নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টিকারি ঘটনা ঘটিয়েছে একজন উপজেলা নির্বাহী অফিসার । তার বাসায় জনতা হামলা করলে তিনি বরিশাল নগরের মেয়র সাদিক আবদুল্লাহ সেরনিয়াবাত ও আরও ১৮ জনকে মামলায় আসামি হিসাবে পুলিশে অভিযোগ করেছেন। সম্ভবত আজ পাল্টা একটি মামলায় সাদিক ইউ এন ও কে আসামি করেছেন। সাদিক বা ইউ এন ও কেউই গ্রেফতার হয়নি । আমি যতদুর জানি এদের দুই ক্যাটেগরিকে গ্রেফতার করতে হলে সরকারের অনুমতি লাগবে । হটাত করেই আমলাদের এই ক্ষিপ্ত ভাবটা বুঝে উঠতে পারছি না । তারা কি পরিমনির পরের এপিসোড প্লে করছেন ? আব্দুর রব সেরনিয়াবত ৭৫ সালে আগস্টে বঙ্গবন্ধুর বাড়িতেই নিহত হন । তার সাথে আমার ৭৩ সালের খাবার পরিবেশনের স্মৃতি আছে । কাজেই এই পরিবারের সন্তান মেয়র পদে থেকেও আসামির কাঠগড়ায় একটু বিস্ময়কর বটে । আমলাদের শ্রীবৃদ্ধি এবং ক্ষমতার পরিবর্ধন লীগ সরকার করেছে । সেই আমলা দিয়ে একজন মেয়রকে ধোলাই দেওয়াটা লজ্জাজনক বটে । এখন রাজনিতিক আর আমলা দুটো দল হয়ে গেছে । এর নিস্পত্তি কিভাবে হবে জানিনা তবে আমি শংকিত । বৃহৎ দল আওয়ামী লীগের কর্মীরা বেকে বসলে আমলারা ঘর থেকে বেরুতে পারবেন না ।
একজন ডাকসাইটে আমলা বিদেশে বসে ৯৬ সালে একজন মন্ত্রীকে ঢাকায় হুমকি দিচ্ছেন এই বলে ভাই আপনি দুইদিনের মন্ত্রী কিন্তু আমলা চিরকাল থাকবে । ছাত্র জীবনে এরা গুরুশিষ্য ছিল । দুজনই মানে আমলা মামলা খেয়ে অজানা জায়গায় পলাতক আর রাজনিতিক বয়েসের ভারে বার্ধক্য কাটাচ্ছেন বিদেশে । দুজনই আমার সজ্জন ।
বরিশালের কেউ আছেন গল্পটি শেষ করার জন্য ।
২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৩
শাহ আজিজ বলেছেন: আমি শুনিনি তেমন কিছু । সমঝোতা ছাড়া আর কোন উপায় নেই ।
২| ২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: বরিশালের ঘটনাকে ভুল বোঝাবুঝি বললেন মন্ত্রী
২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: থানক্স
২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৮
শাহ আজিজ বলেছেন: ভয়ানকভাবে চেপে গেছে ।
৩| ২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
শেখদের আত্মীয়স্বজনেরা দেশটাকে জমিদারীভাবে, আমলারা ইহাকে কলোনী মনে করে।
২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৫
শাহ আজিজ বলেছেন: ইয়াং আমলা বুইঝা সারে নাই হে হে হে
৪| ২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
ইয়াং আমলাদের ঢাকার "বিএমডিসি"তে ট্রেনিং দেয়া হয়, "আপনারা ক্রীম, দেশ আপনাদের"।
২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৪
শাহ আজিজ বলেছেন:
৫| ২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৯
আজব লিংকন বলেছেন: নিউজে তো তাই দেখালো মিউচুয়াল হয়ে গিয়েছে। তবে বিষয়টা ধোয়াটে।
আনসার সদস্য গুলি চালায় কিভাবে আর ইউএনও-ই বা আনসারদের বন্দুক নিয়ে নিজেই গুলি চালায় কিভাবে ?
বাঁশখালিতেও যখন সাধারণ শ্রমিকদের উপরে গুলি চালানো হয়েছিল তখন বিষয়টা আমার ভাল লাগে নি।
ইউএনও-র বাসা ভাংচুরের ঘটনার রাতে এক নিউজ চ্যানেলের লাইভে মেয়র পক্ষের একজন বলছে, ইউএনও-র সাথে বিএনপির সমপৃকততা রয়েছে। মানে এদেশে যাই হোক না কেন যে কোন দলের উপর দায়ভার চাপানো চেষ্টা খুব সহজেই করতে চাওয়া মনভাব গড়ে উঠেছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালার অনুমতি যখন দেওয়া হয়েছে তখন সে গুলিতে সরকারি দলের লোকজনও ভুল বসত শিকার হবে এটাই তো এখন স্বাভাবিক।
২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: সবাই কেন যেন চেপে যাচ্ছে । দেখা যাক কাল কি খবর দেয় ।
৬| ২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমলা-রাজনীতিবিদদের কোনোটাই ধোয়া তুলসীপাতা নয়।
২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: আমি কাউকেই তুলসি পাতা বলিনি তো !!
