নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথিতযশা আফগান ইতিহাসবিদ ও সায়ের-ই-আজাদী খ্যাত বরেণ্য কবি আব্দুল্লাহ আতিফিকে নির্মমভাবে হত্যা করেছে তালেবানরা। সোমবার বিশেষ সূত্রে পাওয়া তথ্য মতে নিশ্চিতভাবে জানা যায় যে, তাঁর বাসভবনে হানা দিয়ে আতিফিকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে একদল সশস্ত্র তালেবান। তবে ঘটনার বেশ কয়েকদিন পর এই তথ্য নিশ্চিতিভাবে প্রকাশ্যে এলো।
রেডিও আজাদীর দেয়া তথ্য মতে জানা যায়, নিহত কবি আব্দুল্লাহ আতিফি আফগানিস্তানের একজন স্বনামধন্য ইতিহাসবিদ, সাহিত্যিক ও মানবতাবাদী চেতনার কবি হিসেবে পরিচিত ছিলেন। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ অধিগ্রহণেরকালে গত ৫ আগস্ট অজ্ঞাত স্থান থেকে তাকে ধরে নিয়ে যায় তালেবানরা। এরপর তাঁর সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে জানা যায় যে, আতিফিকে তারই বাসভবনে অবরুদ্ধ করে রাখা অবস্থায় নির্মমভাবে গুলি করে হত্যা করে তালেবানরা।
এছাড়া তালেবানরা কান্দাহারের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজার মোহাম্মদসহ আরো বেশ কয়েকজন কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মীকে একইভাবে হত্যা করেছে বলেও জানা গেছে।
অ্যামনেস্টি জানাচ্ছে হাজারা নৃ গোষ্ঠীর ৪ জনকে গুলি করে এবং আরও ২ জনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে । এইসব ছোট গোষ্ঠী গুলো সবসময় স্বাধীন থেকেছে । যোগাযোগের অভাবে জানা যাচ্ছেনা অন্য ক্ষুদ্র গোষ্ঠীগুলোর চলতি অবস্থা ।
ঘটনা দৃষ্টে মনে হচ্ছে তালেবান সমর্থিত রাষ্ট্রগুলো এটিকে নাজিদের চেয়েও বড় মনস্টার বানিয়ে ফেলবে । ঘটনাক্রমে আমেরিকা তালিবানের বড় পৃষ্ঠপোষকের ভুমিকা নিয়েছে সাথে ফেউ হিসাবে চীন , রাশিয়া আর পাকিস্তান তো আছেই । তালিবানের মুল স্রষ্টা পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান । কালের সাথে সাথে নাম চলে এসেছে মোল্লাহ ওমরএর । পাকিস্তান সন্ত্রাসবাদিদের আশ্রয়দাতা নামটা কিছুটা হলেও ঘুচাতে পেরেছে ।
২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৩
শাহ আজিজ বলেছেন: নিউ নাজি ।
২| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: নিহত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করছি। রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্মানের সাথে এই পৃথিবী থেকে বিদায় নেয়ার তৈফিক দিন।
২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪২
শাহ আজিজ বলেছেন: যে অবস্থা দেখছি তাতে সন্মানের সাথে মৃত্যু দুর্লভ হবে ।
৩| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২৫
কুশন বলেছেন: মুসলমানরা বর্বর বেশি। তাঁরা কল্লা কাটতে ওস্তাদ। এদের বিষয়ে সাবধান থাকা দরকার।
২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৩
শাহ আজিজ বলেছেন: সব মুসলিম বর্বর নয় । আপনার এলাকায় আপনি নিজেই জিহাদিদের খোজ নিতে পারবেন । দেখামাত্র গুলি ।
৪| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২৮
নতুন বলেছেন: এই গুলি ভুয়া খবর আমাদের দেশের ছাত্রদের ভক্তরা বিশ্বাস করেনা।
২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৫
শাহ আজিজ বলেছেন: এইগুলি বাস্তব । এবং ছাত্রদের ভক্তরা এক নম্বরের ভণ্ড , গতকাল এক ভণ্ড পটল তুলেছে , আলহামদুলিল্লাহ ।
৫| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪৮
নতুন বলেছেন: এরা সারাটা জীবন দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে ভুল আইডিয়ার নিয়ে বেচে থাকে এটাই মাঝে মাঝে চিন্তা করি।
২০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০০
শাহ আজিজ বলেছেন: ভিখিরি জাত এরা । কাজ জানেনা এবং কর্ম বিমুখ ।
৬| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তালেবান ভিন্নমতকে গুম না করে সরাসরি মেরে ফেলে।
২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
শাহ আজিজ বলেছেন: কাবুলের অবস্থা ত্রাহি ত্রাহি , এই দেখছি খবর । তালেবানদের এবার পালা মরনের ।
৭| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০০
বিটপি বলেছেন: প্রথমবার তালেবানি শাসনে চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ - এই ধরণের অপরাধের মাত্রা আশ্চর্যজনক ভাবে কমে এসেছিল। সেটা দেখে পশ্চিমাদের সহ্য হয়নি। দিল ম্যাসাকার করে। এখন নিশ্চিন্তে কল্লা কাটুক, কচি কচি মেয়েদের বিয়ে করুক, জাতিকে ১০০ বছর পিছিয়ে নিয়ে যাক - আর পশ্চিমারা আরামসে ইসলামের ব্র্যান্ডিং করতে পারবে।
২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২২
শাহ আজিজ বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১০
চাঁদগাজী বলেছেন:
তালেবানরা মানসিকভাবে পংগু ও জল্লাদ।