নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আবারো শিরোনামে বসুন্ধরা গ্রুপ

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১৮



মুনিয়া মেয়েটা ভালো একটা ফ্যামিলির মেয়েই ছিলো। আমরা ছিলাম কুমিল্লা শহরের উজীর দীঘির পূর্ব পাড় আর ওরা ছিলো উজীর দীঘির দক্ষিন পাড়। ওর বাবা আর আমার আব্বু বন্ধু ছিলেন। দুজনেই মুক্তিযুদ্ধ করেছেন। আমরা ওর বাবাকে শফিক মামা বলে ডাকতাম। মেয়েটার মা সোনালী ব্যাংকে জব করতো। দরকার লাগলে মাঝেমধ্যে আমাদের বাসাতে আসতো। তবে আমরা মুনিয়াকে দেখিনি। ওর জন্ম অনেক পরে। বড় দুই ভাই বোনকে চিনতাম। ওরা নিজেদের বাড়ীতেই থাকতো। শফিক মামা মারা গেছেন অনেক আগে এবং মামীও মারা গেছেন বেশ কবছর আগে শুনেছি। বাবা মা না থাকলে একটা পরিবার কিভাবে লাইনচ্যুত হয় মুনিয়াই তার প্রমান। বড় ভাইবোন তাদের ছোটো বোনকে আগলে রাখতে পারেনি। তারা বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে! তারাও মুনিয়ার মৃত্যুর দায় এড়াতে পারেনা। সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে কখন এমন পথে যায়!
হেফাজতের মামুনুল আর বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে আনভীরের মধ্যে পার্থক্য আছে কি? টাকা থাকলেই যা খুশি তাই করা যায়। এদের কিসের অভাব ছিলো? ঘরে স্ত্রী আছে সন্তান আছে এরপরও এদের ক্ষুধার জ্বালায় বলি হয় সাধারণ ঘরের মেয়েগুলো। লোভই হোক, অভাবেই হোক আর স্বভাবেই হোক টাকার কাছে মেয়েগুলোও হার মেনে যায়!!
অডিও রেকর্ডটুকু শুনে বমি আসার উপক্রম! একজন শিল্পপতির ছেলের মুখের ভাষা এমন হবে কেনো? বিয়ে করতে পারবেনা কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে আলাদা বাসা বা ফ্ল্যাটে অথবা রিসোর্ট বা হোটেলে রামলীলা চালিয়ে যায় দিনের পর দিন। এরা পারিবারিক সম্পর্কগুলোর সাথে ভণ্ডামি করে, সমাজের শৃঙ্খলা নষ্ট করে, ধর্ম এবং নৈতিকতাকেও প্রশ্নবিদ্ধ করে!
মামুনুলকে যেভাবে বরশি দিয়ে ধরা হয়েছে এখন আনভীরকেও এভাবে ধরা হোক। মুনিয়া হয়ত মরে গিয়ে বেঁচে গিয়েছে কিন্তু যারা মুনিয়া হতে চান তারা সাবধান হোন।

উপরের বয়ান ফেবুতে আমার বন্ধুর পেজ থেকে নেওয়া।

আগে সাব্বিরকে খুন করেছিল রুবাবার জন্য । সেই শাস্তি খাটছে বি এন পির মন্ত্রী বাবর। কেন ওই মামলা এগুলো না জানিনে । প্রায় ৪০ কোটির ডিল । মেয়েটি ধুরন্ধর লোভী মনে হয় । এক লাখ টাকার ফ্লাটে থাকে তা তার বোন জানত নিশ্চয়ই । নৈতিকতার চর্চা বাড়াতে হবে।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৮

শায়মা বলেছেন: বেচারা মেয়েটা! নাম যশ খ্যাতি অর্থ এবং লোভ নিয়ম নীতি না মানার অভ্যাসই হয়ত তাকে এ পথে ঠেলে দিলো। আর ঐ ছেলেটা তাকে তো নরকের কীটেরও অধম মনে হচ্ছে। বোকা এবং লোভী মেয়েদেরকে ফাঁদে ফেলার টোপ পেতে বসে থাকে।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:১২

শাহ আজিজ বলেছেন: মেয়েটি নিশ্চিত লোভী ছিল । না জেনে শুনেই কি গাঁটছড়া বেধেছিল ।

২| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েটাকে তো আর পাওয়া যাবে না। তবে রাষ্ট্রের ক্ষমতাধররা যেন এই অন্যায়ের উপযুক্ত বিচার করে এই কামনা করছি। এই পরিবারের এই ধরণের ঘটনা এইটাই প্রথম না। টাকা আর ক্ষমতার জোরে বারবার বেচে গেছে।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:১৫

শাহ আজিজ বলেছেন: বিচারালয় কলুষিত হয়ে গেছে । সাব্বির মার্ডার কেস আর এগুলো না । সাজা খাটছে বাবর ।

৩| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৮

কামাল১৮ বলেছেন: চিন্তার বিষয় টাকা মানুষকে অনৈতিক করে,নাকি অনৈতিক মানুষের কাছে টাকা আসলে সমাজের সর্বনাশ হয়?

