নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মন্ত্রণালয়ে আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তালেবান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) উদ্যোগ নিলে সে বিষয়ে সমর্থন দেবে বাংলাদেশ।
উত্তম চিন্তাভাবনা । এই সন্ত্রাসীদের নিয়ে গঠিত সরকারকে স্বীকৃতি দিলে বিপদে পড়ব আমরা । আমাদের বহিশক্তি বন্ধু রাষ্ট্র রেগে গেলে আমাদেরি বিপদ হবে ।
সরকারকে ধন্যবাদ উত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য ।।
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৯
শাহ আজিজ বলেছেন: সময় তোঁ নিবেই কারন ওদের মন্ত্রিসভায় ইউ এন ঘোষিত ক'জন সন্ত্রাসী আছে । এগুলোর সমাধান না হলে আমরাও ইউরোপের মোট স্বীকৃতি দেবনা । আজ দিল্লীতে সি আই এ আর কে জি বি প্রধানরা মিটিং করছেন । কাল জানতে পারব কি হল সেখানে ।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৩
কামাল১৮ বলেছেন: তালেবানকেই সন্ত্রাসী দল মনে করে রাশিয়া।যাদের লাভ আছে তারা আগে স্বীকৃতি দিক।
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৭
শাহ আজিজ বলেছেন: হুম , চীনের লাভ আছে তাই চীন ২০০ মিলিয়ন ইউয়ানের খাদ্য , ঔষধ , শীতের কাপড় ও অন্যান্য জিনিস দিচ্ছে ।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৪
এইচ তালুকদার বলেছেন: ভালো পদক্ষেপ, বাংলাদেশ কোন অবস্থায় তালেবান কে সীকতি দিবে না।এর আগে ২০১৭সালে তুরষ্কে সামরিক অভ্যুথান এর সম্ভাবনা দেখা দিলে বাংলাদেশ এরদোয়ান সরকারের পাশে দাড়ায় যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১
শাহ আজিজ বলেছেন: উত্তম প্রস্তাবনা । বাংলা হবে আফগান শ্লোগানধারীরা একটু দমবে ।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৬
সাদীদ তনয় বলেছেন: তালেবান কি বাংলাদেশের স্বীকৃতির তোয়াক্কা করে?
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৫
শাহ আজিজ বলেছেন: আন্তর্জাতিক স্বীকৃতির বড্ড প্রয়োজন আছে ব্যাবসা বানিজ্য নাহোক তালেবান মতের প্রসার তো ওদের জন্য একান্ত জরুরি ।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৩
নীল আকাশ বলেছেন: জামাই না দিলে বৌ দিতে পারে?
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৬
শাহ আজিজ বলেছেন: আপ্নে সহি বাত কিয়া হ্যায়
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
তালেবানরা জল্লাদ, ওদের সরকার বেআইনী।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৮
শাহ আজিজ বলেছেন: সহমত । এই সময়ে এভাবে মানুষ হত্যা করে রাষ্ট্র পরিচালনা , অসম্ভব ।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩৯
বিটপি বলেছেন: বিশ্বের সব দেশ স্বীকৃতি দিলেও বাংলাদেশ সরকারের উচিত হবেনা তালেবানের মত একটা প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠিকে স্বীকৃতি দেওয়া। কারণ আমাদের দেশে আমিনী টাইপ কিছু ছাগল আছে - এদের লাফালাফি অসহ্য ঠেকে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫২
শাহ আজিজ বলেছেন: সরকারের হেফাজতের শাপলা হেফাজত মনে রেখে আমিনিদের রাস্তায় নামা উচিত । পিটিয়ে ঠ্যাং ভেঙ্গে দেওয়া উচিত ।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের মত কূটনৈতিকভাবে দুর্বল দেশের জন্য দেরি করাটাই উত্তম। তাড়াহুড়া করে স্বীকৃতি দিলে পরে ভুলের মাশুল দিতে হতে পারে। ওয়েট এন্ড সি পলিসিই ভালো।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৮
শাহ আজিজ বলেছেন: সহমত । স্বীকৃতি দেওয়ার পর দেখা গেল আম ও গেছে ছালা ও গেছে ।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০১
নতুন বলেছেন: চীন স্বীকৃতি দেবে তাদের কাজ ব্যাবসা করা নতুন বাজারে সবাই বিনিওগ করতে চাইবে। চীনারা স্বীকৃতি দিয়ে বিনিওগ করে এই বাজার দখল করবে। সামরিক ভাবে সুবিধা পাবে।
বাংলাদেশ ওদের মেনে নিয়ে আমাদের দেশে ওরা আসবে আমাদের বলদে আকবর গোস্ঠির পুলাপাইনকে জজবা দিয়ে যাবে। সেটা সমস্যা সৃস্টি করবে।
আমি অবশ্য ২০-৩০টা ফ্লাইটে করে ফেসবুক থেকে বদলে আকবর ধরে আফগান স্থানে হিজরত করানোর পক্ষে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৭
শাহ আজিজ বলেছেন: বলদে আকবর
২০/৩০ ফ্লাইটে হবে না । গাধায় চড়াইয়া দিলে দিল্লি মিল্লি হয়ে কাবুল
চীনকে ভুগতে হবে তালেবান ইজমের হাতে ।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৫
আমারে স্যার ডাকবা বলেছেন: বাংলাদেশ সরকার নিজের থেকে তালেবানকে কখনোই স্বীকৃতি দেবে না।
তবে ভারত, চীন, আমেরিকা, মধ্যপ্রাচ্য আর ইউরোপ স্বীকৃতি দিলে ঠ্যালায় পরে দিতে হবে।
আমি নিরাপরাধ মানুষ হত্যাকারী, আফিম-হেরোইন উৎপাদনকারী + ব্যবসায়ী তালেবান সরকারকে স্বীকৃতি দিলাম না। তবে বাংলাদেশের ইসলামের ঝান্ডাধারী আবেগী মুজাহিদ ভাইয়েরা তালেবানকে নিজেদের বাপ হিসেবেই স্বীকৃতি দিয়ে দিছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৭
শাহ আজিজ বলেছেন:
আহা কি শুনাইলা রে ভাই
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
সময় নিচ্ছে,আশপাশ থেকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে?