নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে স্বাস্থ্যকর্মী সিরিঞ্জ শরীরে ঢুকিয়ে পুশ না করে ভ্যাক্সিন ভর্তি সিরিঞ্জ বাস্কেটে ফেলে দিচ্ছিল ধরা পড়ে গ্রহীতার বিজ্ঞ আত্মীয় স্বজনদের হাতে । একজন পরিদর্শক এসে বাস্কেট থেকে ২০টি ভ্যাক্সিন ভর্তি সিরিঞ্জ উদ্ধার করেন । একজন হুজুর ফেসবুক লাইভে বললেন তিনি ৩টি টিকা একদিনেই পেয়েছেন । সাদা পোশাক ধারীরা তাকে তুলে নিয়ে ডাক্তার দ্বারা পরীক্ষা করলেন তার প্রস্রাব , রক্ত এবং দুই হাত । একটি ইঞ্জেকশনের দাগ পাওয়া গেল । সেই হুজুর এখন কোথায় আমরা জানিনা । ঐযে স্বাস্থ্য কর্মী তার বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে । মহামারিকে তুড়ি দিয়ে মানুষকে টিকা বঞ্চিত করা ভয়ঙ্কার অপরাধ । স্বাস্থ্য বিভাগ এমনিতেই সাবু বা বার্লির মত তরল । পরবর্তীতে এদের বিরুদ্ধে কি করা হচ্ছে তা জানার উপায় নেই ।
আমার কাছে পুরো বিষয়টি একটা ষড়যন্ত্র মনে হচ্ছে । এদেরকে হেফাজতে নেওয়া হোক কারন এরা মুক্ত থাকলে আরও ক্ষতির কারন হবে ।
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৪৪
শাহ আজিজ বলেছেন: ওরে ফায়ারিং স্কোয়াডে দেওয়া দরকার ।
২| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৫৭
সাসুম বলেছেন: হেলথ ওয়ার্কার গুলা বেশির ভাগ জাস্ট সরকারি চাকরি হিসেবে দেখে এই জব কে, তাই তাদের এত অবহেলা।
উন্নত দেশ গুলাতে, সেবা ধর্মী জব গুলার জন্য সবার আগে দেখে ডেডিকেশান। হোক হেলথ, সার্ভিস, টিচিং বা অন্য যে কোন সার্ভিস ওরিয়েন্টেড জব।
আমাদের দেশে হয় কোটা, নাইলে টাকা নাইলে এম্পি ধরে যেসব হেলথ ওয়ার্কার নিয়োগ পান তৃণমূলে এদের বেশির ভাগ এই জব টাকে পার্ট টাইম হিসেবে দেখেন সাথে অন্য প্রজেক্ট।
বিঃদ্রঃ আমি সবাইকে মীন করে বলিনাই, জাস্ট আমার দেখা বেশির ভাগ এরকম ছিল। আমার অন্তত ৫ জন সহপাঠী ও সহপাঠী দের বউ রা এই জবে আছেন।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৫
শাহ আজিজ বলেছেন: সরকার কি ভয় পায় নার্সদের ?
ভ্যাক্সিন নষ্ট করার শাস্তি তাকে পেতেই হবে ।
৩| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:০০
রানার ব্লগ বলেছেন: কি দেশে বাস করছি !!!! আফসোস !!!!
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৬
শাহ আজিজ বলেছেন: ------ এই তালেবানি শাসন প্রায় চলে এল-----------------------
৪| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
মামুনুল ধরা খাওয়ার পর আর কোন জ্যাঞ্জামে সুযোগ না থাকায় সরকারি টিকা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করে বিশৃক্ষলা হাংগামা আবার শুরু করতে চাচ্ছে ওরা।
সেদিনও ১জনকে ৩ টিকা দেয়া্র মিথ্যা কথা প্রচারিত করে,
এরপর সেই ব্যক্তিকে গুমের ছড়িয়ে সবাইকে বিভ্রান্ত করেছিল। আর এবার টিকা নাদিয়েই ফেলে দেয়ার মত অপরাধ কর্ম ....
