নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিতার জন্য জায়গা নেই । ফুটপাতেই মুখাগ্নি হল ভারত মাতার । এই কি তোর কপালে ছিল রে ! আত্মীয়রা মড়ার ধারে কাছে নেই ভাইরাস আতঙ্কে । এগিয়ে এলো মুসলমান সেচ্ছাসেবীরা , তারাই মুখাগ্নি করল । অবাক বিস্ময়ে জনতা দেখল এই মুসলমানদেরই কিইনা যাতনায় হোলি খেলেছি , আজ তারা আমাদেরি মুখাগ্নি করছে বল জয় হরি , আল্লাহু আকবর । করোনা চলে গেলে বুকে টেনে নেব তোদের । জাত পাত উঠিয়ে কাশ্মীর তুলে দেব তোদের , ভাই আমার , গাইব সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা ।
আজকে ভগবান সাড়ে তিনহাজার আশরাফুল মাখলুকাতকে উঠিয়ে নিলেন নীল আকাশে। প্রিয়তম স্বামীকে মুখে মুখ লাগিয়ে বাতাস দিচ্ছেন প্রিয়তমা স্ত্রী । মাকে , বাবাকে , সন্তানকে নিয়ে দৌড়াচ্ছেন বাবা, সন্তান একটু অক্সিজেনের জন্য । একমাত্র শিশুকে টেনে নিয়ে যাচ্ছে স্বজন কারন মাকে মুখাগ্নি করা হবে , ছেলে যেতে চাইছে না। কে দেবে সান্ত্বনা এই শিশুকে যখন নরেন মোদী ব্যাস্ত মন্দিরে , পুজায় । মসজিদ হয়েছে করোনা রোগীর ওয়ার্ড । স্কুটার আসন বদলে যুবক আম্বুলেন্স বানিয়ে ভুপালে ফ্রি রোগী বহন করছে । ফেলে যাওয়া স্বজনের লাশ কুকুর খাচ্ছে । । কুম্ভ থেকে একদিনেই ২০০ শনাক্ত হয়েছে । ৯৮লাখ পুজারি গিয়েছিল । তারা ফেরত এসেছে আরও কয়েক লাখের সংক্রমণ ঘটিয়ে । বিচারক চিতকারে বলছে এসবের দায়িত্ব তোমাকে নিতে হবে নির্বাচন কমিশন । বিজ্ঞানীরা সতর্ক করেছিল এই মেলার বিষয়ে , কে শোনে কার কথা । পতঞ্জলি একমাত্র নিয়ামক হ্যায় ।।
০২ রা মে, ২০২১ দুপুর ২:২৬
শাহ আজিজ বলেছেন: আমিন
২| ০২ রা মে, ২০২১ দুপুর ২:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না।
০২ রা মে, ২০২১ দুপুর ২:২৭
শাহ আজিজ বলেছেন: আমাদের সামনেও ভয়ংকর সময় ।
৩| ০২ রা মে, ২০২১ বিকাল ৩:৩১
আমি নই বলেছেন: ঢাকা কেন্দ্রিক করোনা চিকিৎসা, অতি মাত্রায় ঘনবসতি, জনগনের অসচেতনাতা। আল্লাহ না করুন, ঐ ভ্যারিয়েন্টটা আমাদের দেশে ঢুকলে আরো বেশি সমস্যা হবে।
০২ রা মে, ২০২১ বিকাল ৪:০৯
শাহ আজিজ বলেছেন: ওই ঢেউ আসবেই । কিছুটা কমেছে বলে উৎফুল্ল হওয়ার কারন নেই । ঢাকাও দিল্লীর মত হবে।
৪| ০২ রা মে, ২০২১ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
ঢাকার কোন ধরণের প্রস্তুতি নিয়ে শেখ হাসিনা কিছু বলেছেন?
০২ রা মে, ২০২১ বিকাল ৪:৩৩
শাহ আজিজ বলেছেন: শুনিনি এখনো । নুরু ভাইরা লাফাইতাছে ১০ কুটির দাহতে ।
৫| ০২ রা মে, ২০২১ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
টিকা নিয়ে কোন কিছু শুনছেন?
০২ রা মে, ২০২১ বিকাল ৫:৪৭
শাহ আজিজ বলেছেন: ভারতীয় শেঠরা টেলিফোনে পুনেওয়ালাকে ডাণ্ডা মারা । আদর দেশের বাইরে । ভারত সরকার তাকে ওআই ক্যাটেগরি নিরাপত্তা দিচ্ছে । আদর উৎপাদন ব্যাবস্থা বাইরেও নেবে । মনে হচ্ছে বড় ধরনের উৎপাদনের টার্গেট । বাংলাদেশ নিসচয় পাবে ।
৬| ০২ রা মে, ২০২১ রাত ৯:৫৪
কামাল১৮ বলেছেন: এই সুযোগে যদি হিন্দু মুসলমােনের মধ্যে একটা ভ্রাতিত্ব ভাব জন্ম নেয় তবে করোনা জিন্দাবাদ।
০২ রা মে, ২০২১ রাত ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: খুব কঠিন কাজ হবে সেটা ।
৭| ০২ রা মে, ২০২১ রাত ১১:২৮
অনেক কথা বলতে চাই বলেছেন: শেষের ২টা ছবি তো বাংলাদেশের। ওগুলো ভারতের ছবির সাথে কেন দিলেন?
০৩ রা মে, ২০২১ সকাল ৯:৩২
শাহ আজিজ বলেছেন: আমার চলমান ছবির ফোল্ডার থাকে , যেভাবেই হোক ভুলে ছবি দুটো ঢুকে গেছে , সরিয়ে নিচ্ছি ।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০২১ দুপুর ২:০৬
জটিল ভাই বলেছেন:
আল্লাহ্ সবাইকে সঠিক বোঝ দান করুন।