নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

যোগফল শুন্য

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:২৭

talk show

যোগফল শুন্য শীর্ষক টক শো আমাদের ক্রিকেট সাম্রাজ্য নিয়ে । দেখুন এবং মতামত দিন । কেঁচো খুড়তে গিয়ে বিশাল পাইথন বেরিয়ে পড়েছে ।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



ক্রিকেটের লোকদের নিয়ে আপনি সত্যই চিন্তিত?

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন: আসলেই চিন্তিত যতটা প্লেয়ার নিয়ে না তার চেয়ে কমিটি নিয়ে ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: দেশের ক্রিকেট নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নাই। পাপন যাইয়া আরেকজন আসবে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন তিনিও আরেকজন পাপনই হবেন৷ আর আপনি কয়টা পাপনকে সরাবেন? সব সেক্টরেই তো একটা করে পাপন বসে আছে৷ শীর্ষ পর্যায়ে জবাবদিহিতা না থাকলে কিভাবে আশা করেন পাপন টাইপ পাত্তি স্বৈরাচাররা খুব জবাবদিহিমূলক হয়ে উঠবে? লাগাবেন লাউ গাছ সেখান থেকে কুমড়া আশা করলে তো সমস্যা৷ পরনে লুঙ্গি না থাকলে আপনি টাই দিয়া করবেনটা কি? ওইটা দিয়া বড়জোর ঝান্ডা ঢাকতে পারবেন, পাছা তো সেই উদোমই হয়ে থাকবে৷

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১০:০৫

শাহ আজিজ বলেছেন: :P B-)) :P B-)) :P B-)) :P B-)) :P B-)) :P B-)) :P B-)) :P B-)) :P B-)) :P B-)) :P B-)) :P B-)) যা বলেছেন দাদা ।





দেশটা তো আমাদের !! কাজেই চিন্তাটাও আমাদেরি হোক । আমি আজ প্রথম নজর দিয়েছি , এর আগে আগ্রহ ছিল না ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:১৭

কালো যাদুকর বলেছেন: লিংকটা কাজ করছে না। একটু ঠিক করে আবার পোষ্ট করবেন? ধন্যবাদ |

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:২৮

শাহ আজিজ বলেছেন: গ্যাপ গুলো এক্ত্র করে নিয়ে আলাদা পেজে খুলুন ।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৪

শাহ আজিজ বলেছেন: লিঙ্ক দিলাম ৭১ টিভি র

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যখন জিতেছিল তখনো পাপন খেলে নাই,এখনো পাপন খেলছে না।খেলবে খেলোয়াড়রা,কমিটি খেলবে না।আমাদের খেলোয়াড়দের মান কমেনি,বিপক্ষদের মান বেড়ে গেছে।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: টক শো শুনুন , ক্লিয়ার ধারনা পাবেন ক্রিকেট জুয়ার ।

৫| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০০

কালো যাদুকর বলেছেন: আমাদের দেশে কর্তাব্যক্তিরা সাধারণত ব্যারর্থতার দায় নেন না। এজন্যই টিমের পরিবর্তন হয়, ম্যানেজমেন্টের হয় না, ফলাফল যাই হোক ৷

“Insanity is doing the same thing over and over and expecting different results.” —I'll call it “Einstein Insanity”

এই উক্তি আমাদের দেশের জন্য নয়। আইনেষ্টাইন নিশ্চয়ই ভুল বলেছেন ৷

০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩০

শাহ আজিজ বলেছেন: আমার দর্শন ভাণ্ডারটা কচলে উঠল , কোথায় যাই ?? :(

৬| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা অবশ্য ঠিক বলেছেন।বাংলাদেশের টক শো শুনি না বেশ ক বছর।কোনটা যে সত্য বুঝতে পারি না।কেউ বলে এখন দিন অন্যজন বলে রাত।ধাধায় পড়ে যাই।

০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৫

শাহ আজিজ বলেছেন: কাল হারের চোট সামলাতে না পেরে প্রথমবারের মত আগ্রহ নিয়ে টক শো শুনলাম । আজকের কোন পত্রিকায় এসব খবরের উধ্রিতি নেই , মাশাল্লাহ ।


