নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ৩য় পোস্ট

২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৫৭

পেরেক মারা ঠিক হয় নাই

স্মরণীয় ব্যাক্তিত্ব


সামু ব্লগের মিলন মেলায় স্মরণীয় সময় গুলো ক্লিক

না করলে আজ কিছুই দেখা যেত না । ছবি অনেক

কিন্তু সুযোগ মাত্র ১২ পিস । তাই সই । বেশ কজন

সতীর্থ এখানে আছেন যাদের আমিও চিনতাম না , নাম ভুলে

গেছি একদম । কেউ পারলে নাম লিখে দেবেন প্লিজ ।।

সামুর প্রতিষ্ঠাতা দম্পতি এবং প্রধান অতিথি।

বলে যান শুনছি

কিছু বলতে চাই-----

কিছু বলতে চাই-----

কিছু বলতে চাই-----

কিছু বলতে চাই-----

পরামর্শ


তোলেন - পোজ দিছি তো

আত্মহত্যা করমু -- তোলেন


আমি বাসায় নাই

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:১৫

হাবিব বলেছেন: সতেজ সব ব্লগার।।

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৬

শাহ আজিজ বলেছেন: হুম তাই

২| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সেই দিন আমিও উপস্থিতছিলাম কিন্তু আমার ছবি খুঁজে পেলাম না

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৬

শাহ আজিজ বলেছেন: ক্যামেরার ফোকাসে আসো নাই

৩| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার কাছেও অনেক ছবি আছে ব্লগ ডে'র। এগুনো কোন ব্লগ ডের? । আপনার গুলো স্পষ্ট আসেনি ছবিগুলো।

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৫

শাহ আজিজ বলেছেন: ষষ্ঠ ব্লগ ডে

৪| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৫১

ভুয়া মফিজ বলেছেন: সবাই দেখি কিছু বলতে চায়। কাউরে তো দেখলাম না, কিছু শুনতে চাই কইতে!!! ;)

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৮

শাহ আজিজ বলেছেন: ১২ পিস ছবি পোস্ট করছি । আছেতো শয়ের ওপর ।

৫| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: স্মৃতিময় প্রতিক্ষন।

২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:০১

শাহ আজিজ বলেছেন: হুম তাই

৬| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:২৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: সুন্দর স্মৃতি ছবিতে আটকে আছে।

২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:০১

শাহ আজিজ বলেছেন: আপনি আছেন ছবিতে ??

৭| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৫

হাসান রাজু বলেছেন: আহারে । আমি কখনো থাকি না। আমাকে অনেক বদলাতে হবে। কিন্তু কবে(?)।

সুন্দর ছবি পোস্ট। আমিও তিনখানা পোস্ট কমপ্লিট করব।

২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৯

শাহ আজিজ বলেছেন: নিয়ত করেন দেখবেন বদলাইয়া গেছেন :-B

৮| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১২

কামাল১৮ বলেছেন: পুরনো স্মৃতি,সেদিন যারা উপস্থিত ছিল তাদের অনেক কথা মনে পড়ছে।আমি ব্লগে নতুন।

২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

শাহ আজিজ বলেছেন: মহামারী চলে গেলে আমরা আবারো একত্রিত হব ।

৯| ২৩ শে জুন, ২০২১ রাত ৯:২৮

মনির হোসেন মমি বলেছেন: চমৎকার সব ব্লগডে ছবি।

২৩ শে জুন, ২০২১ রাত ৯:৩২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১০| ২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

সোহানী বলেছেন: নাম ঠিকানা বিহীন ব্লগডের ছবি গ্রহনযোগ্য নয় :P

২৪ শে জুন, ২০২১ রাত ৮:০৮

শাহ আজিজ বলেছেন: আর আঙ্গুল দিও না সোহানি :`>

১১| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:২৫

সুমন জেবা বলেছেন: সুন্দর ব্লগ ডে ছবি পোস্ট ..

২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জেবা ।

১২| ২৯ শে জুন, ২০২১ রাত ১০:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:



ছবির ধাঁধাঁ !!
বলতে হবে এটা কত তম
ব্লগ ডের ছবি

২৯ শে জুন, ২০২১ রাত ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: আমি সম্ভবত এটাতে ছিলাম না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.