নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
By The Associated Press
August 20, 2021
যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালিয়ে সফলতার সাথে দখল নেয় । বহুবিধ ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে আফগানিস্তান এখন মার্কিনী সেনা মুক্ত কিন্তু রেখে গেছে অসংখ্য ক্ষত এবং সাথে নিয়ে গেছে বিস্তর ব্যাথা বেদনা । একটি যুদ্ধকালীন সময় পর্যবেক্ষণ করা খুবই দুঃসাধ্য ব্যাপার । এসোসিয়েটেড প্রেস তাদের সংগ্রহ থেকে ২১ আগস্ট , মার্কিনীরা আফগান ছেড়ে যাবার ৯ দিন আগে ছেপে দেয় তাদের সীমিত অ্যালবাম যা যুদ্ধের ক্ষত উন্মোচন করেছে । প্রকাশ করেছে আফগানদের ব্যাথা বেদনা আনন্দ বিস্ময় । যুদ্ধ কোন আনন্দের বিষয় নয় , যুদ্ধ মানেই রক্তাক্ত একটি পেইন্টিং , যুদ্ধ মানেই সন্তান হারানো মায়ের চিৎকার , শিশুর ক্রন্দন , ক্ষুধা , দারিদ্র আর পঙ্গু হয়ে বাকি জীবন যাপনের প্রস্তুতি । কিন্তু এই যুদ্ধ একটি কারণকে ঘিরে সংঘটিত হয় । হয় জয় নয় পরাজয় ।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৭
শাহ আজিজ বলেছেন: এই পৃথিবী সৃষ্টির পর থেকে দেবতাগন যুদ্ধে লিপ্ত হয়েছিল । তারপর মনুষ্য জাতি সেই ধারা অব্যাহত রাখে ।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেবতারা যুদ্ধ করে করুক। তারাতো অমর। কিন্তু বেচারা মানুষ তো মরে যায়। আর তারা তাদের উপর নির্ভরশীলদেরকে বিপদে ফেলে চলে যায়।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭
শাহ আজিজ বলেছেন: এটাই দুঃখজনক মনুষ্য জীবনে যে প্রতিটি মানুষ তার চাহিদার তুলনায় অতিরিক্ত আদায় করে ।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭
রানার ব্লগ বলেছেন: আপনার কি মনে হয়, আমেরিকা পালাচ্ছে না কি তালেবানদের সাথে গোপন আতত করে দেশ ছাড়ছে?
০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫০
শাহ আজিজ বলেছেন: ১০০-২০০ আমেরিকান আটকা পড়েছে কাবুলে । মনে হয় এটা নাটক । এরাই খুব শিঘ্রি তালেবানের সহযোগী হয়ে আফগান উন্নয়নের কাজে হাত দেবে ।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: মনুষ্য জীবন নিয়ে ভাবতে ভাবতে অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়েছি। সেরকম একান্ত ক্লান্ত হয়েই আমেরিকা আফগান ছেড়েছে। অথচ বিদায় বেলায় আই এস তাদেরকে একটা লাথি মেরে গেল!
০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০২
শাহ আজিজ বলেছেন: ওটাও পাতানো । আমেরিকা রসুন বুনে গেল , পোক্ত হলে খাবে । ১৭০ জন এয়ারপোর্টে মারা গেছে বোমায় নয় শুধু , আমেরিকান মেরিনদের গুলিতে । বেচে যাওয়া একজন বলছিলেন ।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: যুদ্ধে কেউ বেশী হারে কেউ কম হারে।
যুদ্ধ বিধ্বস্ত দেশে সাহায্য যাওয়ার কথা কিন্তু শুনছি আফগানিস্তানের রিসার্ভ অ্যামেরিকা আটকে রেখেছে।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৫
শাহ আজিজ বলেছেন: ৯,৪ বিলিয়ন আমেরিকা আটকেছে , ৪৫০ মিলিয়ন আই এম এফ আটকেছে । এটাও যুদ্ধের অংশ ।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: তালেবান দেশ তো পেল। এবার এটা কত দূর চালিয়ে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। তাদের দেখছি পদে পদে সমস্যা।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৩
শাহ আজিজ বলেছেন: পানশিরে গতকালের যুদ্ধেও তালেবান মরেছে ।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৪
জুন বলেছেন: তালিবানের কাছে হারতে থাকার খবর গনিকে চেপে যেতে বলেন বাইডেন! শেষ ফোনালাপ ফাঁস রয়টার্স এই এই তথ্য সামনে এনেছে। ১৪ মিনিটের এই ফোনালাপে গনি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আরও সাহায্য চেয়েছে যা দিতে প্রতিশ্রুতি দিয়েছে আম্রিকা। আনন্দবাজার পত্রিকার হেডিং। সত্য মিথ্যা জানি না। তবে রয়টার্সের একটা সুনাম আছে, তারা কি ভুয়া সংবাদ প্রচার করবে।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৮
