নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মুড অফ- মুড অন ।। কৌতুক

০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:২৮



আপনার মুড থাকে না। কিন্তু আপনার স্বামী প্রায়ই আপনার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করতে চায়। এ নিয়ে আপনার প্রচুর টেনশন ?
আপনি হতাশ ?
অনেক বিরক্ত হন ?
চাপ সামলাতে পারছেন না ?
আর নয় টেনশন, আর নয় হতাশা।
সমাধান আছে।
আপনার স্বামী'কে দ্বিতীয় বিয়ে করিয়ে দিন। আপনার মুড না থাকলে দ্বিতীয় স্ত্রীর মুড থাকবে।
তারপরেও যদি এমন হয় যে আপনাদের দুইজনেরই মুড নেই তাহলে আপনাদের স্বামীকে তৃতীয় বিয়ে করিয়ে দিন। আপনাদের দুজনের মুড না থাকলেও তৃতীয় স্ত্রীর মুড থাকবে।
এরপরেও যদি এমন হয় যে আপনাদের ৩ জনেরই মুড নেই তাহলে আপনাদের স্বামীকে চতুর্থ বিয়ে করিয়ে দিন।
এরপরে দেখবেন, আপনাদের ৪ জনের মুড আছে/থাকবে কিন্তু আপনাদের স্বামীর আর মুড নেই ।

ছবি ও কথাঃ সংগৃহীত

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা কি আনন্দ !!! আকাশে ;) বাতাসে ।পুরুষ জীবন বিয়েতে বিয়ে ময় নারী জীবন কি শুধুই যাতনা (সতীন) ময়।

তয় ভাই, একখান কথা - এতক্ষণ যতই মুড অফ থাকুক না কেন আপনার পোস্ট পড়ে সব বিবাহিত বধুদেরই মুড X(( ভাল হয়ে গেছে এবং বলছে , " যতখুশী মার ঘুরিয়ে - চার ছক্কা " তবে নো দ্বিতীয় বিকল্প বা চিন্তা ।

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৭

শাহ আজিজ বলেছেন: =p~ :-B :P

=p~ :-B :P

=p~ :-B :P

=p~ :-B :P

ব্যাপারটা রিভার্স হইলে কেমন হয়

২| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা আপনি কী চিন্তা ভাবনা করতাছেন ভাইজান

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৯

শাহ আজিজ বলেছেন: বিবাহ একটা অভিশাপ X((


লিভিং টুগেদার বেস্ট ;)

৩| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৮

অধীতি বলেছেন: হা হা হা। যা দিলেন বড় ভাই :D

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৪

শাহ আজিজ বলেছেন: এই যতসামান্য আর কি হে হে হে :P

৪| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪

নতুন বলেছেন: নদীর ঐ পারে বসে.....

মানুষ ৪ জন স্ত্রী ম্যানেজ করে কিভাবে?

অবশ্য যারা বহু বিবাহ করে তাদের কাছে ভালোবাসার দরকার নাই।

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৭

শাহ আজিজ বলেছেন: অবশ্য যারা বহু বিবাহ করে তাদের কাছে ভালোবাসার দরকার নাই।




চমৎকার সত্য বচন । ভালোবাসা থাকলে পৃথিবীটা আরও সুন্দর হতো ।

৫| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:১০

নীল আকাশ বলেছেন: আপনি পারেন ও বটে!

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

শাহ আজিজ বলেছেন: অন্য বেরাদাররা পারতেছে আমি ক্যান পারুম না ??

৬| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: আপনের ত বয়স নাই কেমনে বাজবে সানাই

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৩

শাহ আজিজ বলেছেন: বয়স নাই মানে ??

৭| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৭

মামুinসামু বলেছেন: লেখক বলেছেন: বিবাহ একটা অভিশাপ X(( লিভিং টুগেদার বেস্ট

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

শাহ আজিজ বলেছেন: কি মনে হয় মামু ??? :P

৮| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: পুরুষ মানুষের আবার মুড থাকে না? মাঝে মধ্যে যন্ত্রপাতি ঘুমায় থাকে সেটা আলাদা বিষয়। কিন্তু মুড থাকে সব সময়! ;)

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

শাহ আজিজ বলেছেন: কারেক্ট শুন্য ভাই ।

৯| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫০

নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ তরকারি ।

১০| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

ফুয়াদের বাপ বলেছেন: বিনোদন ভরপুর...

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২

শাহ আজিজ বলেছেন: হুম , হা হা হা

১১| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১১

জুল ভার্ন বলেছেন: ব্যাপক বিনোদন। নিজের জীবন থেকে লিখেছেন নিশ্চয়ই

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: নাহ । আমি এখন একাই থাকি । স্ত্রী প্রয়াত ।

১২| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তার পর আছে সীমাহীন দাসীর ব্যবস্থা।

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: আসল জায়গায় খোঁচা দিয়েছেন । :P

১৩| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৮:৩৫

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা.............. =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা নভেম্বর, ২০২১ রাত ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: আমি ভাবতেছিলাম তুমি ডাণ্ডা নিয়া ঝাপাইয়া পড়বা , যাক বাইচা গেছি !:#P :``>>

১৪| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৯:৫৯

কালো যাদুকর বলেছেন: "ভালই দিয়া গেলেন"

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৪৪

শাহ আজিজ বলেছেন: পাইছেন ভাই ? আবার দিমুয়ানে ;)

১৫| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


হা, হা, হা!!!! ভালো জোকস!!!

আমার পছন্দ হয়েছে!

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ শাইয়ান

১৬| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৫০

কালো যাদুকর বলেছেন: যারা পাওয়ার তারা তো পাইছে। :)

আপনি বড় বেরসিক। মানুষের সুখ সহ্য হচ্ছে না? ;)

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৩

শাহ আজিজ বলেছেন: ইদানিং খুবই বেরসিক হইয়া গেছি ।




আর সুখ ? অসহ্য লাগে :P

১৭| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৩:৫৪

নেওয়াজ আলি বলেছেন: আহ কী মজা ।

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৫

শাহ আজিজ বলেছেন: লন লন আরেকটু মজা লন :`>

১৮| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ৭:৫১

শেরজা তপন বলেছেন: বউরে আরেকটা বিয়া করায় দিলে কেমন হয়? :``>>

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৬

শাহ আজিজ বলেছেন: কার বউরে বিয়া করানোর প্লান করতেছেন B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.