নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

গুড়িয়ে দিয়েছে গাজা

১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

গত কয়েকদিন
একাধারে হামাস এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষ চলছে।
হামাস ১০০০ হাজার রকেট ছুড়েছে আর ইজরায়েল
আয়রন ডোম এবং বিমান হামলা করেছে ।
মনে হচ্ছে হামাসের রকেট শেষ ।
কিন্তু আর কতদিন চলবে এই অসম যুদ্ধ ??


আজ ইদের দিন বায়তুল মুকাদ্দাস

মা বাবার রক্ত সাফ করছে শিশু













খান ইয়ুনিস













তেল আবিব ইজরায়েল







ফিলিস্তিনের বিবিধ জায়গায়










রয়টার , আলজাজিরা, এ এফ পি

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২১ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



গাজার পাশে ইসরায়েল সৈন্য নিয়ে এসেছে, হয়তো, ভেতরে ঢুকবে।

১৩ ই মে, ২০২১ রাত ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: গাজায় আরবিয় ইহুদিরা হাজার বছর ধরে আছে । ফিলিস্তিনিদের কোন বেইজ নেই ।

২| ১৩ ই মে, ২০২১ রাত ৮:২৬

অনল চৌধুরী বলেছেন: আপনি নাকি কান্না করেন কেনো?
আপনার প্রভুরাই তো আপনার দেয়া করের টাকায় এসব করেছে।
আনন্দ নৃত্য করেন।

১৩ ই মে, ২০২১ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: আঙ্গুল ঢুকাইয়া নাকের কাছে নিয়া দেখেন তো গন্ধ পান কিনা ।

৩| ১৩ ই মে, ২০২১ রাত ৮:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: মর্মান্তিক। দু:খজনক।

১৩ ই মে, ২০২১ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: আমরা এই মর্মান্তিক কাহিনী ছোট কাল থেকেই দেখছি ।

৪| ১৩ ই মে, ২০২১ রাত ৮:৩১

কামাল১৮ বলেছেন: মুসলমানরা কিছু বলছেনা কেন?ইন্দোনেশিয়া থেকে মরোক্ক পর্যন্ত সবাই কেমন ঝিম মেরে আছে।

১৩ ই মে, ২০২১ রাত ৮:৫৪

শাহ আজিজ বলেছেন: ইয়াবা বাংলাদেশে আসতে পারতেছেনা । ওরা ইয়াবা খাইয়া বাপের নাম ভুইলা গেছে।

৫| ১৩ ই মে, ২০২১ রাত ৮:৩৭

অনল চৌধুরী বলেছেন: দু:খিত।
তাড়াহুড়ায় ভেবেছিলাম, চাদগাজী লেখাটা লিখেছেন, তাই এই মন্তব্য করেছি।
অুনগ্রহ করে মুছে দেবেন।

১৩ ই মে, ২০২১ রাত ৮:৫১

শাহ আজিজ বলেছেন: না না অসুবিধা নেই , চালায়া যান ।

৬| ১৩ ই মে, ২০২১ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:



গাজা দখল করে, হামাসকে বের করে দিয়ে, শিক্ষিত মানুষদের থেকে একটি সরকার করে, উহাকে ৫ বছরের ভেতর স্বাধীন করে দিলে ভালো হতো; পরে ওয়েষ্ট ব্যাংকও ইহার সাথে যোগ দিতে পারতো।

১৩ ই মে, ২০২১ রাত ৮:৫৫

শাহ আজিজ বলেছেন: দেখি বাই জান কি করে ।

৭| ১৩ ই মে, ২০২১ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



২নং মন্তব্যটা মুছার জন্য বলেছেন, উহা মুছবেন না, এই ব্লগার একজন দার্শনিক। দারশনিকের মন্তব্য মুছলে আপনাকে দোজখে যেতে হতে পারে।

১৩ ই মে, ২০২১ রাত ৮:৫৭

শাহ আজিজ বলেছেন: :P :(( :P :(( :P :(( :P :((

দোজখ এর কথা শুইনা মজা পাইলাম ।

৮| ১৩ ই মে, ২০২১ রাত ৯:১৯

সোনালি কাবিন বলেছেন: চাঁদগাজী বলেছেন:



২নং মন্তব্যটা মুছার জন্য বলেছেন, উহা মুছবেন না, এই ব্লগার একজন দার্শনিক। দারশনিকের মন্তব্য মুছলে আপনাকে দোজখে যেতে হতে পারে।