৭| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৯
সাজিদ! বলেছেন: দেশের আধুনিকতার প্রয়োজনেই যেমন রাজনৈতিক গুন্ডা দমন করতে হবে তেমনভাবে প্রশাসনের চাকরি মানে দেশের মালিক এই প্রচলিত কথাটার বিপরীতে কাজ করতে হবে৷ কিভাবে? চিরস্থায়ী চাকরির প্রথা বাদ দিয়ে, চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে। যেমন আমাদের অনেক সজ্জন আছেন যারা দেশ বিদেশে নানা গবেষণা করছেন, বিশ্ব সংস্কৃতি অবলোকন করেছেন তাদের প্রশাসনের পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যায়। জেলাপ্রশাসকের আকাশ সমান ক্ষমতা নিয়েও বিবেচনা করার অবকাশ আছে। প্রশাসন ক্যাডারের সাথে অন্য ক্যাডারের বৈষম্যও কমানোর জন্য পদক্ষেপ নেওয়া উচিত৷ তবে এই ঘটনাটি খারাপের শুরু।
২২ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৯
শাহ আজিজ বলেছেন: এই চুক্তি ভিত্তিক নিয়োগের কথা অনেক আগেই বলেছি । ইজি হায়ার ইজি ফায়ার ।
৮| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমলা বাহিনী কিন্তু বৃহৎ আওয়ামী লীগেরই একটি অংশ এটি আপনি ভুলে যাচ্ছেন। দেশ আমলা-পুলিশের লাঠির জোরে চালিয়ে তাদের সাথে টক্কর দেয়ার হেডম নেতা-পাতিনেতাদের মধ্যে নেই।
২২ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৮
শাহ আজিজ বলেছেন: সেটা আমি প্রথমেই বলেছি --------------
৯| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সবই মাস্তানী রাজনীতির খেলা। যে যার অবস্থান থেকে খেলছে। আমজনতার তো আর খেলার সামর্থ নেই, আমরা গ্যালারিতে বসে ়়়়়়়়়
২২ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৫
শাহ আজিজ বলেছেন: হুম , উচিত কথাই বলেছেন , ক্রমশ আমজনতা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে । আমলারাও এখন এক । রাজনিতিকদের একতা নেই ।
১০| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪৪
নেওয়াজ আলি বলেছেন: দুই পক্ষই ক্ষমতাশালী আর আমরা নিরীহ । তাই দেখো শুনো তবে চুপ থাকো
২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩০
শাহ আজিজ বলেছেন: চুপই আছি এবং চুপ থাকব ।
১১| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ৭:৫৬
কবিতা ক্থ্য বলেছেন: আপনাকে আমি সম্মন করি, তাই কিছু মন্তব্য করবনা।
শুধু এই টুকুই বলবো- সবাই যখন কুকুর এ পরিনত হয়, কুকুর তখন কুকুরের মাংস খায়।
২৩ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: ব্যাপারটা ওরকমি হয়ে গেছে । এটি শুভ লক্ষন নয় ।
১২| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
দুই পক্ষই সমান ক্ষমতাশালী নহে।
এক পক্ষ মামলা দায়ের করতে পারে, অপর পক্ষ স্যারদের বিরুদ্ধে সরসরি মামলা করা যায় না।
স্যারদের বিরুদ্ধে মামলা করার পারমিশন নিতে হয় ঢাকার সচিবালয় থেকে।
২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪২
শাহ আজিজ বলেছেন: আচ্ছা আমেরিকায় কি স্যারদের বিরুদ্ধে মামলা করা যায় ।
১৩| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪০
নতুন বলেছেন: আমলাদের শ্রীবৃদ্ধি এবং ক্ষমতার পরিবর্ধন লীগ সরকার করেছে । সেই আমলা দিয়ে একজন মেয়রকে ধোলাই দেওয়াটা লজ্জাজনক বটে । এখন রাজনিতিক আর আমলা দুটো দল হয়ে গেছে । এর নিস্পত্তি কিভাবে হবে জানিনা তবে আমি শংকিত । বৃহৎ দল আওয়ামী লীগের কর্মীরা বেকে বসলে আমলারা ঘর থেকে বেরুতে পারবেন না ।
আমলা রা ক্ষমতাশীল দলের পকেটে না থাকাই দেশের জনগনের জন্য ভালো। একটা সভ্য দেশে এটাই হয়। আমলারা জনগনের জন্য রাস্টের পক্ষে কাজ করেন কোন দলের জন্য করার কথা না।
আর তার বাসায় হামলা হয়েছে তখন যদি গুলি করে ওদের না সরিয়ে দিতো হবে কাহিনি কি হতে পারতো? রাজনিতিক দলের কম্রির হাতে আরেক আমলার মাইর খাওয়া?
