নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কুমিল্লা কড়চা

২১ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯



কুমিল্লা নাম বদলে মেঘনা রাখার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আমি ভেবেছিলাম ময়নামতি রাখা হবে কিন্তু প্রধানমন্ত্রী অনড় । ফরিদপুর পাল্টে পদ্মা রাখা হবে , এটি চমৎকার হবে । আরও কিছু নাম পাল্টানো দরকার যেমন কেরানিগঞ্জ , মানিকগঞ্জ ইত্যাদি । যশোর শহরে রাস্তার সংক্ষিপ্ত নাম উঠিয়ে পূর্ণ নাম আনতে হবে ,যেমন আর এন রোড , এটা কিন্তু রবীন্দ্রনাথএর নামে । খুলনার কে ডি ঘোষ রোড ইত্যাদি । বাংলাদেশে মুসলিম লীগ এই কাণ্ড গুলো করেছিল কিন্তু কলকাতায় রফি আহমেদ কিদওয়াই বা আলিমুদ্দিন নাম পাল্টায়নি , পাল্টায়নি ব্রিটিশ শাসকদের নামের স্কয়ার বা সড়কের নাম ।

আসুন শ্লোগান তুলি - বদলে যাও বদলে নাও ।


মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সম্ভবত জেলার নাম দুটো বদলাবে না, বিভাগ হিসাবে মেঘনা ও পদ্মা বিভাগ আত্মপ্রকাশ করবে।

২১ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৯

শাহ আজিজ বলেছেন: তাই ই হোক । মানুষ এখন ক্লান্ত । অদল বদল বিনোদনে চাঙ্গা হয়ে সবাই ।

২| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২১

ঢাবিয়ান বলেছেন: যাক মানুষ এখন কয়দিন এই নয়া নামধাম নিয়া মহাব্যস্ত থাকব।

২১ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৯

শাহ আজিজ বলেছেন: তাই থাকুক আর শীতের পিঠা খাক ।

৩| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: নাম পালটানোর বিষয়টা শুইনা হাসি পাইছিলো, কেনো? তা জানি না।

২১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১২

শাহ আজিজ বলেছেন: পালটানোর পিছনে কিছু ব্যাপার স্যাপার থাকে তাই হাসি পাইছে :P

৪| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৫

শায়মা বলেছেন: হায় হায় নদীর নাম আর জায়গার নাম এক হলে তো জল আর তেলের দামও এক হয়ে যাবে। :(

২২ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৫

শাহ আজিজ বলেছেন: তাই হোক

৫| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: কিন্ত কেনো পরিবর্তন এবং কী লাভ

২২ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২৩

শাহ আজিজ বলেছেন: সেটাই মুল প্রশ্ন । গ্রামগঞ্জে ভাঙ্গাচোরা রাস্তা ঘাট ঠিক করে দেওয়া উচিত আগে ।

৬| ২২ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
হুদাই জেলা বিভাগ। কোন উপকারনেই। জনগন ১ পয়শাও উপকৃত হবে না।
লাভ শুধুমাত্র দুর্নিতীবাজ আমলাদের। এদের প্রমোশনের ক্ষেত্র বাড়লো।

২২ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৩

শাহ আজিজ বলেছেন: নাম করন বিষয়ে প্রধানমন্ত্রী কেন জড়িয়ে পড়লেন বুঝতে পারছি না ।

৭| ২২ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:
দেশে ৬৪ বিভাগ চাই; নদী কম হয়ে গেলে নামও আমদানী করা হোক।

২২ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৫

শাহ আজিজ বলেছেন: চীনে বাংলাদেশ ভূখণ্ডের সমান জেলা আছে । তা নিয়ন্ত্রন করেন একজন পার্টি প্রশাসক ।

৮| ২২ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৯

শায়মা বলেছেন: ৭. ২২ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩০

শূন্য সারমর্ম বলেছেন:
দেশে ৬৪ বিভাগ চাই; নদী কম হয়ে গেলে নামও আমদানী করা হোক।

হা হা :P

২২ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৭

শাহ আজিজ বলেছেন: হাস্যকর হয়ে গেছে ব্যাপারটা । শুধু ঘোষণা দিলেই চলত , এতো মানুষকে জড়ান ঠিক হয়নি ।

৯| ২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমার প্রেমিকার বাড়ি মেঘনা উপজেলায়। মেঘনা বিভাগ হলে খুশিই হব।

২২ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৮

শাহ আজিজ বলেছেন: হ , আরও বড় হইব ।

১০| ২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:১৯

নতুন বলেছেন: ধর্ম নিয়ে ঝামেলা থেকে মানুষের দৃস্টি একটু অন্য দিকে সরানোর জন্যই এই আলোচনা।

বিভাগ করার পরেও তো ঠিকই ঢাকায় দৌড়াতে হবে। ঠিক মতন বিকেন্দ্রিকরন না করা হলে বিভাগ করে কতটুকু লাভ হবে?

২২ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৯

শাহ আজিজ বলেছেন: সঠিক বলেছেন । প্রশাসনকে জেলা স্তরে নিতে হবে ।

১১| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রশাসনকে জনগনের দোরগোড়ায় নিতে হবে।

২২ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: তাহলে তারা ঢাকাকে মিস করবে ।

১২| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৯

জ্যাকেল বলেছেন:
ঢাকা শহরের এত বেশি সরকারী অফিস কেন? কৃষির বিষয়গুলো কি ময়মনসিংহে/আশেপাশে ছড়িয়ে দেওয়া যায় না? শিল্প এর আঞ্চলিক ভিত্তিক জায়গা দিয়ে গার্মেন্টস/অন্যান্য ফ্যক্টরিগুলা সরানো যায় না? সরকারে যথাসম্ভব ফালতু লোকেরা বসে বসে জনগণের পয়সা সাবাড় করছে, কাজের কাজ কিছুঅই করছে না কেরানীগুল।

২২ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সত্য কথনের জন্য ।

১৩| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১:৪৪

জিকোব্লগ বলেছেন:



প্রধানমন্ত্রী ও উনার আত্নীয় স্বজনের নামে বিভাগ
জেলার নামকরণ করলে সবচেয়ে বেশি ভালো হয়।

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২৫

শাহ আজিজ বলেছেন: আপনি ফেসবুকে এই আবেদন করুন ।

১৪| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৪

জুল ভার্ন বলেছেন: বিষয়টা খুবই হাস্যস্কর এববগ স্থুলবুদ্ধির মন্তব্য। ম দিয়ে যেমন মোস্তাক হয় তেমনি ম দিয়ে মুজিবও হয়-তাই বলে কি মুজিব নাম পালটে ফেলতে হবে!

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: আসলে হচ্ছেটা কি এটাই মাথায় আসছে না ।

১৫| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১৮

জিকোব্লগ বলেছেন:



মজার মন্তব্য কেউই যেন বুঝলো না।
এটাও একটা মজা।

২৩ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: বেশি বুঝলে খবর আছে তাই কেউ এসব নিয়ে নাড়াচাড়া করতে চায় না , বুঝেছেন না ?

১৬| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ৩:২৮

সোহানী বলেছেন: ধ্যাৎ...... জেলার জায়গায় জেলা, নদীর জায়গায় নদী!! দুইটাকে এক জায়গায় গুলানো কি ঠিক!

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫২

শাহ আজিজ বলেছেন: বিজ্ঞজনেরা যাহা বুঝে তাহাই উত্তম --------------------------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.