নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সাকলায়েন উঠে পড়-উঠে পড়-উঠে পড়-উঠে পড়-উঠে পড় ------ রম্য

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫২


উঠে দাড়াও সাকলায়েন -
দাঁড়ালে দাগ লেগে যাবে !!
কিসের দাগ ?
পরিমনির দাগ ।
হাতির ঝিল কেমন রাত দুপুরে ?
বেসম্ভব ভাল , হুইস্কিটা আরও ভাল ।
কিন্তু মানুষ এসব নিয়ে ষড়যন্ত্র করছে । আমি ডিভোর্সি , আমি ইয়েতে জড়িয়ে পড়েছি , এতে দোষের কি হল ?
ব্যাপারটা কিন্তু সেরকমই । তোমার রিলেশন পরিমনির ফ্লাট ঘেরাওএর আগের , খালি বোতল কি তুমি সাপ্লাই দিছ ?
কাকু দিলে ভরা দিমু খালি বোতল কেন আমার একটা ইজ্জত আছেনা ?
আসলেই প্রেমে মানেনা মন কিবা হরি কিবা ডোম ।
তোমারে নিয়া হেভভি ডর সি আই ডিতে ।
ক্যান ?
এখন যারেই তদন্তে দেয়া হবে সেইই যদি রিলেশন কইরা ফালায় ।
কথা ঠিক , কিন্তু প্রেম একটা অধিকার , একটা শাশ্বত ব্যাপার , রাধা কৃষ্ণ , এরশাদ কাকু আরও অনেকের প্রেম কি ফালায় দিবেন ?
সাকলায়েন এখানেই কবি নিরব , ভাষাহীন ।।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৪

নতুন বলেছেন: /:) দেশে ২৬০ জন ( আসলে হয়তো সংখ্যাটা ৩ থেকে ৪ গুন হবে) মারা যাচ্ছে।

হাসপাতালে চিকিতসা পাচ্ছে না।
দূনিতি চলছে।
টিকার ব্যবস্থা হচ্ছে না।

আর মানুষের আলোচনার প্রধান টপিক পরীমনী /:)

বাঙ্গালীর দৃস্টি ঘুরাইতে যেকোন সস্তা কিছু বের করলেই হয়। সবাই তাতেই ব্যস্ত হয়ে যায়। B:-)

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য , একটু ঝাঁঝালো হয়ে গেছে , আপনার কথিত বিষয় নিয়ে আমরা একটু বেশিই ভাবি ।

২| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



আজকাল, অভিনেতা, অভিনেত্রী, গায়ক-গায়িকারা নিজদের সন্মান করেন না

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪২

শাহ আজিজ বলেছেন: আমি এটাকে অত্যন্ত সহজ বিষয় হিসাবে নিয়েছি ।

৩| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২০

কামাল১৮ বলেছেন: সরকারের হাতে আপাতত কোন কাজ নেই ।তাই সরকার মানুষের এইসব ব্যক্তিগত বিষয় নিয়ে উঠে পড়ে লেগেছে।করোনায় যে মানুষ মরছে সে দিক থেকে দৃষ্ট ঘুরিয়ে অন্য দিকে দিচ্ছে।

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: হুম সত্যি ।

৪| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দুনিয়াকো লাথ মারো
দুনিয়া তোমারই হ্যায় !!

০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: হ্যা এইতো আইসা পড়ছেন ।

৫| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মৃগ নাভী কস্তরী সবার জন্য নহে
ইহা সবাই সহ্য করতে পারে না !!

০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৯

শাহ আজিজ বলেছেন: হুম মৃগ কস্তুরি শুধু মুগলদের জন্য ----------------

৬| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরেজমিনে তদন্ত এটাকেই বলে। কিন্তু পাবলিক বুঝলো না।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:১০

শাহ আজিজ বলেছেন: আরেকটু খোলাসা কইরা কন ----------------------- --

৭| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: পরীমণি খোলাসা কইরা তার দুঃখের কথা কওনের লাইগা সাকলায়েন সাহেবের বেড রুম পর্যন্ত গেসিল। বেডরুমে তো আর সিসি ক্যামেরা থাকে না যে আমি বাকিটা খোলাসা কইরা কমু।:)

