নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

বোতল ফোতল আর গাড়ি ------------------------

০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৩



আমি তারে জিগাইলাম কি করছ এইখানে ড্রেনের ভিতরে ??
সে বহুত টেনশন নিয়া কইল 'ওয়ান ইলেভেনে দেখস নাই যে বড়লোকরা গাড়ি-অজগর এসব রাস্তায় ফেলে যাইত। এবার নিশ্চয়ই কিছু ফরেন বোতল টোতল ফেলে যাবে। সেই আশায় ঘুরাঘুরি করছি।

খালি বোতল ফোতল না পাইলে গাড়িও পাইতে পারস । আইজ রাইতেই ঘটতে পারে ব্যাপারটা । আমি যাই লুঙ্গি পইড়া আসি । তুই তালা চাবির মেকানিক আর এক গ্যালন পেট্রোল লইয়া বইয়া থাক । গাড়ি পাইলেই তালা খুইলা পিছনে বোতল ঢুকাইয়া স্টার্ট দিয়া ৩০০ ফিট ধইরা আগাইতে থাকবি । বোতল আগে খাইবি না , পুরবাচলে আমার জন্য ওয়েট করবি , আমি আরেক্ষান গাড়ি লইয়া আইলে মজাসে স্কটল্যান্ডের শরবত খামু । ইমানে !!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৭

কামাল১৮ বলেছেন: সময় উপযোগী কথোপকথন,আরো কতো কিছু দেখার বাকি।হায়রে গনতান্ত্রীক দেশ!

০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩১

শাহ আজিজ বলেছেন: আহ হা এখন ডিস্টার্ব কইরেন না ------------------------- বিজি

২| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্কটল্যান্ডের শরবত খাওয়ার সময় ফেইসবুকে লাইভে থাইকেন। বিপদে পড়লে সাহায্য চাইতে পারবেন।

০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:১৩

শাহ আজিজ বলেছেন: আমি তো খাওয়া গেল শতাব্দীতে ছাইড়া দিছি । দোস্তগো খিলামু হে হে হে :D

৩| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



প্রশাসনিক বিশৃংখলা দেশকে ইয়েমেনের স্তরে নিয়ে গেছে।

প্রতিষ্টিত নাগরিকদের মাঝে জাতির প্রতি কারো সমীহ নেই।

০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: সব কিছু উন্মুক্ত করে দেওয়া উচিত তাতে অপরাধ কমবে ।

৪| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আজিজ ভাই
আমার গাড়ীর দরকার নাই
বর্ষায় একখা্ন্ নৌকা
পাইলেই অইবো !!

০৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: নৌকা বুকড । জিন , হুইস্কি , ভদকার বোতল ন্যান । খাইয়া সাঁতরাইয়া সাতলা নদী পার হইবেন ট্যাঁরও পাইবেন না ।

৫| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৮

স্প্যানকড বলেছেন: একটা পুরানো কথা মনে পড়ল " উন্নত বিশ্বের মানুষ মদ খায় মাগীবাজী করে আবার চান্দে যায় আর আমগো দেশে মদ খায় মাগবাজী করে খালি বউ পিটায় "! সুতরাং সব হালাল করে দিলেও কাজ হবে না যতদিন না মগজ চিন্তাভাবনা হালাল হয়।

০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: এই মজার মইধ্যে ওইটা ঢুকাইলা ক্যা ?

৬| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৪

শায়মা বলেছেন: গোপালভাঁড়ের সেই গল্প মনে পড়লো।

আলুর গুদাম পুড়লে আলুপোড়া খাবার আশায় লোকটা লবন নিয়ে বসে ছিলো। হা হা

০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: লগে একখান শুকনা মরিচ ভি আছিল হে হে হে =p~

৭| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এক সময় রেইড দিলে পাওয়া যেত গাড়ি। এর পর পাওয়া যেত জিহাদি বই। এখন রেইড দিলে পাওয়া যায় শরাব।
কি জমানা পড়লোরে ভাই ! গাড়ি হইতে এতো অধঃপতন ?

নুরু ভাইয়ের সাহস তো কম না ! নৌকা চাহিয়া 'চাকুরী লীগ' বা 'বন্দর লীগ' এর ক্যাডারদের হাতে ধোলাই খাওয়ার খায়েস হইছে মনে লয়।

০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫২

শাহ আজিজ বলেছেন: নুরু ভাই না খাইয়াই আউট :`>


আমার কিছু বাল্ব দরকার ;)

৮| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৪৮

শেরজা তপন বলেছেন: না খাইয়াই টাল হয়ে গেলামতো :)
স্কটল্যান্ডের শরবত~ভালাই কইছেন

০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: কাইল রাইতে খুব ঝড় বৃষ্টি হইয়া চারদিক ঠাণ্ডা হইল - উপযুক্ত সময় শরবত খাওয়ানের :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.