এদের কঠিন শাস্তি চাই।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৩
শাহ আজিজ বলেছেন: এদের শাস্তি না হলে ষড়যন্ত্রকারীরা পেয়ে বসবে ।
৫| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
টিকা দিতে হবে মিলিটারী দ্বারা ও "ওয়াক-ইন-পদ্ধতিতে প্রতি গ্রামে, মহল্লায়" আর ষড়যন্ত্রকারীদের ফায়ারিং স্কোয়ার্ড।
সরকার করে ভিক্ষা, কর্মচারীরা করে ষড়যন্ত্র, এ হলো দেশের অবস্হা।
০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:০৭
শাহ আজিজ বলেছেন: ভয়ংকর অবস্থা ।
৬| ০৩ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৫
নতুন বলেছেন: যে স্বাস্থ্যকর্মী সিরিঞ্জ শরীরে ঢুকিয়ে পুশ না করে ভ্যাক্সিন ভর্তি সিরিঞ্জ বাস্কেটে ফেলে দিচ্ছিল ধরা পড়ে গ্রহীতার বিজ্ঞ আত্মীয় স্বজনদের হাতে । একজন পরিদর্শক এসে বাস্কেট থেকে ২০টি ভ্যাক্সিন ভর্তি সিরিঞ্জ উদ্ধার করেন ।
একে প্যাদানী দিয়ে কে তাকে করতে বলেছে তা বের করা দরকার।
ভ্যাকসিন নিয়ে ষড়যন্ত্রকারীদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত।
০৩ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
শাহ আজিজ বলেছেন: স্বাস্থ্য বিভাগের আচরন দেখে মনে হল এসব কিছুই না , মায়া সব মায়া হ্যায় ।
একদিনে তিনটি পুশ আর ভ্যাক্সিন ভর্তি সিরিঞ্জ ফেলে দেওয়ার মধ্যে যোগসুত্র আছে নিশ্চিত ।
৭| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:১০
সোহানী বলেছেন: ও মাই গড... এই সব কি শুনালেন? কি অবস্থা চারদিকে!!!!!!
০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: তাকে বকে দিয়েছে তার বস ।
৮| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:৫৩
কামাল১৮ বলেছেন: আমাদের দেশের বহু লোকের মানসিক সমস্যা আছে।এদের কাউন্সিলিংগ করা দরকার।কিছু লোকের লাগবে বিভিন্ন রকমের থেরাপি।
০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:৫৭
শাহ আজিজ বলেছেন: এর মধ্যে গরম রড থেরাপি অ্যাড করতে হইব ।
৯| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:৫৬
বারবোসা বলেছেন: আমাদের মিডিয়া সেন্সরড।এখন এই মিডিয়ারা চেয়ে ফেসবুকের খবরও মাঝে মাঝে বিশ্বাসযোগ্য মনে হয়।
০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ৯:২৫
শাহ আজিজ বলেছেন: হুম , মিডিয়ারা আকণ্ঠ পান করে বশে আছে ।
১০| ০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৮
ঢিসুম বলেছেন: একজনের তিন টিকা কিভাবে নেওয়া সম্ভব? ভদ্রলোক কি টিকা কার্ড নিয়ে যায়নি টিকা দিতে?
০৪ ঠা আগস্ট, ২০২১ দুপুর ১:১৭
শাহ আজিজ বলেছেন: সে মিথ্যা বলেছে কিন্তু কেন মিডিয়া তা ছাপেনি ।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৪১
জুন বলেছেন: গতকাল পেপারে পড়লাম, উনি বলেছেন উনি নাকি টায়ার্ড ছিলেন তাই ভ্যাক্সিন না দিয়েই ফেলে দিয়েছেন
কোনদেশে আমরা বসবাস করি আল্লাহ মাবুদই জানেন।