নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক এই মুহূর্তের খবর হল আফগান প্রেসিডেন্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করবেন তালেবান কম্যান্ডারের হাতে ।
তালেবান এক প্রকাশ্য বিবৃতি দিয়ে বলছে, তারা কাবুল ঘিরে ফেলেছে। সারা আফগানিস্তানের বড় বড় শহরগুলো দখল করে নেবার পর রোববারই তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলের প্রবেশদ্বারগুলোতে এসে উপস্থিত হয়।
তালেবানের একজন কর্মকর্তা বলেছেন, তাদের যোদ্ধাদেরকে আকাশে গুলি ছুঁড়ে উল্লাস করতে দেয়া হবে না।
তালেবান বলছে, বিমানবন্দর ও হাসপাতালে স্বাভাবিক কাজকর্ম চলবে, এবং জরুরি কোন সরবরাহে বাধা দেয়া হবে না।
বিদেশীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা চাইলে চলে যেতে পারে, নতুবা তালেবান প্রশাসকদের কাছে তাদের উপস্থিতির কথা নিবন্ধন করাতে হবে।
তা ছাড়া আফগান সরকারি বাহিনীর সদস্যদেরকে তাদের বাড়িতে ফিরতে দেয়া হবে না বলেও তালেবান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়ার কাজ জোরদার করেছে।
যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা মার্কিনী কূটনীতিক আর বেসামরিক লোকেদের উদ্ধারে ব্যাস্ত ।
আপডেট চলবে
গাড়িয়ালারা কাবুল ছাড়তে গিয়ে জট পাকিয়ে ফেলেছে ।
মার্কিন দুতাবাসের মধ্যে ধোয়া দেখা যাচ্ছে , মনে হয় মার্কিনীরা তাদের দলিল দস্তাবেজ পুড়িয়ে দিচ্ছে ।
এই পরিস্থিতিতে ধ্বংসযজ্ঞ এড়াতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের’ আলোচনা শুরু হয়েছে তালেবান ও গণি সরকারের মধ্যে। বর্তমান সরকার ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি নাম শোনা যাচ্ছে।তবে জালালির নিয়োগের চূড়ান্ত অনুমোদন তালেবান দেবে কি না, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সূত্রগুলো বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য এখন পর্যন্ত জালালিই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি।
আব্দুর রশিদ দোস্তামের ড্রইং রুমে তালেবান
তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তরের আলোচনার মধ্যেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছাড়ার খবর পাওয়া গেছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে রয়টার্স এক টুইটে জানিয়েছে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন।
কাবুলের প্রেসিডেন্সিয়াল ভবনে তালিবানদের মিটিং ।
১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৮
শাহ আজিজ বলেছেন: সি এন এন লাইভ দেখাচ্ছে ।
২| ১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঢাকা থেকে ট্রাফিক পুলিশ পাঠাতে হবে। সরকারী দলে যারা ছিল তাদের পরিণতি কি হবে বলা মুশকিল। পাকিস্তানের সাথে তালেবানদের সুসম্পর্ক কি এখনও আছে?
১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৩
শাহ আজিজ বলেছেন: পাক-তালিবান মোহাব্বত আপ তক জারি হ্যায়
৩| ১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আগামী কয়েক বছরের মাঝে বড় কিছু একটা ঘটবে পৃথিবীতে।
কোথাও না কোথাও এটম বোম পড়বে।
১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৫
শাহ আজিজ বলেছেন: এতো সহজে কেউ বোমার ব্যাবহার করবে না । তবে এই তালেবানদের উপর হতে পারে ।
৪| ১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১০
ঝুমুর জারোফা বলেছেন: যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়েছেন নিরাপদে তাদের কর্মীদের নিজ দেশে ফিরে নেওয়ার জন্য।
১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৯
শাহ আজিজ বলেছেন: হ্যা আমিও তাই জানি গত পরশু থেকে ।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৪
শাহ আজিজ বলেছেন: কিন্তু ৫ হাজার সেনা কি করবে সেখানে ??
৫| ১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৩
জুন বলেছেন: আফগানে ভারতের পরিস্থিতি বর্তমানে খুব নাজুক । পেপারে পড়লাম মহা প্রলয়ের মত তালেবানের এই উত্থানে চীন আর রাশিয়ার সমর্থন রয়েছে, রয়েছে পাকিস্তানেরও । আর এই সব দেশের সাথে ভারতের বর্তমান সম্পর্ক ভালো না। তাদের সম্পর্ক ভালো আমেরিকার সাথে তবে আমেরিকা তো সদ্যই লেজ গুটিয়ে পালালো তারা কি মোদীর স্বার্থ রক্ষা করতে আসবে যতক্ষন পর্যন্ত না তাদের স্বার্থ হানি হয় !
