নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১১ ই আগস্ট থেকে দোকান পাট , গনপরিবহন খোলা তবে আপনার সাথে টিকা বা ভ্যাক্সিন সনদ রাখতে হবে যা পুলিশ চাহিবা মাত্র দেখাইতে হইবেক । আমরা সর্ব সাকুল্যে ৬০ লাখ লোক টিকা পেয়েছি এবং সনদ মোবাইলে কপি রেখেছি । কিন্তু বাকি প্রায় ১ কোটি লোক এই ঢাকা শহরে টিকা পায়নি তাদের কি হবে ? আশ্চর্য হয়ে দেখবেন ঘোষণাটি দিচ্ছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী , জনপ্রশাসন বা স্বরাষ্ট্র নয় ।
প্রতিদিন কি পরিমান মানুষকে টিকার আওতায় আনা হচ্ছে !! বাকি মানুষেরা ঘরে বসে থাকলে তাদের নিত্য দিনের আয় ইনকামএর উপায় কি হবে ?
একটা যৌক্তিক সিদ্ধান্ত হলে বাহবা দেয়া যেত ।
পাঠক আপনার কি মত ??
০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:১৫
শাহ আজিজ বলেছেন: আশ্চর্য , আশ্চর্য এবং আশ্চর্য ।
২| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:২৪
অপু তানভীর বলেছেন: এই যে টিকা না নিয়ে বাইরে যাওয়া অপরাধ এই কথাটা তখনই যুক্তিসংগত হত যখন দেশের অন্তত অর্ধেকের বেশি মানুষকে টিকার আওতায় আনা হত এবং মানুষ খুব সহজেই টিকা গ্রহন করতে পারতো । যেমন আজকে টিকা দিতে চাইলাম হাসপাতালে গেলাম আর দিয়ে আসলাম । যদি পরিস্থিতি এমন হত তাহলে এই ঘোষণা ঠিক ছিল । আমার পরিবারের জন্য সবাই আমরা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছি ঈদের আগে । এখনও মেসেজ আসে নি কারো। কবে আসবে তার কোন ঠিক নেই । তো আমি সহ আমার বাবা ভাই কাজ কর্ম না করে বাসায় বসে থাকবো ১১ তারিখের পরে?
কী হাস্যকর সব কাজ কর্ম করে এরা !
০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:২৭
শাহ আজিজ বলেছেন: ইবনে মিজান বাইচা থাকলে তারে দিয়া সিনেমা বানাইতাম ।
ওহ হো দীপজল আছে না ??
৩| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:৪১
সাজিদ! বলেছেন: উনি জয়যাত্রা টেলিভিশনের উপদেষ্টাও।
ঘোষনার বিষয়ে আপনার সাথে আমিও প্রশ্ন রেখে গেলাম।
০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: হচ্ছেটা কি ?
একেকদিন একেক মন্ত্রী তাদের প্রটোকল বহির্ভূত ঘোষণা দিয়েই যাচ্ছেন ।
৪| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:৪৩
সাজিদ! বলেছেন: আজকেও সংবাদ মাধ্যমে উনি বলেছিলেন মিটিং এর আগে যে উনি লেটেস্ট আপডেট জানেন না। তবে জুম মিটিং এ জেনে নিবেন। এখন জুম মিটিং এর পর একটা সিদ্ধান্ত দিবেন। সেটা যে এমন হবে ভাবিই নাই।
০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: আমি মিটিঙের অংশ ৭টার খবরে দেখেছি । তারপর বিবিসি প্রতিবেদন দিলে বুঝলাম ওটাই চূড়ান্ত ।
৫| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:৪৫
সাজিদ! বলেছেন: প্রটোকলের বাইরে সবাই কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তাও একটু মেন্টেইন করেন। বাকিরা যা ইচ্ছা যখন ইচ্ছা বলেন, কথার ভুল ধরার কেউ তো নাই। প্রশ্ন করারও কেউ নাই।
০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: প্রশ্ন করলেই বিপদ ।
৬| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বজ্র আটু্নি ফস্কো গেরো !!!
