নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ।। দ্বিতীয় পোস্ট

২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৭

মোর ভাবনারে-----

সাংস্কৃতিক নেতারা

পথ চলতে একটা ক্যামেরা সাথে থাকা চাই ।
পিকিঙ্গে আশাহি পেনট্যাক্স কিনে দিল বন্ধু ডেভিড ।
প্রতি মাসে স্কলার শিপের টাকা থেকে শোধ করতাম ।
খুব স্মৃতিবহুল জীবন ছিল সেই সময় ।
পিকিং জীবনের প্রায় সব ছবি নষ্ট হয়ে গেছে ।


স্বাস্থ্য


সুসজ্জিত বালিকারা





দাওয়াই



রূপনগর খাল


ভাপা


ভেষজ



টিফিন ক্যারিয়ার নিয়ে বসে গেল


চায়ে গরম

মন্তব্য ২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

শেরজা তপন বলেছেন: চারটে বাদে বাকি ছবির শিরোনাম কই?

জানলাম ফটোগ্রাফি আর ডার্ক রুমে আপনার অভিজ্ঞতা প্রচুর!
ছবিতে সেই অভিজ্ঞতার উপস্থিতি টের পাওয়া যায়

২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫২

শাহ আজিজ বলেছেন: দিয়েছি , এখন পাবেন

২| ২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪১

ঢাবিয়ান বলেছেন: দারুন সব ছবি । তবে দাওয়াই জিনিষটা কি বুঝলাম না।

২২ শে জুন, ২০২১ রাত ৮:০৯

শাহ আজিজ বলেছেন: হারবাল

৩| ২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, ছবি দেখেই গেয়ে উঠতে মন চাইছে, " এসো হে বৈশাখ,এসো এসো"।

এই করোনার মাঝেও বৈশাখের আবহ দেয়ার / তৈরীর জন্য একটা ধন্যবাদ আপনার প্রাপ্য ।তাই ধন্যবাদ দিলাম :P বেশিনা।

আর সর্বরোগের দাওয়াইয়ের ঠিকানা কোথায় :> (কামে লাগবার পারে) তাই আরকি !! তার সাথে সাথে এটাও জানবার মুনচায় - এ খালের ঠিকানা । বড়ই :(( সৌন্দর্য খালের !!!

আর এসবের ঠিকানা জানবার সাথে সাথে চলেন ভাপা পিঠা খেয়ে নেই তার পর হবে ;) এককান কফি।

২২ শে জুন, ২০২১ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: ওই বুড়ো লোকটা কাটাসুর রাস্তায় বসে তবে অনিয়মিত ।


খাল মিরপুরের রুপনগরে । যেদিন খাল পরিস্কার করা হয় সেদিনের তোলা ছবি । এইটুকু আজতক পরিস্কার করেনি ।


পিঠা নভেম্বরে কাটাসুরের টাঙ্গাইল পিঠাঘরে পাওয়া যাবে ।

৪| ২২ শে জুন, ২০২১ রাত ৯:২৪

হাসান রাজু বলেছেন: আপনার সংগ্রহ ভালো। বুঝা যায় এমন অনেক ছবি জমানো আছে। আপনার পোস্টগুলোতে বযবহার করতে পারেন। কাজে লাগলো। সুন্দর পোস্ট।

২২ শে জুন, ২০২১ রাত ৯:৩২

শাহ আজিজ বলেছেন: হুম , অভ্যাস হয়ে গেছে । এখনতো মোবাইলে তুলি । এরপর থেকে লেখায় যুক্ত করব আমার তোলা ছবি ।




ধন্যবাদ ।

৫| ২৩ শে জুন, ২০২১ রাত ১:৩২

কামাল১৮ বলেছেন: পুরস্কার একটা নিয়েই ছাড়বেন।সবগুলো ছবিই ভালো,যদিও ছবির কিছুই বুঝি না।

২৩ শে জুন, ২০২১ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: আরও অনেক ছবি আছে ভাণ্ডারে ।

৬| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:০১

হাবিব বলেছেন: আগের ব্লগের চাইতে এই ব্লগটি আরো ভালো হয়েছে। শুভকামনা ভাইয়া

২৩ শে জুন, ২০২১ সকাল ৯:১৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ স্যার

৭| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: সব্জির ছবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, রঙের খেলা। শুভ কামনা রইলো।

২৩ শে জুন, ২০২১ সকাল ৯:১৭

শাহ আজিজ বলেছেন: সাজিয়ে রাখা রঙ বেরঙ্গের সবজি আমার খুব প্রিয় । দাড়িয়ে কিছুক্ষন দেখলেই স্বাস্থ্য ভাল হয়ে যায় । ;)

৮| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক সুন্দর হয়েছে ছবিগুলো।

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:০১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:২৬

জুন বলেছেন: বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের চালচিত্র শাহ আজিজ । অনেক ভালোলালাগা রইলো ।
দাওয়াই অর্থ হারবাল ভালোই কইছেন =p~

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৮

শাহ আজিজ বলেছেন: একটা কিছু কওন লাগে তাই কইয়া দিছিলাম :P :P

১০| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রকমারি ছবিগুলো খুব ভালো লাগলো ! দাওয়াই কার জন্য ? কি জন্য ? ;)

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:২০

শাহ আজিজ বলেছেন: দাওয়াই বানাচ্ছে চাচামিয়া যাদের ধাতু দুর্বল , স্ত্রীর কাছে বেশি সময় থাকতে পারে না , শুধু হাপায় - তাদের জন্য :P

১১| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:২৭

সুমন জেবা বলেছেন: ভালো সংগ্রহ ..চেয়ে থাকার মতো ..

২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৩

শাহ আজিজ বলেছেন: বিগলিত আমি , ধন্য আমি ।।

১২| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.