২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫১
শাহ আজিজ বলেছেন: পকেটে থাকার জন্য এমনটা হতে পেরেছে । দুটোই খারাপ মানে মারামারি হাঙ্গামা । এইটা বরিশালের মানুসের একটা শো ডাউন । কোন কিছু পরোয়া না করা এদের অভ্যাস । যারা আক্রমন করেছে তাদের বিরুদ্ধে মামলা শোভন হতো । একজন মেয়রের বিরুদ্ধে মামলা যে হামলায় অংশ নেয়নি খুবই অশোভন ।
১৪| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকায় কি স্যারদের বিরুদ্ধে মামলা করা যায়?
এখানে স্যারই তো নেই। স্যাররা কেরানি কাজ করে।
দৈনদনিন কাজকর্মে কেন্দ্রের (ফেডারেল) সরকারের ভুমিকা তেমন নেই। ফেডারেল কেরানি স্যারদেরও ক্ষমতা নেই।
আমার চোখে এদেশে সবচেয়ে ক্ষমতাবান স্থানিয় সিটি মেয়র।
দেশ চলে মুলত প্রাদেশিক (স্টেট) সরকার ও স্টেটে অবস্থিত শ খানেক সিটি পৌরসভা সরকার। স্যার নেই। সব সরকারি হর্তাকর্তারা সবাই নির্বাচিত, এলাকার কাউন্টি পুলিশ প্রধান, জজসাহেব, বড় ক্যারানি সাহেব (কাউন্টি ক্লার্ক) পর্যন্ত নির্বাচিত।
স্টেট গভর্নর বাদ দিলাম, একটা গ্রামের সিটি মেয়রের ক্ষমতা প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে বেশী। প্রেসিডেন্টের হুকুম অগ্রাহ্য করে নিজের নিয়ম জারি করতে পারে।
২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৪
শাহ আজিজ বলেছেন: এটা সবার জন্য শিক্ষণীয় বিষয় হতে পারে । এখানে মেয়র আগে যেহেতু তিনি নির্বাচিত । ইউ এন ও এক পিস কেরানী মাত্র । যাক তবু ধাওয়া দিয়া ভাল হইছে যে বাকিরা সাবধান থাকবে ।
১৫| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৫
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের আমলাদের কোন রকম জবাবদেহি নাই। এরা যা খুশি তাই করে। এদের কন্ট্রলে আনা জরুরী।
একই ভাবে বাংলাদেশে ক্ষমতাসীন দলের কর্মীরা নিজেদের কে সর্বেসর্বা মনে করে এদের কেও কন্ট্রলে আনা উচিৎ, একটু খেয়াল করে দেখবেন দেশে কোন বি এন পি পন্থী পেশি শক্তি কাজ করছে না তার অর্থ যারা বিএনপি ছিলো এক সময় তারা এখন আওমিলিগের বড় ভক্ত।
২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১২
শাহ আজিজ বলেছেন: বাংলাদেশের আমলাদের কোন রকম জবাবদেহি নাই। এরা যা খুশি তাই করে। এদের কন্ট্রলে আনা জরুরী। এর জন্য স্বাধীন বিচার বিভাগ চাই । যে কোন ডিসিপ্লিন থেকে বিচারপতি নিয়োগ দেওয়া যাবে না । বি সি এস উঠিয়ে দিতে হবে ।
১৬| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৯
রানার ব্লগ বলেছেন: আমি ব্যাক্তিগত ভাবে অশনি সংকেত দেখতে পাচ্ছি।
১। টিকা নিয়ে হাস্যরসের সৃষ্টি ও ভুলভাল টিকা দেয়া।
২। যথেস্ট জায়গা থাকা সত্বেও ফেরির পদ্মা সেতুর পিলার আছড়ে পরা
৩। আমলাদের আচরন পরিবর্তন হওয়া।
৪। নিরাপত্তা বাহিনীর গুলি চালনর মতো ধৃষ্ঠতা (আনসাররা বরিশালের মেয়রের উপর গুলি চালায়)
২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৬
শাহ আজিজ বলেছেন: আসলে আইনের সুষ্ঠু প্রয়োগ চাই । সরকারী কেরানী হোক আর রাজনিতিক হোক সবাইকে জবাবদিহি করতে হবে । প্রথমেই বিচার বিভাগ আলাদা , পুলিশ আলাদা করতে হবে ।
আনসার গুলি চালিয়েছে তার তদন্ত হওয়া দরকার ছিল । কিন্তু গোটা বিষয়টি ঢাকা পড়ে গেল । আপনি যে পয়েন্ট গুলো দিয়েছেন তাতে ভাববার মত বিষয় আছে ।
১৭| ২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫২
সাজিদ! বলেছেন: একটু আপডেট। একটা চাকরির নিয়োগ পরীক্ষাই মানুষকে প্রফেশনাল বানিয়ে দিচ্ছে, এমনটা বাংলাদেশ ভারত পাকিস্তানে আছে। এরপর যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করা, ট্রায়াল এন্ড এরর গেম খেলা আর ডিসোল্ডারিং এর মেলা। কি এক অবস্থা।
২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৮
শাহ আজিজ বলেছেন: এইটার হেড লাইন পড়ে আর পড়িনি । অনেক অভ্যাস বদলাতে হবে আমাদের ।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: এখন তো বলা হচ্ছে ভুল বোঝাবুঝি। তারমানে একটা সমঝোতা হয়েছে মনে হয়।