নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কষ্টের মধ্যেও হেসে নিন ----------------- :P

২৭ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৩

প্রাইভেট টিচার বার বার মেয়েটার হাত ধরছিলো। মেয়েটা বিরক্ত হয়ে স্যার কে বললো আপনি বার বার আমার হাত কেন ধরছেন?
টিচারঃ পাচঁ বার আমি তোমার হাত ধরেছি। তারমানে তুমিও পাচঁ বার আমার হাত ধরেছো।
৫+৫= কত হয়?
ছাত্রীঃ ১০
টিচারঃ এটাকে যোগ বলে।
পাঁচ বার তুমি হাত ছাড়িয়ে নিয়েছো...
১০-৫= কত হয়?
ছাত্রীঃ ৫
টিচারঃ এটাকে বিয়োগ বলে।
পাঁচ বার তুমি বিরক্ত হয়েছো।
৫×৫= কত হয়?
ছাত্রীঃ ২৫
টিচারঃ এটাকে গুন বলে।
দরজার ওপাশ থেকে মেয়েটির বাবা সব শুনে ভিতরে এসে এক লাথি মেরে টিচার কে বের করে দিয়ে বললো এটাকে ভাগ বলে,,,,

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: =p~ =p~ =p~

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০১

শাহ আজিজ বলেছেন: :`>

২| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভাগটাই ভাল লাগল।

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩২

শাহ আজিজ বলেছেন: আমি অনেক আগে আমার মেয়ে তখন ক্লাস থ্রি তে পড়ে তো তার টিচার কে বলেছিলাম আমরা সমাজচ্যুত বলে আপনার মত কুশিলবকে বিদায় করছি , যান বাইরান !!

৩| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩০

সাসুম বলেছেন: এটা তো গণিত ভার্সান। এবার ইংরেজি ভার্সান শুনাই।

টিউটর মেয়েকে ইংরেজি শিখাচ্ছেন-

হাত ধরে- এটা Hand

গাল ধরে- এটা Face

ঠোটে হাত দিয়ে- এটা Lips

বুকে হাত দিয়ে- এটা Boobs


মেয়ের মা দরজার আড়ালে ছিল। বের হয়ে এসে- টিউটর এর পাছায় লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বল্লো-

এটা Kick

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৩

শাহ আজিজ বলেছেন: :P :-P :-B


:P :-P :-B


আরেব্বাহ

৪| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৫৬

স্প্যানকড বলেছেন: সমাজে এমন বহু চিটার টিচার আছে । যারা টেবিলের নীচে ছাত্রীর পায়ে পা রেখে ঘষে। ছত্রীর মুড সুইং করলে সরি বলে হাসে । ইংলিশ, বাংলা দুইটা ই জোশ হইছে । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৫

শাহ আজিজ বলেছেন: নৈতিকতার অবক্ষয় হলে এরকমই হবে ।





আমি ভাল আছি ।

৫| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা দারুন হয়েছে শেষটা এমন হওয়াই উচিত
ঘাড় ধইরা ভাগ শেখানো দরকার

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৩

শাহ আজিজ বলেছেন: ঘাড় ধইরা না , লাত্থি মাইরা ----------------------------------

৬| ২৭ শে জুলাই, ২০২১ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: এখানে 'ভাগ'টাই যথার্থ শিক্ষা হয়েছে। এ শিক্ষাটা শিক্ষকের চিরদিন মনে থাকবে।

২৭ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: তো সবাই কি এখন থেকে ভাগ দিয়া দিব ??

৭| ২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৫১

আমারে স্যার ডাকবা বলেছেন: লাথি খেয়ে ভাগিয়ে দেয়ার পর, লুচ্চামি করার সুযোগ শেষ হয়ে যাওয়াকে "ভাগশেষ" বলে B-))

২৭ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: ভগ্নাংশ বলে B-)

৮| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৬

কামাল১৮ বলেছেন: একে বলে হাতে কলমে শিক্ষা।এই শিক্ষা শিক্ষকও গ্রহন করলো।

২৮ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: উচিত , দরকার হয় বাইন্ধা শিখাইতে হবে এইসব শিক্ষককে ।

৯| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবাই ভাগ আর কিক শিখাইলে
যোগ হইবে কেমতে !! মাঝে মাঝে
যোগ ফল মিলান লাগে !!

২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫১

শাহ আজিজ বলেছেন: ছিঃ , নুরু ভাই এসব কু বুদ্ধি দেওয়া পাপ ।

১০| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহ্ ভাগটা যা দারুণ হয়েছে বলে শেষ করা যাবেনা।

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৬

শাহ আজিজ বলেছেন: ------------আস্তে কন -----পাবলিক শুনব --------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.