নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কর্মজীবী নারী আর নয়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩০

সংগৃহীত



একজন সাংসদ চলতি অধিবেশনে প্রস্তাব এনেছেন কর্মজীবী পুরুষ যেন কর্মজীবী নারীকে বিয়ে না করেন আর এজন্য তিনি আইন প্রনয়নের তাগিদ দিয়েছেন আইন মন্ত্রীকে । একজন সাংসদ যার নাকি বিবিধ বিষয়ের ওপর দখল থাকবে , তিনি এলাকার উন্নয়ন করবেন । কিন্তু তিনিই বেকার পুরুষদের উপর কুঠারাঘাত করলেন । কিভাবে কর্মসংস্থান করা যায় তা নিয়ে তার মাথা ব্যাথা নেই । বাচ্চারা একা থাকলে গৃহকর্মী বাচ্চাকে অত্যাচার করে । অনেক শিশু গৃহকর্মীকে গৃহ কত্রী অত্যাচার করে একথা তিনি উচ্চারন করেননি । এলাকায় গৃহকর্মীদের ট্রেনিং দেবার কথা তিনি বলেননি । নতুন কর্মসংস্থান কিভাবে করা যায় তার দিক নির্দেশনা দেননি । চিনিকল , পাটকল বন্ধ করে তামাশা করেন কেন তাও এড়িয়ে গেছেন । গেল কোরবানিতে চামড়া স্ক্যান্দাল নিয়ে কোন উপদেশ দেননি । আরে মিয়া যে ঠিকা বুয়া কাম করে তার বেতন আর রিকশালাওয়ালা স্বামীর আয়ে সংসার চলেনা । আহাম্মক এম পি । স্পীকারও কি ভাবে এটার শুনানি অনুমোদন করলেন । তিনিও নারী কর্মজীবী , প্রধানমন্ত্রীও তাই ।

রেজাউল করিম বাবলু একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ সদস্য। রেজাউল করিম বাবলু বগুড়া-৭ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র পার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোরবানীর হাটের এক দরের ছাগল এমপি হলে যা হয় আর কি। মানসিক ভাবে বিকলাঙ্গ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৮

শাহ আজিজ বলেছেন: এইজন্য চামড়ার দামও কম ছিল :((

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



পাশে যেই লোকের ছবি দিয়েছেন, সেটাই এই এমপি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৯

শাহ আজিজ বলেছেন: জে জনাব , জামাত জামাত লাগে না ? B-)

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৪

জুন বলেছেন: আফগানিস্তানের অবস্থা #:-S

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: ঠিক সময় মত জায়গামত হাত দিছে । এতো জামাতি ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ ,




যেমন দেশের যেমন এমপি। জনগন এইসব অকাট মূর্খদের কেন যে ভোট দেয় ......

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: অটো ভোট হে হে হে :`>

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: জে জনাব , জামাত জামাত লাগে না ?

-বাংলাদেশের বেশীরভাগ মানুষের চলাফেরা, ভাবনাচিন্তা, আচরণ জামাতী টাইপের, কেহ কেহ জল্লাদ, কেক কেহ ইডিয়ট।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: :-P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১০

কামাল১৮ বলেছেন: এটা আমাদের ব্লগের রেজাউল করিম হতে পারে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৩

শাহ আজিজ বলেছেন: কুক্ষনেও না -------------------------------------------

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




আমাকে করা প্রতিমন্তব্যের সূত্র ধরে বলি - তাহলে অটো ভোটের মতোই দুইজন বিবাহিত কর্মজীবীর অটো বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ............ :( :||
না হলে এর জন্যেও আইন করতে হবে। :P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৭

শাহ আজিজ বলেছেন: এই লোক আফগান পরিবর্তনের সাথে সুর মিলাচ্ছে । ব্যাটা রাজাকার ।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২০

হাবিব বলেছেন: মগজবিহীন লোক

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৭

শাহ আজিজ বলেছেন: মগজ আছে তবে তা মল মিশ্রিত ।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৭

ডার্ক ম্যান বলেছেন: তিনি ভাইরাল হবার বাসনা থেকে এই প্রস্তাব দিয়েছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: ইতিমধ্যে ভাই -রাল হয়ে গেছে ।


বাজার গরম রাখার বুদ্ধি তাকে কে দিল ?

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৩

নূর আলম হিরণ বলেছেন: এসব ইডিয়েটকে সংসদে কে জায়গা দিচ্ছে?

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০২

শাহ আজিজ বলেছেন: ---------অন্য ইডিয়টরা ----------------------

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: জে জনাব , জামাত জামাত লাগে না ?

