নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ প্রতিযোগিতা ।।

১৭ ই জুন, ২০২১ সকাল ১০:০৮

আড্ডা , চারুকলা পনড ।।

বিলম্বিত প্রাতঃরাশ । চারুকলা প্রাঙ্গন ।

ক্যামেরা নিত্যসঙ্গী হলে অনেক বিষয় তুলে আনা যায়
জীবনের ফ্রেমে । অনেকদিন বাদে ছবিগুলো দেখলে কিঞ্চিত আন্দোলন হয় বুকের ভেতরে ।
স্মৃতি সততই সুখের হয় । আমার ব্যাপক স্মৃতি হারিয়ে গেছে বাসা বদলের সময় ।
খুব কষ্ট হয় কিছু হারিয়ে গেলে । জীবন মাত্র একটি ।
আসুন সেই জীবনকে হাসিতে মুখর করে তুলি ।

কি চমৎকার দেখা গেল------------------


কর্মই অন্নসংস্থানের একমাত্র উপায় ।


কোল ম্যান , ওর কাজ ফারনেসে কয়লা দেওয়া ।

বাগানের যত্ন , এরা বড় ভাল মানুষ ।


আহা , বাশুরিয়া - কি বাজাইলা


বাংলাদেশের পতাকার প্রথম নির্মাণকারি বাবু ধীরেন দত্ত , শাহবাগ


এ লাশ রাখব কোথায় ??


পথ শিশু , জিগাটোলা ।



পথ নাটক , শাহবাগ


বাংলা নববর্ষ ,চারুকলা ।

মন্তব্য ৬১ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২১ সকাল ১০:৪০

কামাল১৮ বলেছেন: ছবি সবগুলোই সুন্দর।প্রতিযোগিতায় দেয়ার মতো ছবি।সাফল্য কামনা করি।

১৭ ই জুন, ২০২১ সকাল ১০:৪৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

২| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি শুভ কামনা

আমিও আইতাছি

১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৪৭

শাহ আজিজ বলেছেন: অক্ষনো রেডি হও নাই , কিতা কতা কও যে বোনজি ।

৩| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৩৬

আমি সাজিদ বলেছেন: বাহ৷ আজকে শুধু দারুন দারুন ফটো দেখবো৷

চমৎকার ছবি পোস্ট। শুভকামনা।

১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৪৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সাজিদ

৪| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৫৩

সামিয়া বলেছেন: অনেক সুন্দর ছবি ব্লগ। আপনি প্রতিযোগিতার প্রথম পোস্ট দিয়েছেন , অভিনন্দন ও শুভকামনা।

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:২৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

আমি লক্ষ্যই করিনি যে আমিই প্রথম পোস্ট দাতা ।

৫| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:২২

জুন বলেছেন: অনেক অনেক সুন্দর ছবি ব্লগ, আপনার সাফল্য কামনা করছি :)
আমার হাজার হাজার ছবি নিয়ে আমি বিভ্রান্ত শাহ আজিজ। দেখা গেল এই কারনে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণই কইত্তে ফাইত্তেছিনা :(

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:২৮

শাহ আজিজ বলেছেন: কয়েকটা সিলেক্ট করে পুষ্টাইলে কাম শ্যাস ।

৬| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩ এবং ৪ নং ছবি দুটি সেরা।

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:২৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জলদস্যু ।

৭| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৩০

ইসিয়াক বলেছেন: ৩নং ছবিটা হারানো শৈশব মনে করিয়ে দিল। সুন্দর ছবি ব্লগ।

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৩১

শাহ আজিজ বলেছেন: হুম , তাই

ধন্যবাদ

৮| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।

১৭ ই জুন, ২০২১ দুপুর ১:২০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৯| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:০৯

শেরজা তপন বলেছেন: শুরুটা কি আপনি করলেন?

