নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আহা ! উহু!

২৬ শে মে, ২০২১ দুপুর ১:৫১

আবহাওয়া বেশ সরেস এবং আমারদায়ক , মনটা উৎফুল্ল । ভাবলাম মনের কথাটি বলেই ফেলি--------------------

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:০৫

শেহজাদী১৯ বলেছেন: একজন গলা চেপে ধরে আরেকজন কুপিয়েও মারতে পারে।

২৬ শে মে, ২০২১ দুপুর ২:২৮

শাহ আজিজ বলেছেন: নাহ এতটা নিষ্ঠুর হবেনা কারন সবাই ফাসি ভয় পায় । :((

২| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশী ভালো স্বপ্ন দেখে ফেলেছেন। বাস্তবে একজন মামলা করবে, আরেকজন দেনমোহরের টাকা নিয়ে ব্ল্যাকমেইল করবে বা তার চেয়েও খাপার কিছু। তবুও দ্বিতীয় বিবাহের জন্য অগ্রিম শুভ কামনা থাকলো। :P

২৬ শে মে, ২০২১ দুপুর ২:২৭

শাহ আজিজ বলেছেন: নাউজুবিল্লাহ , এসব ভাবাও পাপ

৩| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক নাইজেরিয়ানের কথা। তার এক স্ত্রী ছিল। স্ত্রী তাকে নানা যন্ত্রণায় খুব ব্যতিব্যস্ত ও টেনশনে রাখতো। তিনি এ যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা বিয়া করে ফেললেন। ফলাফল খুব ম্যাজিক্যাল। দুই সতীন এখন সারাক্ষণ ঝগড়ায় ব্যস্ত থাকে। স্বামী ওসব দেখে আর মুচকি মুচকি হাসে। ---- ব্যাপারটা ইউনিভার্সাল।

২৬ শে মে, ২০২১ দুপুর ২:২৬

শাহ আজিজ বলেছেন: =p~ :-P নাইজেরিয়ানটা বুদ্ধিমান । নিশ্চয়ই রাতে একেকজন তাদের শিডিউল টাইমে ওর বুক ভাসিয়ে নালিশ দিত ??!!

৪| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুই ব্উ থাকলে আরো একটা র্সুখ্যাতি
অর্জন করা যায়! একজন বলবে আজ
বৃষ্টি হবে অন্যজন বলবে রোদ !! একজনের
কথা অবশ্যাই লেগে যাবে। জ্যোতিষ উপাধি
পাওয়া ঠেকায় কে?
তবে আপনার অবস্থা দেখে দারুন মর্মাহত।
কিল একটাও বাইরে পরবেনা, যেহেতু আপনি
বাধা পড়ে আছেন !!

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৪৩

শাহ আজিজ বলেছেন: :(( :(( :((

অভিশাপ , নুরু ভাই অভিশাপ

৫| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:৩৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: পুরুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। দুই বিয়ে মানে ডবল মরহুম!

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৪৫

শাহ আজিজ বলেছেন: :(( =p~

শিয়ে শিয়ে নি

৬| ২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



পর্যায়ক্রমে, এক এক করে সংখ্যা বাড়াতে হবে, যতক্ষণ কাংখিত ফল না পাওয়া যায়।

পোষ্ট না লিখে, ১ লািন লিখে, এই খারাপ অভ্যাস করছেন কেন?

২৬ শে মে, ২০২১ বিকাল ৪:৪৬

শাহ আজিজ বলেছেন: পিঠ খাউজাইতেছিল

৭| ২৬ শে মে, ২০২১ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,





এখন বাতাসে জলের গন্ধ, আবহাওয়া নরম কিন্তু তিন-চারখানা বিয়ে করলে তার গরমে আপনার যে কি হপে ????? B-) :D
শেহজাদী১৯ এর কথা মতো- একজন গলা চেপে ধরবে আরেকজন কুপিয়ে মারবে আরেক জন টুকরা টুকরা করে কেটে ছালায় ভরবে ... আরেক জন ................................... :( :((