ইরান বৃটেন জার্মানী তালেবানদের হয়তো স্বীকৃতি দিবে না কিন্ত বিরোধীতা করতেও আসবে না। । তালেবান নেতা ভারতকে হুমকি দিয়ে রেখেছে যে আফগানিস্থানে সৈন্য পাঠালে তাঁর পরিনতি ভালো হবে না । আসলেও শাহ আজিজ আফগানিস্তানের ইতিহাস পড়লে বুঝবেন এই দেশকে কেউ জয় করতে পারে নি। মোগল শাসকরা বহু চেষ্টা করেছিল তাও পারে নি। পারেনি রাশিয়া, ন্যাটো বাহিনী, আমেরিকা। এখন এই তালেবানের হাতে আফগানিস্তানের ভবিষ্যত কি তা ভবিষ্যতই বলতে পারবে। ভূ রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের পোয়াবারো হলো এইযা ।
১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩১
শাহ আজিজ বলেছেন: চীনারা তাদের স্বার্থে তালেবানদের সাহায্য করে যাচ্ছে । জো এর বি ৫২ দেখলাম না । ভারত একদম দুর্বল হয়ে পড়েছে তার বি জে পি সামাল দিতে গিয়ে । ককেশিয়ান , গ্রীক দের পিউর রক্ত আফগানদের শরীরে । তবে আশা করছি রিভার্স প্রোটোকলের এবং শিগ্রিই । পাকিস্তানও দখল হয়ে যেতে পারে তালেবানদের হাতে । চীনের বিপদ সামনে এটিম দের হাতে ।
৬| ১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৪
শেরজা তপন বলেছেন: কট্টর মুসলিম পন্থীদের উত্থান হচ্ছে।
ধীরে ধীরে আশেপাশের সব দেশে এদের ক্ষমাতা ছড়িয়ে পড়ার সম্ভবনা প্রচুর। এর আগ্রাসন থেকে আমরাও বাঁচব না
১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
শাহ আজিজ বলেছেন: খুব একটা সুবিধা করতে পারবে না । আমেরিকার থেকে বড় শয়তান এই ইউনিভারসে নাই ।
৭| ১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৩
সাসুম বলেছেন: আলহামদুলিল্লাহ! এট লাস্ট আল্লাহর জমিনে শরিয়া ও ইস্লামি।আইনে চলা একটা দেশ হতে যাচ্ছে।
সেকুলার দের কবল থেকে আল্লাহর সৈনিক রা উদ্ধার করছে পবিত্র আফগান ভুমি।
একদিন বাংলাদেশেও ইস্লামী পতাকা উড়বে,শরিয়া আইন আসবে। বাংলার লাখো কোটি ধর্মপ্রাণ সেই দিনের অপেক্ষায়।
আমরা সবাই তালেবান,বাংলা হবে আফগান।
আল্লাহ আকবর
১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩০
শাহ আজিজ বলেছেন: ছিঃ , এরকম বলতে হয়না
৮| ১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আফগানিস্তানে তালেবানী উথ্থান বাংলাদেশের জন্যও অশনি সংকেত। ওদের দমানে না পারলে ভবিষ্যত বিশ্বের জন্য খুব একটা সুখকর হবে না হয়তো। তবে স্বার্থান্বেষী কিছু দেশ ওদের জিইয়ে রেখে ফায়দা তো লুটবেই।
১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২
শাহ আজিজ বলেছেন: আমরা এনটি তালেবান গড়ে তুলব । আমরা মুক্তিযুদ্ধ করা জাতি ।
৯| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৭
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের জন্য আশনি সংকেত, কওমি মাদ্রাসা, জামাত দ্বারা নিয়ন্ত্রিত ইংলিশ মিডিয়াম স্কুল গুলার উপর নজরদারি বারানো উচিৎ। আশা করি সরকার সচেতন আছেন।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৫
শাহ আজিজ বলেছেন: এতটা সুবিধা নিতে পারবে না । আমাদের মাস্তান শক্তি এখন বিশাল ।
১০| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:০২
স্প্যানকড বলেছেন: মামুনুল রা কিন্তু ঘষামাজা শুরু করতে পারে ! খুউব নিতে হবে খেয়াল ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৭
শাহ আজিজ বলেছেন: মামুনুল শেষ । প্রধান বিষয় হচ্ছে অস্ত্র , দুই চাইরটা রাইফেলে কাজ দিবে না । পাবলিক খেপলে খবর আছে ।
১১| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
বাইডেনের লোকদের উইথড্র-প্ল্যান সঠিক হয়নি; যারা আফগানিস্তান ত্যাগ করতে ইচ্ছুক ছিলো, তাদেরকে ৬ মাস সময় দেয়ার দরকার ছিলো।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩২
