রায় সব রাউটার জ্বলে গেছে । নেট বিচ্ছিন্ন থাকলে কেমন অসহনীয় হয় জীবন তা টের পেলাম ।

পিসি অন করেই দুঃসংবাদ পেলাম , সেই ম্যাজিস্ট্রেট কে বরিশালে বদলি করা হয়েছে , এমনটাই আশা করছিলাম ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২০

শেরজা তপন বলেছেন: ঠিক বলেছেন নেট বিচ্ছিন্ন জীবন অসহনীয়। আমরা সবাই আটকে গিয়েছি এর জালে।

খবরটা নিঃসন্দেহে দুঃখজনক!

২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪২

শাহ আজিজ বলেছেন: আগে কখনো এরকম অনুভুতি হয়নি । করোনাকালে ঘরবন্দী জীবন টের পাইয়ে দিল নেট কতখানি দরকারি ।

২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমাদের জীবনযাপন এখন যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে গেছে।

২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: প্রায় সব কিছুতে নির্ভরশীলতা ।

৩| ২৩ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:০৬

আমি নই বলেছেন: আমার মনে হয় ম্যাজিস্ট্রেটকে শাস্তী দেয়া ঠিক আছে। ঐ মহিলা ডাক্তার এর অপরাধ হয়ে থাকলে ম্যাজিস্ট্রেট তাকে শাস্তী দিতে পারতেন। তা না করে একজন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট হয়ে বস্তির মানুষের মত ঝগরা করা, বাপের পরিচয়ের বড়াই করা অবস্যই অপরাধ ছিল, যার শাস্তী তিনি পেয়েছেন।

২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: ম্যাজিস্ট্রেটরা যদি ঢিলেঢালা ডিউটি শুরু করে তাহলে বিপদ আছে । কিন্তু হারামজাদা গালির সুরাহা হয়নি ।

৪| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৮

লিংকন১১৫ বলেছেন: অপটিক্যাল ফাইবার লাইন ব্যাবহার করুন , আর আপনার বাসার বিদ্যুৎ লাইন থেকে গ্রাউন্ড লাইন নামিয়ে নিন ।

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৯

শাহ আজিজ বলেছেন: আমাদের সবই করা আছে । সেদিনের বাজ এত কাছে ছিল যে ৩৫ টা বাড়ির রাউটার নষ্ট । আমাদের আরথিং করাই আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.