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:১৮

শাহ আজিজ বলেছেন: এই ঢাকা শহরে আরও কোটিপতি আছে । সবার নৈতিক স্থলন হয়নি । এদের রক্ত খারাপ।

৪| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অডিও কলটা শুনলাম। ২৩ এপ্রিলে মেয়েটার বাসায় তানভীর একটা ইফতারের আয়োজন করে। তানভীরের সাথে মেয়েটার কিছু ছবি আছে, যেগুলো সে ফেইসবুকে শেয়ার করে। এটাই কাল হয়েছে। তানভীর ক্ষিপ্ত হয়। তখন সে মেয়েটার কাছে টাকা চায়।

অডিওতে শোনা যায় মেয়েটাকে তানভীর ৫০ টাকা নিয়েছে বলে ব্লেম করছে। মেয়েটা বলছে সে নেয় নি। তখন তাকে চোর বলে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে। মেয়েটা অসহায়ের মতো করুণ স্বরে কাঁদতে থাকে। ধারণা করা যাচ্ছে, এই বিপদের কথাই সে তার বড়ো বোনকে জানিয়েছিল।

৫০ হাজার টাকা একটা ফ্যাক্টর। সত্য হতে পারে, বানোয়াট হতে পারে। মেয়েটার পরিবার জানতো যে তানভীর ওকে বিয়ে করবে। কোনোভাবে তানভীরের কাছ থেকে কেউ এ টাকা নিয়ে থাকতে পারে। অথবা, মেয়েটাকে মানসিক ভাবে টর্চার করার জন্যও এটা হতে পারে।

সব বার্নিং ইস্যু বা অপরাধ একসময় টাকা বা ক্ষমতার নীচে চাপা পড়ে যায়। তবু আশায় বুক বাঁধি- এসব ভয়ঙ্কর অপরাধীদের বিচার হোক।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: এক লাখ এগার হাজার টাকার বাসায় ভাড়া থাকে যে সে পঞ্চাশ হাজার মেরে দেবে । এমনিই তো তাকে মাসিক মাসোহারা দিতে হত । আমরা শিঘ্রিই জানতে পারব ঘটনার মুল রহস্য ।

৫| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
দেশের বর্তমান অবস্হা!

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৬

শাহ আজিজ বলেছেন: কি কমু , ফটোশপ ভালই হইছে ।

৬| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৬

সিগনেচার নসিব বলেছেন: আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া ছাড়া এসবের হাত থেকে মুক্তি নেই আসলে। একটা মানুষ যত বড় পাত্তিওয়ালা অপরাধীই হউক না কেন তার অবশ্যই বিচার লাভের অধিকার আছে। সরকার বিচারহীনতার সংস্কৃতি করেছে। তাই এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা বার বার দেখতে হচ্ছে আমাদের । এভাবে চলতে থাকলে আগ্রাসন বাড়তেই থাকবে।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৩

শাহ আজিজ বলেছেন: পুলিশ , বিচার বিভাগ আলাদা করতে হবে ।

৭| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন ২৪ডট কম আরো একটা ইংরেজি পেপার উনার কোম্পানির । নঈম নিজামের পেইজ দেখুন বুঝবেন অনেক কিছু । একটা দলের ডোনার সে। অতএব চুপ থাকুন জীবন বাঁচান।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৬

শাহ আজিজ বলেছেন: আমরা দীর্ঘকাল ধরে এসব নাটক দেখছি। কেউই স্থায়ী হতে পারেনি । নইম নিজামের পেজ লিঙ্ক চাই ।

৮| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ২:২১

সোহানী বলেছেন: ভালো ফ্যামেলির মেয়ে হলেতো বড়লোকের রক্ষিতা হতো না, দিনের পর দিন লাখ টাকার ফ্লাটে ঘুমাতো না।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৮