কিন্তু ১৮ ঘণ্টা সময় তো লাগার কথা না। এইটাই আমার মাথায় ঢুকতাসে না।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:২০

শাহ আজিজ বলেছেন: X( পোলা হেভি ফিট ফাট -----১৮ ঘণ্টা :`>

৮| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫১

শূন্য সারমর্ম বলেছেন: সাকলাইন একটু পরীর মণি নিয়ে নাড়াচাড়া করেছিলো আর কি।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: কোন ক্রাইম তো করে নাই , কেউ অভিযোগ করে নাই । পরিমনি কি সাকলাইনকে ফাসাইলো না বাচাইল ? মেয়েটা প্রচণ্ড ধূর্ত ।

৯| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আসলে মামলা অনেক ঝামেলার সৃষ্টি করে। শরীরের খুজলি পাচরার মতো। চুলকানোর মজা অথচ শরীর ক্ষত বিক্ষত। পরী মণি নিজেও পড়েছে ট্র্যাপে একে একে অন্যকে ফেলছে ট্র্যাপে। আসলে যে কি হচ্ছে কে জানে। সব কি আর হয় জানা। সত্য মিথ্য কত রটনা ঘটনা চলে। তিল হয়ে যায় তাল। সাংবাদিকদের রুটি রুজির ব্যবস্থা হবে না তাহলে। তাই ফুলিয়ে ফাপিয়ে অনেক কিছু বলা হয় ।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪০

শাহ আজিজ বলেছেন: সাকলায়েনকে কি ফাসালো না বাচালো ভবিষ্যতের জন্য । তয় এই মেয়েকে বিশ্বাস নেই এক ফোটা , শি ইজ এ গন কেস । জিমিকে ফাসিয়ে দিল । জায়েদ খানের বক্তব্য শুনলাম মনে হল তারা সবাই আর শেল্টার দিতে রাজী না এই মেয়েকে ।

১০| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
বোঝাই যাচ্ছে বোট ক্লাবের মহারথিরা ফেবুতে এসব গুজব ছড়িয়েছে।
বোটক্লাবের পুরাতন সে সব ঘটনা যাতে বর্তমান আলোচিত 'বোতল উদ্ধার অভিয়ানে' কোন প্রভাব বিস্তার করতে না পারে সে কারনের একটা উছিলা দিয়ে সেই পুলিশ অফিসারকে বোটক্লাবের মামলা থেকে সরিয়ে দিল।

নাটের গুরুদের না চিনলে কিছুই বুঝতে পারবে না। বুঝতে হবে বোটক্লাবের মহারথিরা ব্যাবসায়ী + আওয়ামী-জাতিয় পার্টির বিপুল ধনাড্ড ক্ষমতাধর। আর বোটক্লাব ভবন/জমি মালিক নৌবাহিনী কল্যান সমিতি।

আজকের প্রথমআলো পত্রিকায় সাকলায়েন প্রথম আলোর কাছে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাকলায়েন।
তিনি বলেন, পরীমনির করা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তাঁকে একজন বাদি হিসেবে পরীমনি ফোন করেছিলেন।
পরীমনি তাঁর বাসায় কখনো আসেন নি। নিয়মিত যাতায়াতের প্রশ্নই আসে না। এবং তদন্ত বাদে তাঁর সঙ্গে সম্পর্কও নেই।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৮

শাহ আজিজ বলেছেন: জাস্ট এ মোমেন্ট , আর কদ্দিন অপেক্ষা করতে হবে । মেয়েটি নষ্ট ।

১১| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৫

স্প্যানকড বলেছেন: হে জাওয়ানি তো ইশক হোনা হ্যায় ! সাপের মনির লোভে অনেকে তলিয়ে গেছে এখন দেখি পরীমনির কারণে যাচ্ছে ! =p~ ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২৮

শাহ আজিজ বলেছেন: আমরা ভাল আছি , ধন্যবাদ বালক :`>

১২| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যে জাতি চরম লুইচ্চা ও লাফাঙ্গা লেজেহোমো এরশাদের অনুসরণ করতে পারে, যে লম্পট ও অসৎ ব্যক্তি গোটা জাতির জন্য রাষ্ট্রধর্ম নির্ধারণ করতে পারে, সেই জাতির জন্য পরীমনি, সোনামনি, ক্যাসিনো সম্রাট এসব স্যাম্পলগুলো অশেষ রহমত স্বরূপ।

