নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শীত এসে গেল

০৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২০






আজ এই মুহূর্তের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেল । গতকাল এই সময়ে ৩১ ডিগ্রি ছিল । শেষ রাতে কাথা টেনে নিয়ে আবার ঘুমাতে হচ্ছে । তাপমাত্রার এই ঊর্ধ্বভাব আর নিন্মভাব ফ্লু রোগীর সংখ্যা বাড়িয়ে তুলছে । সবাই বিভ্রান্ত শেষ মেশ ধরে বসলো নাকি ! দুহপ্তা আগে মাঝ রাতে ফ্রিজ থেকে ঠাণ্ডা পানি খেয়ে আমি কাত । তীব্র সর্দি আর সামান্য কাশি নিয়ে রিস্ক না নিয়ে এক কোর্স অ্যানটিবায়োটিক খেলাম এবং সুস্থ হলাম । গত বছর ডাক্তার আমায় টেলিফোনে এটাই খেতে বলেছিলেন । আমার পরিচিত অনেকেই এখন ফ্লুতে অসুস্থ । আমার ভাড়াবাড়ির দ্বাররক্ষী আজ বললেন জয়পুরহাটে ঠাণ্ডা পড়ে গেছে । হাটতে গিয়ে দেখি লেপ তোষকের দোকানীরা বড্ড ব্যাস্ত । মানুষের চলাচল অনেক সহজ হয়েছে । অধিকাংশ মানুষ মাস্ক ছাড়া , পুলিশও তাই । কোন কারন ছাড়াই বাজার সদাই আজ অগ্নি মুল্য । চাল তেল পেয়াজ সব । সরকারের বাজার স্ফিতি নিয়ে একদম ভাবনা নেই যতটা না কেবল , চ্যানেল নিয়ে আছে । কদিন বাদেই দেখবেন ছেড়ে দিয়েছে , কেন । ভোট আসন্ন । গৃহবধূদের তাতিয়ে তুল্লে বিপদ হতে পারে কারন তাদের দুটো চ্যানেল আসল বিনোদন । ওটা মেরামত না করলে সাহেবরাও নিরাপদ নয় । শীত আসছে এবং শীত বেজায় পড়বে । শীতের পিঠা পায়েস এখন অনলাইনে পাওয়া যায় , দামটা বেশি । একদিনই খাবো - দামের হিসাব করে মাথা নষ্ট না করাই ভাল । এসে যাওয়া শীতে সময় ভাল কাটুক । ব্লগে ব্লগারদের উপস্থিতি ভয়াবহ রকম কম , যদিও লগ ইন ছাড়া ব্লগারদের সংখ্যা উৎফুল্লজনক ।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩০

ঢাবিয়ান বলেছেন: উফফফ মজাদার সব পিঠা

০৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: পাওয়া যায় সবখানে শুধু স্বাদে তফাত । আমাদের বাংলার এই আচারাদি বা উৎসব আর কোথাও নেই ।

২| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪১

ফারহানা শারমিন বলেছেন: শীতকালে আমার রাজ্যের ঘুম আসে।কোন কাজ করতে ইচ্ছে করে না।
ছবিগুলি অনেক লোভনীয় ।

০৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: একই অভ্যাস দেখছি ।

পিঠা খেতেই হবে কোন কম্প্রোমাইজ ছাড়াই ।

৩| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:




ব্লগার কমছেই, কমছে, কিছুটেই বাড়ছে না; জাতির দক্ষতা প্রতিদিনই কমে আসছে, মনে হয়।

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩৮

শাহ আজিজ বলেছেন: সবার ভিতরে হতাশা কাজ করছে ।

৪| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২৪

কামাল১৮ বলেছেন: এখানে একটা পিঠা ঘর আছে ।একদিন সময় করে যেতে হবে।পিঠা উৎসব হয় বাঙ্গালী পাড়ায় সাথে ছোটখাট মেলাও হয়।

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩৯

শাহ আজিজ বলেছেন: হুম , ঘুরে আসুন একদিন ।

৫| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:০২

শূন্য সারমর্ম বলেছেন:

পিঠা উৎসবে গিয়েছেন কখনো? পিঠা এখন গ্রামের উনুন থেকে বড় ফেস্টিভাল পরিণত হচ্ছে।

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:৪০

শাহ আজিজ বলেছেন: শিল্পকলারটায় যাই ।

৬| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:৪৫

সোহানী বলেছেন: লেখায় পিঠার ছবিতে মাইনাস!!! এসব ছবি দেখায়ে লোভ ধরানোর জন্য :P

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:১৫

শাহ আজিজ বলেছেন: তাইলে আরও লোভনীয় পুষ্ট দিমু কিন্তু হা :-B

৭| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ২:৩১

নেওয়াজ আলি বলেছেন: আপনার প্রিয় শীতের পিঠা কী তা জানালেন না

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:১৭

শাহ আজিজ বলেছেন: এই দুইটাই প্রাইম ------------------------------ আরও আছে কিন্তু কমু না :#)

৮| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪০

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৯| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ সব পিঠা তো!!! তবে ডায়াবেটিসের জন্য পিঠা, মিষ্টি পদার্থ খাওয়া খাওয়ি বাদ। সমস্যা হলো, পিঠা বানানোতে বান্ধবীর আবার ক্লান্তি নাই কোনো। পিঠার কিছু ছবি জড়ো করা হয়েছে। শীত আসুক, ব্লগারদের সবাইকেই খাওয়াবো নে



০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৪

শাহ আজিজ বলেছেন: ভারচুয়ালি খাবে ??






ছিঃ X((

১০| ০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৭

রানার ব্লগ বলেছেন: নতুন শীতের কাপড় কিনতে হবে !!!! প্রতিবার আমি নতুন কিনি তার পর তুলে রাখি কোথায় যে থাকে আর খুজে পাই না, অনেক খোজার পর দেখা যায় কাজের বুয়া কোন ফাকে ওটা কে ঘর মোছার ন্যাকড়া বানিয়ে রেখেছে। এইবার ভাবছি নরম কিছু কিনবো না শক্ত পোক্ত দেখে কিনবো কিছু একটা।

০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৬

শাহ আজিজ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

ঘর মোছার কাপড় , দারুন গিয়ানি বুয়া তো ! তারে নোবেল মাস্ট ।


শক্ত কিছু চাইলে পাপোষের তৈরি ওভার কোট অসাধারন B:-/

১১| ০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার @ সোহানী বলেছেন ------ লেখায় পিঠার ছবিতে মাইনাস!!! এসব ছবি দেখায়ে লোভ ধরানোর জন্য :P

০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৩

শাহ আজিজ বলেছেন: যাক দুই মাইনাসে প্লাস হয়া গেছে :-B

১২| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৪

মিরোরডডল বলেছেন:




ঠিক না X((





০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০১

শাহ আজিজ বলেছেন: ওরে মেয়ে কপাল ফেটে যাবে তো :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.