শাহ আজিজ বলেছেন: ঢাকাতে এসে সামাল দিতে পারেনি , ঝাপ দিয়েছে সুইমিং পুলে ।

৯| ২৮ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:০১

কামাল১৮ বলেছেন: পারিপার্শ্বিক অবস্থার কারনে অনেকেই অনেককিছু করতে বাধ্য হয়।বড়লোকদের সাথে না মেশাই ভাল।কখন কোন ফান্দে ফেলেদিবে ঠিক নেই।এরা জানোয়ারদের চেয়ে খারাপ।এরা না পারে এমন কাজ নেই।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৯

শাহ আজিজ বলেছেন: মিশবেন তবে মাস্ক লাগাইয়া ।

১০| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাহ আজিজ ভাই, আমি ভুল লিখেছিলাম। ওটা ৫০ লাখ হবে। ফোনালাপে শোনা যায় পুরুষ কণ্ঠটি বলছে তুই আমার ৫০ লাখ টাকা ফেরত দে। মেয়েটি বলে আমি টাকা নিই নাই। পুরুষ বলে তুই চোর। তারপর অকথ্য ভাষায় গালাগালি।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২১

শাহ আজিজ বলেছেন: আমি শুনেছি , অস্পষ্ট । হাজার না লাখ বুঝি নাই ।

১১| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৬

নীল আকাশ বলেছেন: সোহানী বলেছেন: ভালো ফ্যামেলির মেয়ে হলেতো বড়লোকের রক্ষিতা হতো না, দিনের পর দিন লাখ টাকার ফ্লাটে ঘুমাতো না।
এই মেয়ে মারাত্মক লোভী। পাপের পরিনতি এইরকমই হয়।
এই মেয়ে কী জানতো না ছেলের বৌ আছে? তারপরও সে কেন আরেকটা মেয়ের সংসার ভাঙ্গতে চেয়েছে?

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৪

শাহ আজিজ বলেছেন: ভয়াবহ লোভী । সব জেনে শুনে সুইমিং পুলে লাফ দিয়েছে । আমার মনে হয় বড় বোনের ইন্ধন আছে । মাশাল্লাহ শাহালম পোলা পাইন যে কয়টা বানাইছে পুরাই খাচ্চর ।

১২| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪২

আমি সাজিদ বলেছেন: হা। মুখের ভাষা শুনে মনে হয়েছে বাপের টাকায় বাইরের ডিগ্রি এনেও ময়ূর হতে পারে নাই। কাকই আছে।

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২১

শাহ আজিজ বলেছেন: সবাই প্রিন্স হতে পারেনা তয় পোশাক আসাক ঠিক রাখতে চেষ্টা করে।

১৩| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
তাকে লোভী বলাটা ঠিক হচ্ছে না। কারন সে আন্ডার এইজ।
যে কোন দেশের আইনে একটা আন্ডার এইজ মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা কঠিন ক্রিমিনাল অপরাধ।
ঘটনাটি উন্নত দেশে হলে আন্ডার এইজ মেয়ের সাথে সেক্স করা, তাকে এ্যাবিউজ করা, আত্মহত্যার জন্য প্ররোচিত করার জন্য
ক্রিমিনাল চার্জ গঠন করা হতো। বিচারে তাকে আজীবন জেল খাটতে হতো।

অথচ কিছু মামুনুল ভক্ত ঐ মেয়েটিকেকে নিয়ে আজেবাজে যাচ্ছেতাই কথাবার্তা বলে যাচ্ছে।
একটা হত্যা মামলা, এরপরও ভিকটিম লোভী না নির্লোভ, ভাল ফ্যামিলীর কি না এসব বিচার করতে বসে গেছে কিছু .. ..

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬

শাহ আজিজ বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীর কাহারবা তাল শুনলাম । তার মানে বসুন্ধরা তুমি আমাদেরি আকাশের তারা । ছাইড়া যাইবা কই ভাতিজা ?????

১৪| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আরো অনেক অঘটনার মতো এই টাও মানুষ আগামী কয়েক সপ্তাহ পরে ভুলে যাবে।
তারপর আবার আরও একটা নতুন ঘটনা আসবে।
ধারাবাহিক এই নাটক চলতেই থাকবে.....

২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

শাহ আজিজ বলেছেন: হুম , তাইই হবে ।

১৫| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৮

ডাব্বা বলেছেন: @হাসান কালবৈশাখী
বলেছেন: তাকে লোভী বলাটা ঠিক হচ্ছে না। কারন সে আন্ডার এইজ।

বয়স ২১ বলছে যদিও ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়তো

শাহ আজিজ ভাই, অনুগ্রহ করে আগের ভুল শব্দের মন্তব্যটি মুছে দেবেন।

২৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: https://www.somewhereinblog.net/blog/mmdhw

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.