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২৬

শাহ আজিজ বলেছেন: মাশাল্লাহ , আলহামদুলিল্লাহ

১৩| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৭

নেওয়াজ আলি বলেছেন: খালি পুলিশের দোষ । বড় বড় বেটারা গোলাপ ফুল। এই মহামারীতেও মানুষ বিনোদন পাচ্ছে

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩১

শাহ আজিজ বলেছেন: আফনে এতদিন কুথায় ছিলেন ? সাক্লায়েনের জায়গাটা তো আপনার নামেই বরাদ্দ দেয়া ছিল !:#P =p~

১৪| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৫৪

হাবিব বলেছেন: কোন ইস্যু কে ডাকার জন্য যে এই ইস্যু জন্ম দেয়া হচ্ছে এখনি বুঝা কঠিন। তবে করোনা, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, টিকা সহ আরো নানান ইস্যু ডেকে গেছে এই এক ইস্যুতে। সাব্বাশ বাংলাদেশ

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩২

শাহ আজিজ বলেছেন: এক সময় এমন ইস্যু আসবে যে গোটা দেশটা ঢেকে যাবে ।

১৫| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১০

আমি নই বলেছেন: @হাসান কালবৈশাখী: আপনি কি হাবাগোবা নাকি কানা? নাকি রাতের রানীর সহস্র রাজাদের একজন? এত প্রমানের পরেও একই ঢোল বাজাচ্ছেন।

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আসলে পরিমনি বাঁশ দিল , জিমিকেও ছাড়ে নাই , মাদকে ফাসাইছে ।

১৬| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:

@আমি নই হ্যা আমি হাবাগোবা, কানা। আপনে বহুত বহুত চালাক।

বিশাল বোতল উদ্ধার অভিযান। একা একজন ভদ্রমহিলাকে ধরতে বন্দুক কামান নিয়ে ৪০০ জনের বাহিনী লাগে!
রাস্তা বন্ধ করে ভিড় জমিয়ে করোনা বিস্তার।

মাইশে হাজার কোটি টাকা মেরে দিয়ে সবার চোখের সামনে ফুর্তি করে যাচ্ছে, টাকার বস্তা নিয়ে বুক ফুলিয়ে ইমিগ্রেশন পার হয়ে বিদেশে পাচার করে যাচ্ছে কোন খবর নেই।
মামুনুলরা মাদ্রাসার জন্য সাহায্যের কোটি টাকা মেরে দিয়ে টাকা নিজের ব্যক্তি একাউন্টে রেখে, টাকা নিয়ে মেয়ে নিয়ে হোটেলে ফুর্তি করে যাচ্ছে, কোন খবর নেই।
শুধু ওই মেয়েটা এতো টাকা কোথায় পায়? চিন্তায় ঘুম আসে না!
মেয়েটা কারো সাথে ঘুমিয়েছে, আপনের কাছে প্রমান আছে? থাকলেই বা কি।

একজন একা মহিলা কোথায় যাবে, কার বাসায় যাবে, কতক্ষন থাকবে, আইনে কোন বাধা আছে?
কোন দামি উপহার পেলে আইনে কোন বাধা আছে? (যে উপহার দিয়েছে সে আয়কর না দিয়ে থাকলে সে শাস্তি পাবে)

লাইসেন্স বাদে প্রচলিত এলকহল আইনে মদ খাওয়াও কোন অপরাধ নয়।
অপরাধ তখনই হবে যখন মদ খেয়ে পাবলিক প্লেসে বা রাস্তায় মাতলামি করে পাবলিক নুইসেন্স ক্রিয়েট করা।
মদ আর আর মাদক এক জিনিষ নয়। মদ একটি পানিয় জাতীয় খাদ্য। আর মাদক সবদেশেই নিষিদ্ধ পন্য।
পরীমনির কাছে মদ কেনার লাইসেন্স ছিল। তবে রিনিউ করা হয় নি।
এই বিদেশী এলকহল লাইসেন্স মেয়াদ থাকাকালিন কেনা হয়েছিল কি না, রিসিট চাইতে পারে বা সেটা তদন্ত হতে পারে।