২৬ শে মে, ২০২১ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: আহমেদ জী এস





কালাভুনার মশলা কসাইতে থাকবে :(

৮| ২৬ শে মে, ২০২১ রাত ৮:৪২

কামাল১৮ বলেছেন: স্বপ্নে কি দেখেছেন তা বিশ্বাস করে শুভ কাজে বিলম্ব করতে নেই।

২৬ শে মে, ২০২১ রাত ৯:০৭

শাহ আজিজ বলেছেন: নাহ তেমন ইচ্ছে নেই তবে সার্বক্ষণিক সঙ্গী দরকার যেহেতু একা থাকি । বাকিরা ফেরে সন্ধ্যা বা রাতে । আড্ডাবাজ মানুষ আমি । প্রচণ্ড মানসিক চাপ আমার ।

৯| ২৬ শে মে, ২০২১ রাত ৯:০৩

জুন বলেছেন: একে বলে সুখে থাকতে ভুতে কিলায় অবস্থা =p~
তাত্তাড়ি করেন, অনেক দিন হয় কোন বিয়ের দাওয়াত পাইনা #:-S

২৬ শে মে, ২০২১ রাত ৯:০৮

শাহ আজিজ বলেছেন: এবার হইলে দুই পক্ষের পুলাপাইন নিয়া রেস্টুরেন্ট হা হা হা

১০| ২৬ শে মে, ২০২১ রাত ৯:৫৮

কামাল১৮ বলেছেন: এখন আর বার তের খোজাখুজির দরকার নাই।পঞ্চাশের পর থেকে দেখেন,তাহলে দুই পক্ষের ঝামেলায় পড়বেন না।

২৬ শে মে, ২০২১ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন: সম্ভাব্য জন আমারি বয়সি আমার সহপাঠী ছিল ।

১১| ২৭ শে মে, ২০২১ রাত ১২:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: নাউজুবিল্লাহ , এসব ভাবাও পাপ
তারপরেও ভেবেছেন এবং সেটার মনোকামনা পোষণ করে, লিখাও পোস্ট করেছেন। যা বোঝার, বোঝা হয়ে গেছে লোকজনের। =p~

২৭ শে মে, ২০২১ সকাল ৯:২৪

শাহ আজিজ বলেছেন: এত ধরলে কি হয় B-)

১২| ২৭ শে মে, ২০২১ সকাল ৯:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: এত ধরলে কি হয়
হা হা হা... মনের কথা এমনিতেই বের হয়ে আসে। আপনার ম্যাডাম/পরিবার যেন এই পোস্ট না দেখে। :P B-)

২৭ শে মে, ২০২১ সকাল ১০:১৩

শাহ আজিজ বলেছেন: আমার ম্যাডাম ২০১৭ সালে পরলোকে চলে গেছে । একটা দ্বিধা দন্ধে ভুগছি এইসব অদ্ভুত ব্যাপার নিয়ে । তবুও অসুস্থ শরীরে কারো উপর নির্ভরশীলতা চাই । নিউরোর ডাক্তার জিজ্ঞাসা করে সাথে কে থাকে ? আমার কন্যা বলে কেউ না ! করোনাকালিন পরিস্থিতি না হলে এরকম ভাবনা মাথায় ঢুকত না ।

পোস্টটি রম্য ছিল কিন্তু সবাই ভেবেছে এটা আমারই ----------- ;) B-) :D

১৩| ২৭ শে মে, ২০২১ সকাল ১০:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: অত্যন্ত দুঃখিত। আমি জানতাম না যে ম্যাডাম গত হয়েছেন, তার রুহের মাগফেরাত কামনা করছি।

বিষয়টি রম্য হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, জীবনের শেষ দিনগুলোতে এসে এভাবে সঙ্গীহীন থাকাটা বেশ বেদনাদায়ক। ব্যাপারটা আপনার সন্তানদের সাথে শেয়ার করতে পারেন বা প্রয়োজনে নিজেও বিয়ের ব্যাপারে উদ্যোগী হতে পারেন। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে এখনো সন্তানদের সাথে এসব নিয়ে খোলামেলা আলোচনা করার পরিবেশ গড়ে উঠেনি। অনেকেই বিষয়টিকে নেতিবাচকভাবে ভাবেন কিন্তু বাস্তবতা হলো শেষ বয়সে এসে সঙ্গী প্রয়োজন। শুভ কামনা থাকলো।

২৭ শে মে, ২০২১ সকাল ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.