# হা হা হা

১৩ ই মে, ২০২১ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন: এইটা হইছে দার্শনিক রকেট মারছে আর চাদগাজি আমার হাতে আয়রন ডোম তুইলা দিয়া কয় মারেন না হইলে দোজখে যাইবেন।

৯| ১৩ ই মে, ২০২১ রাত ৯:৫০

কোথাও কেউ নেই বলেছেন: লেখক বলেছেন: গাজায় আরবিয় ইহুদিরা হাজার বছর ধরে আছে । ফিলিস্তিনিদের কোন বেইজ নেই
মন্তব্য -
ভুল কথা
অনুগ্রহ করে পড়ুনঃ-
Philistines
https://en.wikipedia.org/wiki/Philistines
Jewish land purchase in Palestine
https://en.wikipedia.org/wiki/Jewish_land_purchase_in_Palestine

বর্তমানে ইসরাইলে অবস্থানকারী ইহুদীরা বেশিরভাগ ইউরোপিয়ান অরিজিন
https://en.wikipedia.org/wiki/Zionism#Territories_considered

১৩ ই মে, ২০২১ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: প্রবাসে এদের সাথে আমার গভীর জানাশোনা । গাজার আরবিয় ইহুদিরা তেল আবিব যেতে চায়না । কারন তেল আবিবের ইহুদিরা অনারব ।

১০| ১৪ ই মে, ২০২১ রাত ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মা বাবার রক্ত সাফ করছে এক শিশু- এর চাইতে নির্মমতা আর কিছু নাই। এই অসম যুদ্ধ নিয়া আসলে পৃথিবী বাসীর কোনো মাথা ব্যথা নাই। কারণ, সুপার পাওয়ার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে, এমন শক্তি বর্তমানে কারো নাই। আমেরিকা তো পুতু পুতু করে।

তবু, সবার জন্য ইদের শান্তি বর্ষিত হোক, এই কামনা করছি।

১৪ ই মে, ২০২১ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: খুব কষ্টকর কিন্তু শিশুটি এসবের মধ্যে বড় হয়ে উঠেছে ।

১১| ১৪ ই মে, ২০২১ রাত ২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: ফিলিস্তিন হতে বাংলাদেশ মৃতপিতার সন্তানের ঈদ। গুম, খুন, যুদ্ধ এবং দুর্ঘটনা এইসব মনুষ্য সৃষ্টিতে ঈদ। বিধাতার সৃষ্টি মহামারীতে ঈদ। অভিশাপ এবং আনন্দ।

১৪ ই মে, ২০২১ সকাল ১০:০৫

শাহ আজিজ বলেছেন: আমার ইদ বা খুশি নেই ।

১২| ১৪ ই মে, ২০২১ ভোর ৫:৫২

জিকোব্লগ বলেছেন:



আরব বিশ্বের উপর নির্যাতিত অনেক বাংলাদেশী নারীর কান্নার
অভিশাপ আছে। এখন আরবদের কান্নার অভিশাপ ইসরায়েল
পাচ্ছে। এর প্রতিদানে ভবিষ্যতে ইসরায়েল হয়তো কষ্টতে ভূগবে।

১৪ ই মে, ২০২১ সকাল ১০:২১

শাহ আজিজ বলেছেন: প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে ধাওয়া খেতে খেতে আজ এখানে পূর্ব পুরুসদের ভূখণ্ডে । প্রযুক্তি , অর্থ সঞ্চালন জানা থাকলে তাদের পরাজিত করা কঠিন । চারি কিতাবের সবাই এই ভূখণ্ডে বসবাস করেছে , কাকে হটাবেন ? ফিলিস্তিনিদের যা সুযোগ ছিল তা ভেঙ্গে গেছে তাদের অনৈক্যতার জন্য । এই করোনার মধ্যেই কিছু পরিবর্তন ঘটবে । অপেক্ষায় ------

১৩| ১৪ ই মে, ২০২১ রাত ৯:২৫

পঞ্চগড়ের বাসিন্দা বলেছেন: দাদো, ঈদ বানান ভুল লিখে আপনি ফিলিস্তিন ইসরায়েলের মতো আন্তর্জাতিক ঘটনা নিয়ে চিন্তা করেন কিভাবে ? রাতে ঘুম হয়ত ?

১৪ ই মে, ২০২১ রাত ১০:০৯

শাহ আজিজ বলেছেন: অনেক দিনের অভ্যাস তো , সহজে যাবে না । আর এসব ক্ষুদ্র বিষয় নিয়ে মন্তব্য না করাই ভাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.