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৫

শাহ আজিজ বলেছেন: ব্যাপারটি এতই নাটকীয় হয়েছে যে এটা চমৎকার সিনেমা প্লট হতে পারে ।


মাদক সিনথেটিক । মদ ন্যাচারাল ।


আমার লাইসেন্স আমার ডিলার ব্যাবহার করছে গেল ২২ বছর ।

পানীয়র ব্যাপারে সরকারের একটা সিদ্ধান্তে আসা উচিত যে এটাতে বাঁধা থাকবে না , এই ইদুর বিড়াল খেলা ভাল না । মদ ওপেন করে দিলে সমাজ নষ্ট হবে ? ওটা আগেই নষ্ট হয়ে গেছে ।

১৭| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৪

গফুর ভাই বলেছেন: তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্যে দুটি জিনিশ দরকার : বন্দুক ও কবর

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৭

শাহ আজিজ বলেছেন: ওগুলো আছে , ইদানিং ব্যাবহার হচ্ছে না ।

১৮| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৯

গফুর ভাই বলেছেন: শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয়। এ সমাজ শিক্ষক চায় না, চোর-চোরাচালানি-দারোগা চায়

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৮

শাহ আজিজ বলেছেন: হুম , যা বলেছেন ।

১৯| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৮

রানার ব্লগ বলেছেন: অভিনেতা অভিনেত্রিদের কখনই পাব্লিক হতে নাই। এদের জীবন যতোটা আড়ালে থাকবে ততই মঙ্গল।

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫১

শাহ আজিজ বলেছেন: সেরকমই তো একটা প্রথা ছিল কিন্তু এই মেয়েটির ওসব বোধ ছিল না । দুবাই কাহিনী পড়ছি , এতো বাজাইরা মাল রে ভাই।

২০| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৬

আমি নই বলেছেন: @হাসান কালবৈশাখী: উনি যদি ভদ্রমহিলা হয়ে থাকেন তাহলে ভদ্রতার সংগাই বদলাতে হবে। এই মহিলা যদি বিএনপি নেত্রী হত তাহলে এই আপনার অবস্থানই ১৮০ ডিগ্রী উল্টা থাকত। তার বিরোদ্ধে ব্লাকমেইল গ্যাং চালানোর অভিযোগও উঠেছে। পত্রিকায় দেখেছি মোবাইলে কিছু ভিডিও পাওয়া গেছে যা দেখে তদন্তকারীরাই বিব্রত এবং ভিডিওগুলো সত্যি হলে পর্নগ্রাফি আইনেও মামলা হতে পারে। আপনার চোখেতো এগুলোও অপরাধ নয়!!! তাই না??

টাকাচোরদের ব্যাপারে একমত তাই বলে অন্য অপরাধীকে ছার দিতে হবে? ওরা হাজারকোটি চুরি করে ঘুরে বেরাচ্ছে সে জন্য আমিও চুরি শুরু করব?? আজব চিন্তা।

মামুনুলরা অলরেডি বাশ খেয়েছে এবং খাচ্ছে।

প্রচলিত আইনে আপনি নির্দিষ্ট পরিমান মদই বাসায় রাখতে পারেন, বাসায় মিনিবার করে রাখতে পারেন না। নির্দিষ্ট পরিমানের উপরে রাখাটা অবস্যই অপরাধ।

আয়ের সাথে ব্যায়ের সংগতি না থাকলে সেটা অবস্যই দেখা উচিৎ, দেখতে হলে সবার আগেতো তাকেই ধরবে যে অবৈধ সম্পদ ব্যবহার করছে নাকি আগে যারা উপহার দিল তাদের ধরবে? উল্টা চিন্তা করেন কেন? আপনার প্রিয় ভদ্রমহিলা ধরা পরেছে এবার ওরাও পরবে, নাকি বর্তমান আইনশৃংখলা বাহিনির উপর কোনো বিশ্বাস নেই??

@আজিজ ভাই আসলেই পরিমনি বাঁশ দিল। কথা সত্য বলেছেন।

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৩

শাহ আজিজ বলেছেন: ও একটা পিউর নষ্ট মেয়ে ।

২১| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৪

কুশন বলেছেন: রস আছে আপনার।

০৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৮

শাহ আজিজ বলেছেন: এক আধটু রস কষ না থাকলে জীবন চলে না । :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.