নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুয়াতেমালায় আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে । ভিডিওটি কপি হয়না তাই স্নিপ করে শেয়ার করছি আপনাদের কাছে। একই সময়ে স্পেনে একটি আগ্নেয়গিরি ব্যাপক ভাবে সক্রিয় ছিল । পৃথিবীতে একাধিক আগ্নেয়গিরি এবার একই সাথে সক্রিয় হয়েছে । পম্পেই নগরী লাভা স্রোতে ডুবে গিয়েছিল । লাভা আসার আগে বিষাক্ত গ্যাসে শহরটির জীবিত সব মানুষ মারা গিয়েছিল । পম্পেই নগরির একটা অংশ মিউজিয়ামে রুপান্তর করা হয়েছে মৃতদেহ দিয়ে । প্রকৃতির সাথে যুদ্ধে মানুষ আসলেই অসহায় । তবুও মানুষ বেচে থাকছে কৌশলী হয়ে । ব্লগে এমন কেউ আছেন যিনি জীবন্ত হয়ে ওঠা আগ্নেয়গিরি দেখেছেন , জলন্ত লাভা দেখেছেন । থাকলে লিখবেন এই ব্লগে ।
Marco Fuentes Corral এর পেজ থেকে কপি ।
০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৯
শাহ আজিজ বলেছেন: আমি এডিট করেছি , তারপরও কিছু ছবি দুটো হয়ে গেছে , ঠিক করে দেব । ভাগ্যিস বাংলাদেশ , ভারতে আগ্নেয়গিরি নেই , না হইলে খবর হয়ে যেত ।
২| ০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩০
কামাল১৮ বলেছেন: প্রকৃতির বিরুদ্ধে না যেয়ে পক্ষে থেকেই বাঁচার সংগ্রাম করতে হবে মানব প্রজন্ম কে।
০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
শাহ আজিজ বলেছেন: চীন আমেরিকা যেভাবে আকাশ দূষিত করছে তাতে পৃথিবীতে ঝড় , জলোচ্ছ্বাস বেড়ে গেছে । আগ্নেয়গিরির ক্ষেপে ওঠাটা বুঝতে পারছিনা ।
৩| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
মাটির নীচে যে দোযখ আছে, উহার প্রমাণ।
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:৩২
শাহ আজিজ বলেছেন: হ্যা আমিও তাই বিশ্বাস করি । একসময় সব আগ্নেয়গিরির মুখ খুলে পৃথিবী জ্বলে যাবে ।
৪| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:১৩
জুল ভার্ন বলেছেন: এক লহমায় পৃথিবী ধ্বংস হয়ে যাক।
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:২০
শাহ আজিজ বলেছেন: কেন এই বদদোয়া ??
৫| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:১৪
জুল ভার্ন বলেছেন: এক লহমায় পৃথিবী ধ্বংস হয়ে যাক।
৬| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:১৫
কলাবাগান১ বলেছেন: কদিন আগে দেখলাম পত্রিকায় সাপের ছবি দিয়ে ভয় দেখানো হচ্ছে যে কাশবনে যাতে মানুষ যেন না যায়...।আজ দেখলাম কিছু ধার্মিক এর লেবাসধারীরা কাশ বনে আগুন দিল
০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:১৯
শাহ আজিজ বলেছেন: দখল নেওয়ার জন্য এটা করেছে ।
৭| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
শাহ আজিজ ভাই, দোয়া করছি কোনো না কোনো ভাবে পৃথিবী যদি আবার আগের মতো হতো। আহারে, বড় কষ্ট লাগে আফসোস লাগে। মাত্র দুই বছরে কি থেকে কি হয়ে গেলো। এখন বিভীষিকা আর দেখতে ভালো লাগে না।
০২ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৫৬
শাহ আজিজ বলেছেন: লোভী , ইতর রাষ্ট্রনায়কেরা এর জন্য দায়ী । আমরা পুজিবাদকে দায়ী করি কিন্তু করোনা কেসটি সমাজতান্ত্রিক ব্লক থেকে সৃষ্ট ।
৮| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
মানুষ মানুষবে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে!
আমরা কথায় কথা জিম্মি কথাটি বলে থাকি। এখন সত্যি সত্যি আমরা জিম্মিতে রূপান্তর হয়েছি।
০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১২:২২
শাহ আজিজ বলেছেন: আসলেই আমরা জিম্মি । চীনকে এর জবাব দিতে হবে ।
৯| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১:০৮
কলাবাগান১ বলেছেন: দখল নাকি ইয়ং ছেলেমেয়েদের আড্ডা/বেড়ানো ঠেকাতে
০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:৪১
শাহ আজিজ বলেছেন: হুম সেটা তোঁ গুরুত্বপূর্ণ কারন ।
১০| ০৩ রা অক্টোবর, ২০২১ ভোর ৪:২১
নেওয়াজ আলি বলেছেন: দেখতেও ডর লাগে
০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: মেরুদণ্ড দিয়ে শিরশির করে কিছু নেমে যায় -------------------------------------- তাইনা ?
১১| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৮
সাগর শরীফ বলেছেন: ব্যাপারটা বেশ ভয়ানক।
০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৫
শাহ আজিজ বলেছেন: এভাবেই কত জন-জনপদ নিশ্চিহ্ন হয়েছে কালে কালে ।
মানুষকে এসবের বিরুদ্ধেই লড়তে হয়েছে , হচ্ছে ।
১২| ০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৪:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: দুনিয়ার জীবন্ত জাহান্নাম।
০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৭
শাহ আজিজ বলেছেন: এই জাহান্নামেই হয়ত পুড়তে হবে পাপীদের ।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৩
জ্যাকেল বলেছেন: ছবি তিন বার পোস্ট দুইবার এসে গেছে। এমনিতে দেখতে সুন্দর কিন্তু ব্যাপার টা ভয়ংকর।