নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কেবল নেট ওয়ার্ক খুলেছে

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:২৪


আপডেট - এইমাত্র পরীক্ষা করে দেখলাম ভারতীয় চ্যানেল সব বাদ ।

মন্ত্রীর কথা বেশ খেয়াল করে শুনলাম এবং বুঝলাম কেবল লাইন সার্ভিসের শয়তানী কোথায় ।

আজ বিকেল থেকে আবার চালু হয়েছে কেবল নেট ওয়ার্ক বেশ পরিস্কার ঝকঝকে তকতকে । যাক সরকার আর আমরা সাধারন মানুষের সাথে ওরা পাঙ্গা নিতে চেয়েছিল কিন্তু একটি গুলি খরচ বাদে ডিস লাইনগুলো চালু হয়ে গেল ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:৪১

ইসিয়াক বলেছেন: স্টার জলসা আর জি বাংলার মত চ্যানেল বন্ধ থাকাই ভালো।

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: আমি ওগুলো দেখিনা কাজেই আমার সমস্যা নেই

২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৯:০০

কামাল১৮ বলেছেন: সয়তানী বন্ধ বলে শুরু হবে বাদরামী।

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: ওরা আটকে গেছে সরকারী চালে । এত বড় ব্যাবসা কেউ হারাতে চাইবে না সহজে ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:



সিএনএন ও বিবিসি ব্যতিত বাকীগুলোকে বআড দেয়ার দরকার।

০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১:৪২

শাহ আজিজ বলেছেন: দিয়েছে তাই । এবার মন্ত্রীর ঘরের লোক বলবে মেরা জলসা কাহা হ্যায় - ওয়াপস লাও

৪| ০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:১২

শেরজা তপন বলেছেন: দুই হাজার কোটি টাকার ফাও বিজ্ঞাপন! দু চার দশ কোটি টাকা নেটোয়ার্কের নেতাদের পিছে খরচ করলে তো সমস্যা নেই
কাজটা ভাল হয়েছে
সবাই সরকারকে জিম্মি করে ফায়দা লুটতে চায়

০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: হুম তাই । একটা গনতান্ত্রিক দেশে এরকম ঘটনা বিরল । আমি উন্মুক্ত আকাশের পক্ষে ।

৫| ০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৮

জুন বলেছেন: লোকটা মনে হয় বউ এর ঝাড়ি খাইতেছে ২৪ ঘন্টা :`>

০৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৩

শাহ আজিজ বলেছেন: আই অ্যাম শিওর । রাতে ড্রইং রুমে ঘুমানোতো আছেই --------------------------- :P

৬| ০৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৪

রানার ব্লগ বলেছেন: স্টার জলসা আর জি বাংলার সুন্দুরীদের হাউমাউ কান্না এখন কেমনে দেখবে বাংলাদেশে আয় হায় !!!!

০৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

শাহ আজিজ বলেছেন: আগের সেভ করা ভিডিও ক্লিপ নিয়ে গড়াগড়ি খাবে । B-))

৭| ০৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

ভুয়া মফিজ বলেছেন: সরকার যদি এই স্ট্যান্ডটা ধইরা রাখতে পারে, তাইলে একটা কামের কাম করবো। আমাগো চ্যানেল ওরা দেখায় না, ওগোরটা আমরা দেখামু!! মাগনা খাইতে খাইতে হালার হালাগো জিহ্বা গ্যাছে কয়েক হাত লম্বা হইয়া। অবশ্য হ্যারা এখন খোদ মন্ত্রী আর সচিবরে বিশাল অংকের ঘুষ দিয়া ম্যানেজ কইরা ফালাইতে পারে। X(

০৫ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৯

শাহ আজিজ বলেছেন: নির্বাচন পূর্ব মশকরা চলতাছে । ইন্ডিয়ান সিরিয়াল না দেখতে দিলে লীগের খবর আছে ।

৮| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:৫১

সোহানী বলেছেন: রিয়েলি!!! আমার অনেক দিনের আন্দোলন এটা.....। এসব অসভ্য, বর্বর, কুটনামী, পরকীয়া, কিম্ভুত সাজ পোসাকের ফালতু সিরিয়াল বন্ধ হলে ঘরে ঘরে অর্ধেক অশান্তি কমে যাবে। বউ/শাশুড়ি/ননদ/দেবর/জা সবার কুটনামী বন্ধ হবে বলে আশা রাখি B-))

২০০৮ সালে এ নিয়ে ছোট্ট একটা প্রতিবাদ লিখেছিলাম। আজ আবার শেয়ার করলাম .......
হিন্দি চ্যানেল বন্ধ করুন

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: ক্যায়সে বাতে করতেও হ্যায় বহেনজি , হিন্দি ফিলিম হামারা জান হ্যায় ----------------------- :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.