নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ফার্মেসিতে পাওয়া গেল মডার্নার টিকা

১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩২

হাসপাতালে টিকার অভাব কিন্তু ফার্মেসীতে মিলল মডার্নার টিকা । ইতিমধ্যে পুশ হওয়া খালি প্যাকেট মিলেছে ২০ টি ।ফার্মেসী মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে জিজ্ঞাসাবাদে তার বাসার ফ্রিজে পাওয়া গেল আরও কিছু টিকা। একটি স্ট্রেচারের মধ্যে খালি প্যাকেটগুলো মিলেছে। উৎসের সন্ধান চলছে ,পেলে আপডেট দেওয়া হবে । আপনাদের খেয়াল আছে কিনা একটি হাসপাতালে শুধু সুই ফুটিয়ে গ্রহীতাদের ছেড়ে দেওয়া হচ্ছিল । সেই বিষয় আর খোলাসা হয়নি এরই মধ্যে প্রথম কেস হিসাবে ধরা পড়লো দক্ষিণখানের একটি ফার্মেসীতে । স্বাস্থ্য মন্ত্রনালয়ের কোন বিষয় শেষ মাথায় পৌঁছে না , এটাও পৌঁছাবে কিনা সন্দেহ । বিজয় বাবুর ফার্মেসীতে ৫০০ টাকায় মডার্নার টিকা দেওয়া হচ্ছিল ।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: তাই তো বলি আমার টিকার মেসেজ এখনও কেন আসে না।

ঐ ফার্মেসী মনে হয় সরাসরি মডার্নার সাথে কোন দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ ( বি টু বি - মানে বিজনেস টু বিজনেস) হয়েছে। ফলে মডার্না কর্তৃপক্ষ সরাসরি টিকা দক্ষিনখান পাঠিয়ে দিয়েছেন।

১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫০

শাহ আজিজ বলেছেন: এখনো শুনিনি বি - বি হয়েছে কোথাও । সব কোম্পানিই সরকারের হাতে টিকা তুলে দেওয়ার নিয়ম ।



ভাগ্যিস উত্তরখানে পাঠায়নি B-)

২| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


টিকা সেন্টারগুলো টিকা দেয়ার পর, খালি বোতল কি করছে?
কোন দায়িত্বশী সংস্হা খালি বুঝে না নিলে, তারা এগলো বিক্রয় করে দিতে পারে; এগুলোর ভেতর স্যালাইন, ব্যথা-নাশক ঢুকিয়ে ২য় ডোজ হিসেবে বিক্রয় করতে পারে।

১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫১

শাহ আজিজ বলেছেন: পুলিশ সেটাই খুজছে ।

৩| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫১

সাজিদ! বলেছেন: সব বুঝলাম, প্রশ্ন একটাই। অপ্রাসঙ্গিক।

তিতলী কি পারবে পরীমনির কান্না থামাতে?

১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২

শাহ আজিজ বলেছেন: পাগল--------------------------- ইঞ্জেকশনে কেউ কাঁদে ??

৪| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এই না হলে বাংলাদেশ, সাবাস।

১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২

শাহ আজিজ বলেছেন: হিপ হিপ ------হুররে

৫| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৪

শেরজা তপন বলেছেন: আগেই আন্দাজ করেছিলাম- এইরকম ই হবার কথা ছিল।
তবে ৫০০ টাকা বড্ড কম হয়ে গেছি!!!! :)
এটা সম্ভবত কোন নার্সের কান্ড।

১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৪

শাহ আজিজ বলেছেন: হুম , সন্দেহ আছে এখানে । বাংলাদেশের নার্সরা ডাকাইত বটে ।

৬| ১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২০

ফুয়াদের বাপ বলেছেন: গনটিকার সময় অনেকে ফজরের আজানের আগ থেকে বিকাল অব্দি লাইনে দাঁড়িয়ে অবশেষে ঘরে ফিরেছে টিকা বিহীন। পরের দিনও অমন অপেক্ষায় কেউ কেউ আক্ষেপের ক্ষোপে সারাসি চিৎকারে ঘরে ফিরেছে পূনরায় টিকা বিহীন।

এমন করুন চিত্রের সময় এমন অনৈতিক চক্রকে প্রকাশ্যে তার উলঙ্গ পশ্চাতে বাঁশের কঞ্চি দিয়ে শ খানেক চপেটাঘাত করা উচিৎ।

১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩০

শাহ আজিজ বলেছেন: শাস্তি দিলে সিন্ডিকেট ভেঙ্গে যাবে যে । সারারাত ৬০ঊর্ধ্ব বয়েসিরা ফুটপাতে বসে ঝিমুলেও সকালে অন্যরা টিকা পেয়েছে এরা পায়নি । আমার দেখা লাইভে ।

৭| ১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

ফয়সাল রকি বলেছেন: খুবই দুঃখজনক!

১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৯

শাহ আজিজ বলেছেন: ওদের জন্য আনন্দদায়ক বটে ।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: এরা অসভ্য ।

৮| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১১:১০

হাবিব বলেছেন: টিকার জন্য রেজি করেছি, এখনো টিকা পাইনি

২০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: পেয়ে যাবেন , দোয়া পড়েন --------------------------

৯| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪৫

লেখাজোকা শামীম বলেছেন: খালি বোতলে পানি ভরে বেচতেছে। আমি সিউর। পুরাই বাটপারি।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: মনে হয় বাংলাদেশে টা হচ্ছে না তবে টিকা চুরি হচ্ছে এটা শিউর ।

১০| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২৩

কুশন বলেছেন: বাংলাদেশ হলো অসৎ মানুষের দেশ।

প্রাইমারী স্কুলের বই ফ্রি দেওয়ার কথা অথচ সে বই গুলো লাইব্রেরীতে বিক্রি হচ্ছে।
সরকারি হাসপাতালে ফ্রি ওষুধ দেওয়ার কথা- সেগুলো ফার্ম্মেসীতে বিক্রি হচ্ছে।
বহু সরকারী অফিস আছে, সেখানে কাম কাজ কিচ্ছু হয় না। অথচ তাঁরা মাসে মাসে বেতন পাচ্ছে। যেমন এটলাস হোন্ডা, ন্যাশনাল টিউবস, সোর্ড/বলাকা ব্লেড।

২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৫৯

শাহ আজিজ বলেছেন: গেল এক দশকে অসততা বেড়েছে খুব বেশি ।


এটলাস হোন্ডা, ন্যাশনাল টিউবস, সোর্ড/বলাকা ব্লেড তো সরকারী প্রতিষ্ঠান নয় !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.