-বাংলাদেশের বেশীরভাগ মানুষের চলাফেরা, ভাবনাচিন্তা, আচরণ জামাতী টাইপের, কেহ কেহ জল্লাদ, কেক কেহ ইডিয়ট।


এত মানুষ জামাতী টাইপের; জামাত হারায় গ্যালো ক্যামনে?

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৫

শাহ আজিজ বলেছেন: দেশে থাকেন না তোঁ তাই ওরকম মনে হয়েছে । আমি বলি হেফাজত হেফাজত লাগে কিনা ।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আফগানে ছাত্রভাইদের উত্থানের কারণে এই সব ছাগলের প্রোস্টেট ইনফ্ল্যামেশন হচ্ছে - দ্বিতীয় দফা খাৎনা করা প্রয়োজন আছে মনে হয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৭

শাহ আজিজ বলেছেন: দ্বিতীয় দফায় পুরাই চ্ছেদ করা যায় কিনা ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪৫

নেওয়াজ আলি বলেছেন: উনি একজন বুদ্ধিমান(?) আমাদের দেশের নির্বাচিত এম পি

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৭

শাহ আজিজ বলেছেন: ভোট ছাড়া এম পি ।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



নারীদের কর্মবিমুখ করা বিপদজনক হবে। দেশকে পঙ্গু করে দেওয়ার পঙ্গু চিন্তা ভাবনা !

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৩

শাহ আজিজ বলেছেন: রাষ্ট্রকে পঙ্গু করার জন্যই তারা সংসদে বসেছেন না হলে এই বিল সংসদে এল কি করে ? স্পিকার প্রথমেই নো করে দিতেন ।





আসলে তারা যে ঘন গনতান্ত্রিক এটা বোঝাতে চাইছিলেন ।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: সংসদের নিয়ে জনগনের মধ্য কোন মাথাব্যাথা নাই। একটু কমেডি-টমেডি করে যদি
নিউজ এ আসা যায়। জনগনের একটু মনোরঞ্জন হইলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০১

শাহ আজিজ বলেছেন: ঠিক ধরেছেন । আমরা রঞ্জিত হইতে হইতে ফতুর হইয়া গিয়াছি ।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৪

সপ্তম৮৪ বলেছেন: বয়স হইলেও সবার মাঝে পরিপক্কতা আসে না।
সেটা শিক্ষিত বলগার হোক আর সংসদের মেম্বার

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৬

শাহ আজিজ বলেছেন: আপনি কি সাংসদ না ব্লগার নিয়ে আলাপ করতে চান । আপনার আলাপের বিষয়বস্তু বুঝতে পারলাম না ।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৪

আমি নই বলেছেন: ভাই, উনি বলেছেন "চাকরিজীবী পুরুষ যাতে চাকরিজীবী নারীকে বিয়ে করতে না পারে কিংবা চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, এরকম একটা আইন করা দরকার। এতে বেকার সমস্যার সমাধান হবে।" উনি হয়ত বলতে চেয়েছেন দুইজনের একজন চাকরি করলে আর একজন পরিবারকে সময় দিতে পারবে এবং একজনের উপার্জনের কারনে আরেকজন বেকার (বেকার নারী বা পুরুষ হোক) চলতে পারবে।

উনার মতের সাথে একমত নই কারন এতে করে মানবসম্পদের অপচয় হবে, কিন্তু আপনি কেন শুধু অর্ধেক বললেন মাথায় ঢুকলোনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ বাকি অর্ধেক ছেপে দেবার জন্য । আমি যা বুঝাতে চেয়েছি তা খুব স্পষ্ট । দুইজনের আয়েই সংসার চলেনা আর উনি আইন বানাচ্ছে কিভাবে এক জনকে বেকার রাখা যায় । তার মুল লক্ষ্য কর্মজীবী মহিলা । তালেবানের বিজয়ের সাথে সাথে ইনি নিজের লুঙ্গি উঠাইয়া জানান দিল -------------------------------------------------------------- আছি বাহে ।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৮

পঞ্চগড়ের বাসিন্দা বলেছেন: বুড়ো দাদো, বর্তমানে ভাদ্র মাস চলছে, আর জানেনই তো এই মাসে একটি বিশেষ শ্রেণির প্রাণী তার বংশ বিস্তারের জন্য বিশেষ কর্ম করার জন্য পাগল হয়ে উঠে, কিন্তু দুর্ভাগ্য যে সেই পাগল প্রাণী টাকে ব্লগ আর অবৈধ সংসদ দু জায়গাতেই দেখা যাচ্ছে

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১১

শাহ আজিজ বলেছেন: আমি দুঃখিত আপনার শব্দ চয়নে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.