শাহ আজিজ বলেছেন: আমি যখন পশ্চিমা মিডিয়া দেখি তাতে অনেক কিছু চেপে যাওয়া হয় । ভারতীয় মিডিয়ায় কিন্তু ভেতরের খবর ভিডিও সহ প্রচার হয় । রয়টার্স মিথ্যে বলবে না তবে আনন্দবাজার বলে থাকে । ধোঁয়াশা ভাব কাটলেই আরও খবর বেরুবে । তালেবানরা এখন ভারত মুখাপেক্ষী ।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪২
জুন বলেছেন: তালেবানরা দোহায় ভারতের সাথে বৈঠক করেছে দেখলাম। এত বড় একটা শক্তিশালী দেশকে পুরোপুরি এভয়েড করা সম্ভব না এইটা তালেবালিরাও বোঝে।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৬
শাহ আজিজ বলেছেন: তালেবানের ছোট্ট একটি অংশ ভারতের ফিনান্সে চলত । এরা সবাই দেওবন্দি । তালেবানের মুল প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুর রহমান পাকিস্তানী কিন্তু গ্র্যাজুয়েট অফ দেওবন্ধ মাদ্রাসা । ভারত সরকার কখনো দেওবন্ধের রাজনীতি নিয়ে কিছু বলে না । এবারের তালেবান একটা ভিন্ন পোজ নিয়ে চলবে , মনে হচ্ছে ।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৭
রানার ব্লগ বলেছেন: ব্যাপারটা বেশ মজার, তালেবানরা কাবুল এসেই ভারত কে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আবার সেই তালেবান ভারতের সাথে স্বার্থ সংশ্লিস্ট বৈঠক ও করছে। খেলা হবে !!!!
আমি ভাবছি বাংলাদেশি ভক্তবৃন্দ কি ভাবে নিছে এই ব্যাথা। এরা কি এখন বয়কট তালেবান বলবে ?
০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৫
শাহ আজিজ বলেছেন: ওরকম গাঁটস বাংলার লোকেদের নেই ।
এখানে ৯৯% মানুষ দুমুঠো ভাত পেলেই খুশি ।
এখানের এরাও জয়মুদি বলে হুক্কা হুয়া করবে ।
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৩
কামাল১৮ বলেছেন: পর্দার আড়ালে অনেক খেলা হবে,ব্লগে জানার জন্য আপনিই ভরসা।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: আমি খুবই আগ্রহ ভরে অপেক্ষায় কেননা পূর্ণ বয়েসে একটি নতুন রাষ্ট্র সংগঠিত হতে যাচ্ছে যা কিনা একদল স্বীকৃত সন্ত্রাসী পরিচালনা করবে । কেমন হবে সেই রাষ্ট্র তা দেখার অপেক্ষায় ।
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০২
এইচ তালুকদার বলেছেন: আফগান- ই-স্তান এমনিতেই একটা ব্যার্থ রাষ্ট্র,সন্ত্রাসীদের পরিচালনায় এদের অবস্থা আরো খারাপ হবে
০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪২
শাহ আজিজ বলেছেন: বহু রাষ্ট্রের মাতব্বরিতে পরিচালিত হবে আফগানিস্তান । আন্তঃ ক্ষুদ্র জাতি সত্ত্বা চাইবে স্বাধীনতা । ফলাফল একটি ভয়াবহ গৃহ যুদ্ধ ।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৯
জাহিদ হাসান বলেছেন: বর্তমান আফগানিস্তানের একজন সাধারণ নারী ও পুরুষের সাক্ষাৎকার -
নারীঃ আমাদেরকে এখন আর চাকরি কিংবা লেখাপড়া করতে হয় না। এগুলো করতে পারবো তাও ভাবি না। আমাদেরকে বাড়ির বাইরেও যেতে হয় না। যেতে পারবো, সেই কল্পনাও করি না!
পুরুষঃ আপনাদের দেশে পুরুষদের হয়তো অনেক লক্ষ্য থাকতে পারে। কিন্তু আমাদের দেশের পুরুষদের একটাই লক্ষ্য। বউ-বাচ্চা নিয়ে বিমানের চাক্কা ধরে হলেও এই সন্ত্রাসের জনপদ থেকে বের হয়ে যাওয়া!
তালেবান্দর, তোদের ওয়াক থু!
০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৪
শাহ আজিজ বলেছেন:
সবার উদ্বিগ্ন নজর কাবুলের দিকে । একটা মতবাদ তালেবান সন্ত্রাসীদের মাথায় ঢোকানো হয়েছিল , এখন সেই মতবাদ অলটার করতে তালেবান নেতারা হিমশিম খাচ্ছে । খেলাটা মজার এবং উপভোগ যোগ্য । আহ্লান ।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এবার যুদ্ধ থামুক। বয়ে যাক শান্তির সুবাতাস।