শাহ আজিজ বলেছেন: জো এর প্লান সেরকমই ছিল । ৫০০০ মার্কিন সৈন্য আসছে রেস্কিউ টিম হিসাবে । কিন্তু তার আগেই গনি সাহেব পালালেন । ভাল করেছেন । তালিবানে তিন গ্রুপ আছে , কারা গদিতে বসবে সম্ভবত ওটা নিয়েই ক্যাচাল শুরু হবে । অপেক্ষায় থাকুন ।
১২| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কাবুলের ভাগ্য দোহা চুক্তির মাধ্যমে আগেই নির্ধারিত হয়ে গেছে।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৩
শাহ আজিজ বলেছেন: আমেরিকা তার সেনা / কূটনীতিক / এন জি ও নাগরিকদের নিয়ে ঝামেলায় আছে । আরও ৫০০০ মেরিন সেনা আসছে আফগানিস্তানে । যতক্ষন পর্যন্ত মার্কিনীরা না ছাড়ছে ততক্ষন পর্যন্ত তালিবানরা পুরো ক্ষমতা প্রয়োগ করতে পারছে না । আমার মনে হয় শান্তি আনয়ন দিরঘায়িত হবে । প্রাক্তন দুত বলেছেন আমেরিকানরা কাবুল ছাড়লেই তালিবানরা স্বাধীন কিন্তু কবে নাগাদ সেটা হবে তা স্পষ্ট নয় । অন্য রাষ্ট্রগুলো তাদের দুতাবাস একে একে বন্ধ ঘোষণা করছে ।
১৩| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪১
বিজন রয় বলেছেন: আমেরিকার কাজই হলো কাউকে মেষ করে দিয়ে তার খেলা দেখা।
এখন তালেবান খেলবে আর নিজ ভাইকে মারবে।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৮
শাহ আজিজ বলেছেন: আফগানিস্তানে ক্ষুদ্র গোষ্ঠীর সংখ্যা অনেক । তালিবান শাসন করতে চাইলে তাদেরও হিস্যা দিতে হবে । মুল তালিবান তিন ভাগে বিভক্ত । গোলমালের শুরুটা এদের দিয়েই হবে । মনে হচ্ছে কাবুলে মার্কিনী উপস্থিতি অনেক দিন হবে । তালিবানদের পপি ফুল থেকে দাম চুকিয়ে দেবে ।
১৪| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
দেশী পত্রিকাগুলো বা বিবিসি আলজাজিরা খুজে তালেবানের বর্তমান প্রধানের নাম খুজে হয়ারান হয়েছি।
যারা তালেবানি উত্থানে লাফাচ্ছে জিজ্ঞেস করলে, মোল্লাওমর বাদে কারো নাম বলতে পারবে না।
তালেবান চিফ কে? বা তালেবানের ৩ প্রধান নেতার নামও বলতে পারবে না।
মামুনুল নারী নিয়ে ধরা না খেলে বাবংলাদেশেও অনেকটা একই অবস্থা হয়ে গেছিল।
এতদিনে ঢাকা ঘেরাও থাকতো।
রাজশাহি ও সিলেটে পুলিশকে হাতজোর করে মাফ চাইতে দেখা যাওয়ার খবর আসছিল। অনেকটা নিয়ন্ত্রনের বাইরে চলে গেছিল সেইসময়টা।
জুন আপাকে বলছি -
"ভূ রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের পোয়াবারো হলো"। না ভুল।
আপাতত আর্থিক ভাবে কিছুটা লাভবান হলেও তালেবান উত্থানে সবচেয়ে বেশী বিপদে বর্তমান পাকিস্তান।
লিখে রাখেন।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৩
শাহ আজিজ বলেছেন: আমিতো প্রথমেই লিখেছি যে পাকিস্তান তালিবানদের দখলে চলে যাবে ।
গোলমাল শুরু হবে সরকার গঠন নিয়ে , আমেরিকা সেটাই চাইছে । চীনের অনেক স্বপ্ন উদ্বাস্তু হয়ে যাবে ।
১৫| ১৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৮
পুকু বলেছেন: আফগানিদের কিস্মত খারাপ।মধ্যযুগ আবার ফিরে এলো।আন্তরজাতিক জাতাকলে পিষবে।মৃত্যু আর অত্যাচারের কাল এলো।
১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩১
শাহ আজিজ বলেছেন: তাতেই এই ব্লগের তালেবানদের সে কি আনন্দ ।
১৬| ১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: তালিবানের তিনটি গ্রুপ সম্পর্কে কিছু বলুন।
১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
শাহ আজিজ বলেছেন: হ্যা লিখব , সময় নিয়ে ।
১৭| ১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫১
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: এসব অশান্তির নিউজ শুনতে আর ভালো লাগেনা। আফগানদের ভবিষ্যতে কি আছে কে জানে। আল্লাহ সব ভালো করুক।
১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:১২
শাহ আজিজ বলেছেন: আফগানদের জীবনে আর শান্তি আসবে না ।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভয়াবহ দুঃসংবাদ !!!