নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কিছু মানুষ ঢাকা ছেড়েছে , মিডিয়া দেখাল । ঢাকার বাইরে থেকে বিস্তর মানুষ ফিরছে ঢাকায় এইকথা মনে রেখে কাল ভোর ৬ টা থেকে লক ডাউন - একটু কঠিন হবে শোনা যাচ্ছে । একজন পুরুষ সঙ্গে বাচ্চা , স্ত্রী বললেন তিনি মার্কেটিং এর লোক , তাকে অনেক রাতাবধি সামলাতে হয়েছে দোকান , কাজেই ইদের দিন যাত্রা করতে হচ্ছে । বিবিধ মানুষের বিচিত্র অজুহাত বাড়ি যাবেন বলে । আজ বেশি ফিরছে দক্ষিনাঞ্চলের মানুষ । পুরুষ বেশি মহিলা ও শিশু কম । বোধকরি তারা লক ডাউনের পর ফিরবে । এদের মুখে শংকা নেই , মাস্ক নেই । জ্যাম সেই ট্র্যাডিশনাল অবস্থায় আছে । আজ যারা গেল সেই বাস আজ রাতে ছেড়ে কাল কখন ঢাকা পৌঁছাবে কেউ বলতে পারল না । কাল আইন ভাংলে শাস্তি দেবেনা বলে সরকারী সুত্র বলল। একটি পরিবার বলল তাদের ইদের দিনে খাবারই নেই তারা বাড়ি যাবে কেমন করে । খুব অসহায় এসব মানুষ । আমাদের গৃহকর্মীদের বিশাল গ্রুপ জায়গা ছাড়েনি মাংস টোকানোর কারনে । আজো ঢাকায় কোরবানি হয়েছে যারা কাল কসাই ম্যানেজ করতে পারেনি । হুজুররা রেডি কিন্তু চামড়া ছোলা , মাংস কাটা বিস্তর কাজ । আমাদের বাড়ি যাবার প্রবনতা কবে শেষ হবে , জানিনা । বাস দুই সিটে যাত্রী তো নিয়েছে আবার ভাড়াও ডাবল , অভিযোগ কে শুনবে ? গনতন্ত্র বলে কথা । শুক্রবার থেকে লঞ্চ বন্ধ সাথে ফেরি কোন যাত্রী নেবেনা ।
ছবি বি ডি নিউজ ২৪ স্টার
২৩ শে জুলাই, ২০২১ সকাল ১০:১১
শাহ আজিজ বলেছেন: কোরবানি ইদের আগেরদিন থেকেই দেখছি খুঁটিয়ে খুঁটিয়ে । বাঙালি আবেগ আসলেই কিংবদন্তি ।
২| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করোনা বাঙ্গালদের ডরায় খুব!
করোনা বাঙ্গালী ললনারও বস !!
২৩ শে জুলাই, ২০২১ সকাল ১০:১৩
শাহ আজিজ বলেছেন: এজন্যই মৃতদের তালিকায় ললনা কম ।
৩| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৬
নিয়াজ মোর্শেদ বলেছেন: সেলুকাস, বিচিত্র এ দেশ।
২৩ শে জুলাই, ২০২১ সকাল ১০:১৪
শাহ আজিজ বলেছেন: হুম , আসলেই বিচিত্র ।
৪| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৮
কামাল১৮ বলেছেন: এটা চলতেই থাকবে,জাতি যতদিন সচেতন না হবে।
২৩ শে জুলাই, ২০২১ সকাল ১০:২২
শাহ আজিজ বলেছেন: গেল ৫০ বছরেও সচেতন করা যায়নি , আর যাবেও না ।
৫| ২৩ শে জুলাই, ২০২১ সকাল ১০:০২
শেরজা তপন বলেছেন: আমরা দক্ষিন বঙ্গের সবাই কি বাঙ্গাল?
জানিনা কি এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা
২৩ শে জুলাই, ২০২১ সকাল ১০:২৪
শাহ আজিজ বলেছেন: হুম , তা বলা যায় । এক টুকরো গোস্ত খাবার জন্য বাঙ্গাল বিপ্লব পর্যন্ত করতে পারে ।
৬| ২৩ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৭
কামাল১৮ বলেছেন: ভালো শাসক আসলে পাঁচ বছরেই জানি সচেতন হয়ে যাবে।তা না হলে একশ বছরেও হবে না।
২৩ শে জুলাই, ২০২১ সকাল ১১:২৪
শাহ আজিজ বলেছেন: সুশাসক আর আশা করি না ।
৭| ২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৮
ঢাবিয়ান বলেছেন: দরিদ্র মানুষ মাংশ নিয়ে ঢাকা ছাড়ছে।্চিরচারিত এই প্রথা আসলে বন্ধ করা যাবে না বলেই মনে হচ্ছে। যেটা করা দরকার সেটা হচ্ছে , অন্তত একমাস যেন এরা ঢাকা না ফিরতে পারে সেই ব্যবস্থা করা। এই একমাসের মধ্যে যতটা সম্ভব টিকা কার্যক্রম এগিয়ে নেয়া।
২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩৫
শাহ আজিজ বলেছেন: লঞ্চ বন্ধ করা হয়েছে । ফেরিগুলো শুধু মালামাল ভর্তি ট্রাক বইবে । অপেক্ষমাণ মানুষ কিন্তু ঠিকই উঠে বসবে ।
আমি জানিনা আর কি উপায় আছে এদের ঠেকানোর ।
৮| ২৪ শে জুলাই, ২০২১ ভোর ৬:৩৬
সোহানী বলেছেন: স্প্যানকড বলেছেন: এ জাতি বীর এর জাতি প্রমাণিত !
ঠিক, তাই ভাবছি।
২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:০১
শাহ আজিজ বলেছেন: কি অসহায় ভাষা , প্রকাশ ।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৬
স্প্যানকড বলেছেন: এ জাতি বীর এর জাতি প্রমাণিত ! ঈদ মোবারক। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।