দু-ইয়েকটা ছবিতে প্রফেশনাল ফটোগ্রাফারের ছোয়া পেলাম।
আপনারতো নতুন একটা প্রতিভার সন্ধান পাইলাম :)

১৭ ই জুন, ২০২১ দুপুর ১:২২

শাহ আজিজ বলেছেন: এই করলাম কিছু একটা শুরু মানে বিসমিল্লাহ ;)



ধন্যবাদ শেরজা তপন ।

১০| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১৩

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো ভাল লেগেছে ভাইয়া।

১৭ ই জুন, ২০২১ দুপুর ১:২৩

শাহ আজিজ বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।



ধন্যবাদ ।

১১| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+

১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৪৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১২| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবি যেন কথা বলে!! চমৎকার ছবি ব্লগ।

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ বাঙ্গালী ।

১৩| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪২

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




বায়স্কোপের মতো কি চমৎকার ছবি ব্লগ। দেখে গেলুম ।

সফলতা কামনায়

১৭ ই জুন, ২০২১ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ।

১৪| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:০৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী লাইক দেওয়ার জন্য । আমি বুঝতে পারছি আপনি রেস্টে আছেন ।

১৫| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বায়োস্কোপের ছবি দেখে অবাক হলাম, নস্টালজিকও হলাম। এ যুগে বায়োস্কোপ এলো কোথা থেকে? ছোটোবেলায় সিনেমা কী জিনিস তাই জানতাম না। ঐ সময়ে মেলায় গেলে বায়োস্কোপ দেখা ছিল সবচাইতে এক্সাইটিং ইভেন্ট, পরবর্তী জীবনে সিনেমার জন্য যেমন পাগল ছিলাম তার চাইতেও বেশি।

সকালে প্রথম ছবিটা দেখি। ক্যাপশন - আড্ডা, চারুকলা পনড। আমি পড়ছিলাম- চারুকলা পণ্ড। কীভাবে পণ্ড হলো বুঝতে পারছিলাম না। এখন এসে দেখলাম, আসলে পুকুরটাই পণ্ড হইয়া গেছিল :)

ইট-শ্রমিক, কোলম্যান, বাগানের যত্নের ছবিগুলো বেশি ভালো লেগেছে।



১৭ ই জুন, ২০২১ রাত ৮:৪০

শাহ আজিজ বলেছেন: বায়স্কোপের আয়োজন চারুকলার পোলাপাইন করেছে । পন্দ পণ্ড আসে কিন্ত যুক্তাক্ষরে পনড আসেনা ।

ধন্যবাদ খেয়াল করে পড়ার জন্য ।

১৬| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:৪০

শায়মা বলেছেন: একজন রিয়েল ফটোগ্রাফারের ছবির সাথে আর কি কেউ পারবে?

১৭ ই জুন, ২০২১ রাত ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ শায়মা ।



ছবি তুলি ছাত্রজীবন থেকে । আমাদের সুযোগ হচ্ছে আর্টিস্ট হিসাবে কম্পোজিশন জানাটা বোনাস ।

১৭| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: আমার কাছে মনে হয়েছে থিম।

ছবির যে থিম একটা হাতে আঁকা চিত্রশিল্পের মত অনন্য হয়ে উঠতে পারে আর্টিস্টদের চোখে আর হাতে সেই যাদু তৈরী হয়ে যায়।

১৭ ই জুন, ২০২১ রাত ১০:৪৮

শাহ আজিজ বলেছেন: অনেক ভালবাসা আর স্নেহ তোমার জন্য ।

১৮| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:২২

হাবিব বলেছেন: দারুণ সব ছবি। বিশেষ করে শিশুর ছবিটি!!

১৮ ই জুন, ২০২১ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: শিশুটিকে সেদিন শিঙ্গাড়া খেতে দিয়েছিলাম , ওটা খেতে খেতেই হাসি দিল , আমিও ক্লিক ।

১৯| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:৪৩

সোহানী বলেছেন: আমি প্রতিযোগিতা থেকে নিজের নাম জয়েন করার আগেই প্রত্যাহার করছি!!! হাহাহাহা........ নিজের ইজ্জত বাচাঁতে এর চাইতে আর কোন উপায় নাই।

১৮ ই জুন, ২০২১ সকাল ১০:২৫

শাহ আজিজ বলেছেন: ক্যান ইজ্জতের আবার কি হইল ?????????????????

