নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক বনাম সরকার

২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৮





গেল সপ্তাহে হটাত করেই সরকার আওয়াজ দিল কিছু সাংবাদিক নেতার ব্যাঙ্ক অ্যাকাউনট পরীক্ষা করা দরকার । সাংবাদিকরা খেপল ভীষণ । সেকি আমরা পুত পবিত্র , একদম জমজমের পানির মতন - আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ত নিয়ে সন্দেহ , এ হতেই দেব না । কিন্তু এদেশে সরকার কারো পিছনে লাগলে তার নাশ করে ছাড়ে । সাংবাদিক নেতারা বিপুল মাল টাল কামান এ খবর আমাদের মত নচ্ছররাও জানে । কিন্তু অসুবিধা হচ্ছে সাংবাদিকরা তার চেয়েও বেশি জানে মন্ত্রীদের গাঁটের খবর । ওরা যদি প্রতিশোধ নিতে সব ছেপে দেয় তাহলে ? হোপায় মালেকের ৬০ বছর জেল দিয়ে শুরু এখন লাইনে দাড়িয়ে আজাদ ।

সরকারকেও একটু আপোষে যেতে হবে না হয় ওরা টান দিয়ে ধুতি খোলায় ওস্তাদ । এরশাদ পতনের সময় মনে আছে ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৬

রাকু হাসান বলেছেন:

তাহলে এখনও বাংলাদেশে সাংবাদিকতা আছে?

২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: মনেতো হয় তাই , আপনি কি সাঙ্ঘাতিকদের কথা বলছেন ?

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৭

রাকু হাসান বলেছেন:
লেখক বলেছেন: মনেতো হয় তাই , আপনি কি সাঙ্ঘাতিকদের কথা বলছেন ?
ঠিক তাই । তাদেরই তো রাজত্ব। সরকার জানে কোথায় টান দিতে হবে ।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৯

শাহ আজিজ বলেছেন: B-)

কি ক্ষমতার দম্ভ তাদের , এখন ছুঁচো ইদুর ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



দেশে সাংবাদিক আছে?

২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১০

শাহ আজিজ বলেছেন: একটা প্রেসক্লাব আছে ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী আশার বাণী শুনিয়েছেন। সম্ভবত মিটমাট হয়ে যাবে শীঘ্রই। অনেক সময় দারোগার চেয়ে দারোগার মাঝির দাপট বেশী থাকে। এইখানে কেন্দ্রীয় ব্যাংক মনে হয় এই দারোগার ভুমিকায় আছে। সাংবাদিকরা এখন এমনিতেই গৃহপালিত তাই তাদের নতুন করে বশ করার কোন প্রয়োজন এই সরকার দেখে না। তবে এটা একটা হাল্কা হুমকি হতে পারে যেন সাংবাদিকরা আরও বেশী গৃহপালিত হয়।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৭

শাহ আজিজ বলেছেন: এবারের শীত মৌসুমে একটা আন্দোলন করার চেষ্টায় আছে সন্মিলিত ডায়রিয়া পার্টি । তাই সরকার তার চকমকি পাত্থর ঘইসা লইল আরকি ।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩৩

কামাল১৮ বলেছেন: সৎ লোকরা সাহসী হয়।অসৎ লোকরা সাহস দেখাবার অভিনয় করে।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৫

শাহ আজিজ বলেছেন: ভেবেচে এতেই সরকার কাত হয়ে যাবে । কিন্তু এ সরকার সহজে কাত হবে না ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৩৮

নেওয়াজ আলি বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এইভাবে চিঠি দেওয়া ঠিক হয়নি। মনে হয় সমঝোতা হবে ।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৬

শাহ আজিজ বলেছেন: সমঝোতা করতেই হবে ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৬

জুল ভার্ন বলেছেন: সাংবাদিকদের উচিত ছিলো-বিশয়টাকে ওয়েলকাম জানানো।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৮

শাহ আজিজ বলেছেন: ওয়েলকামে বিপদ আছে ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করা হলে মুক্ত সাংবাদিকতা গণতন্ত্র বিপন্ন হবে কেন?
বিশ্বব্যাপি প্রতিটি দেশে নাগরিকগদের আয়কর বিবরনি দাখিলের সময় সম্পদের সম্পুর্ন হিসাব দিতে হয়।(তবে প্রকাশিত হয় না)
এর ভেতর কোন অনিয়ম দেখা দিলে, নোটিসের সন্তোষজনক জবাব দিতে ব্যার্থ হলে আইনের মুখোমুখি হতে হয়।
দুদক বা যে কোন আইনশৃক্ষলা রক্ষাকারি বাহিনী আলাদা ভাবে হিসেব চাইতে পারে।
সবার জন্য একই আইন। সাংবাদিক লেখক যেই হোক।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২০

শাহ আজিজ বলেছেন: আলোচিত সাংবাদিকরা ইনকাম ট্যাক্সের আওতাভুক্ত হলে ব্যাপারটা সহজ হবে। সরকার যদি তাদের ব্যাঙ্ক লেন দেন দেখতে চায় তবে তাদের উচিত সহযোগিতা করা । নো বলে সন্দেহ বাড়িয়ে দিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.