এটা এমন একটি মেকানিজম যা দৃশ্যত
কঠিন কিন্তু কার্যত সহজ।
কোনো কিছু অর্জন, বর্জন বা কাউকে ফাঁসিয়ে
দেয়ার জন্য ব্যক্তি বা গোষ্ঠী নানা রকম কলকব্জা
শক্ত করে আঁটতে থাকে। যারা এসব করে তারা
ভাবে যে, তাদের সফলতা এক শ’ ভাগ। অপর
দিকে এসব ষড়যন্ত্রের মধ্যে এমন সব ফাঁক-ফোকর
থাকে যা দিয়ে প্রতিপক্ষ সহজেই বের হয়ে যায়।
০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:২২
শাহ আজিজ বলেছেন: আজ রাইত থেইকা গ্রাফিক্স ডিজাইনারগো কাম বাইড়া গেল । টিকা সনদ তৈরি , একদম অরিজিনাল
৭| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:১৫
অধীতি বলেছেন: ইংরেজিতে অনার্স মাস্টার্স করে স্বাস্থ্য মন্ত্রী। সাহিত্যিকরা কোন কিছু তোয়াক্কা করেনা, উনিও করেন নি।
০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:২০
শাহ আজিজ বলেছেন:
জাতীয় পার্টির কোটায় মন্ত্রী । এই কারনে ভাগানোও যাইতাছে না ।
৮| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৩৬
নতুন বলেছেন: এখন কম্পিউটার কম্পোজের দোকানে সাটিফিকেট বিক্রি হবে।
০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:০৮
শাহ আজিজ বলেছেন: ওরা বানাইয়া রেডি রাখছে খালি নাম , আই ডি , বয়স বসাইলেই কাম ফিনিশ । ক্রিয়েটিভ বাঙালি ।
৯| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গ্রাফিক্স ডিজাইনারা টিকা সনদ তৈরি করবে ঠিক আছে। তব
মন্ত্রী যে কইলো ভ্যাকসিনের সার্টিফিকেট থাকতে হবে।
ভ্যাকসিন দিলেই তা ওয়েবসাইটে চলে যাবে। সেগুলো
চেক করা হবে। ভ্যাকসিন দেওয়ার পর সঙ্গে সঙ্গে
ওয়েবসাইটে দিয়ে দেবে। ভ্যাকসিন নিয়েছে কি না
যাচাই করতে পারবে। গ্যাড়া কলে পড়তে হবে তো !!
০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:০৬
শাহ আজিজ বলেছেন: পুলিশের ওয়েবসাইট পড়ার সময় নাই । কত ওয়েবসাইট ঘাটাঘাটি করব । মারামারি লাইগা যাইব ।
১০| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছু লোক হয়রানির শিকার হবে
আবার কিছু লোক টু পা্ইস কামানোর
সুযোগ পাবে !
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১২:৫২
শাহ আজিজ বলেছেন: এসব হচ্ছে সরকারী নাজেহাল ।
নিউইয়র্ক কে ফলো করছে , তারা ৭০% লোককে টিকা দিয়ে তারপর বাকিদের হুমকি দিচ্ছে আর আমরা না দিয়া স্টক নাই এমন অবস্থায় আমেরিকারে ফলো করতেছি । আমি শিউর ব্যাপক গোলমাল হবে এবং সরকার পিছু হটবে ।
১১| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ২:২২
স্প্যানকড বলেছেন: সত্যি কি যে হচ্ছে ভাবলেই হিসু ধরে। অবশ্য এ জানা কথা এত মানুষের টিকা দেয়া কেমনে সম্ভব ! আল্লাহ ছাড়া বাঙালির কোন গতি নাই । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ৯:২৬
শাহ আজিজ বলেছেন: প্যাম্পাস
১২| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ৭:৫২
শেরজা তপন বলেছেন: সবাই যার অবস্থা ভীষণ গুরুত্বপূর্ন মনে করে-কিছু একটা বলে দিয়ে মিডিয়ার ফোকাস চায়।
অবশ্য অন্তত লকডাউনের কঠিন কঠিন আইনের বিষয়ে মানুষ আস্থা ও বিশ্বাস পুরোপুরি হারিয়েছে। বিষয়টা হাস্যকর হয়ে গেছে।
০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ৯:২৮
শাহ আজিজ বলেছেন: ক্ষুধার্ত মানুষকে অন্নের সংস্থান না করেই নানাবিধ সার্কাস শুভ নয় ।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১০:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভ্যাকসিন ছাড়া বের হওয়া যাবে না, ‘সত্য নয়’ বলল স্বাস্থ্য মন্ত্রণালয়
০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১০:৪০
শাহ আজিজ বলেছেন: সার্কাস চলতাছে
১৪| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১০:৫২
হাবিব বলেছেন: আমরা সবসময় সরকারের সাথে আছি।
০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:০৩
শাহ আজিজ বলেছেন: মাগার সরকার আপনার লগে নাই ।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
উনি ধোলাই খালে টিকা বানানোর কারখানা খুলেছেন, মনে হয়।