২০| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:১০

হাসান রাজু বলেছেন: আপনি তো ভাল ছবি তোলেছেন। সত্যি ই সুন্দর। ভালো থাকবেন।

২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২২

শাহ আজিজ বলেছেন: আমার তোলা কালেকশন অনেক বিশেষ করে ডিজিটাল এল যখন ।

২১| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:২৯

অপু তানভীর বলেছেন: বায়োস্কোপের ব্যাপারটা এখনও আমাকে বেশ টানে । এখন তো এটা দেখাই যায় না বললে চলে । এমন কি গ্রামের দিকেও না ।
ছবিতে প্লাস !

২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৩

শাহ আজিজ বলেছেন: যা আয় হয় তা দিয়ে পোষায় না । পিচ্চি পুলাপাইন এখন মোবাইল গেম খেলে । তারপর আছে চাদাবাজি , কই যামু ।।

২২| ২৪ শে জুন, ২০২১ রাত ৮:৫৭

কালো যাদুকর বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর। শিশুটির টি সবচে সুন্দর।

২৪ শে জুন, ২০২১ রাত ১০:৩২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ যাদুকর

২৩| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৮

মনিরা সুলতানা বলেছেন: ব্যস্ততায় ব্লগে ই আসা হয়ে উঠে নাই তাই আপনার এত সুন্দর ছবিগুলো দেরিতে দেখলাম।
ভালোলাগা ভাইয়া।

২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৮

শাহ আজিজ বলেছেন: তাইতো ভাবছি মাটি ফুড়ে বের হল মনিরা । কেমন আছেন ?


ধন্যবাদ আমার পাতায় আসার জন্য ।

২৪| ২৭ শে জুন, ২০২১ রাত ৮:৩৭

মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি ভাইয়া, তবে ব্যস্ততা কমে নাই , তবুও ব্লগের ছবি উৎসবে চলেই এসছি।
আশা করছি আপনি ও ভালো আছেন।

২৭ শে জুন, ২০২১ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: হ আছি , মইরা আছি =p~

২৫| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শাহ আজিজ ভাই, আপনি অনুগ্রহ করে উপর থেকে তিন ও চার নাম্বার ছবিটির মূল ফাইলটি আমাকে মেইল করুন।
[email protected]

২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:২৭

শাহ আজিজ বলেছেন: পাঠাচ্ছি জাদিদ ।


ধন্যবাদ ।

২৬| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। +++

২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

২৭| ২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১০

মিরোরডডল বলেছেন:




অভিনন্দন !
দুটো ছবির একটাতো শর্ট লিস্টে থাকবেই :)
ছবি চারের মেসেজটা আসলেই খুব অর্থবহ ।
অল দ্যা বেস্ট ।




২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩১

শাহ আজিজ বলেছেন: থ্যাঙ্ক ইউ ------------------------------------ B-)

২৮| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:৩৪

শেরজা তপন বলেছেন: শাহ আজিজ ভাই, আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন!

০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ তপন :``>>

২৯| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৬

প্রামানিক বলেছেন: অভিনন্দন আজিজ ভাই।

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ প্রামানিক

৩০| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০১

সভ্য বলেছেন: অনেক চিন্তা ভাবনা করে ছবিগুলি দেওয়া হয়েছে যা ছবি দেখেই পরিস্কার হলাম, কনগ্রেটস, প্রথম হওয়ার জন্য। গড ব্লেস ইউ।

০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । অনেক ছবিই জমে আছে পিসিতে ।

৩১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: চারুকলার শুকনো পুকুরটা কি এটা ? আমি অনেক গিয়েছি ওখানে ছাত্রাবস্থায়। ঢাবির মধ্যে আমার পছন্দের একটি জায়গা ।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৭

শাহ আজিজ বলেছেন: শুকনা পুকুর পেছনে , এটা সামনে কৃত্রিম সিমেন্টের তৈরি পুকুর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.