দেশের ক্রিকেটকে মাথায় নিয়ে নাচছি এটা আবার অপরাধ বলে গন্য না হয় ।

৭| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:২১

ঋণাত্মক শূণ্য বলেছেন: বিশ্বাস করেন, এই মাত্র ব্লগের ইউআরএল টাইপ করতে করতে চিন্তা করতেছিলাম যে অন্তত ব্লগে ক্রিকেটটা নিয়ে আলোচনা হয় না; ফেসবুকে না ঢুকে ওখানে ঢুকি!

আর এসেই দেখলাম আপনার পোষ্ট! :/

০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৭

শাহ আজিজ বলেছেন: একসময় বেদম ক্রিকেট ভক্ত ছিলাম । এখন ঢিলেঢালা তালে চলছে । করোনা সময়ে একমাত্র বিনোদন হচ্ছে এই খেলা। টক শোতে স্থপতি মোবাশ্বের হোসেন একদম ধুয়ে দিলেন পপকর্ণ কে । আগ্রহ বেড়ে গেল এবং ব্লগারদের জানাই এমন ইচ্ছে হল ।


আজ কোন পত্রিকায় ঐ সব আলাপের কিঞ্চিত পর্যন্ত উল্লেখ হয়নি ।

৮| ০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৫

স্প্যানকড বলেছেন: ক্রিকেট এখন বিশাল বানিজ্য ! বানিজ্য যেখানে সেখানে নানা কিছু ঘটবে। পাপন পাপন করি যারে সে তো আপন নয় ওরে আমার পাগল মন ! হা হা হা... রাজনীতি, ভেতরকার কোন্দল তারপর জুয়া বাজীগর এসব তো আছেই থাকবে ও। খেলবে যারা তারাও এসবে আছে সবাই না। এক ক্রিকেট একটু আশার জায়গা সেখানেও যদি এমন পায়ু মারামারি চলে তবে তো বায়ু বেরিয়ে বিষ রয়ে যাবে। যাক মেলা কথা বলে ফেললাম। ভালো থাকবেন।

০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৭

শাহ আজিজ বলেছেন: খুব বাঁশ দেওয়া কাব্য মানে বাঁশ কাব্য লিখেছ , তোমাকে ধন্যবাদ :P

৯| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৩

কলাবাগান১ বলেছেন: অন্য টপিক:
ফাইজার এর নতুন ঔষুধ (পিল) কভিড কে মোকাবিলা করতে ৯০% সক্ষম..।
https://www.bbc.com/news/health-59178291
যত তাড়াতাড়ি এটা সহজলভ্য হবে, তত তাড়াতাড়িই বোধহয় আবার সব নরমাল হয়ে যাবে..।
এই ঔষুধ অন্যান্য কভিড ঔষুধ কে একেবােরই ভিন্ন এবং ইফেক্টিভ।

০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০৬

শাহ আজিজ বলেছেন: আমি দুদিন আগেই দেখেছি , কাল দেখলাম সেই ক্যাপস্যুল , হু এর অনুমতি পেয়েছে । সুখবর ।

১০| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব সম্ভবের দেশে হতেও পারে।সাবধানে থাকবেন।

০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: কোন আলাপে গেলেন বুঝলাম না !!

১১| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১৮

জ্যাকেল বলেছেন: ডলা দিয়ে এইসব শুঅরদের শায়েস্তা করা দরকার। খুবই বিরক্ত হয়ে গেছি বাটপারদের দৌরাত্মে। সমস্যা হইল আমাদের পলিটিক্স যেইটা সরিষা সেইটাই ভেজাল তাই সর্ষের মধ্যেই ভুত। ভুত যাবার কোন রাস্তা দেখিনা।

০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪

শাহ আজিজ বলেছেন: ক্ষমতায় পেশাদার শিক্ষিতদের আসা দরকার । তাহলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে ধান চাষ থেকে ক্রিকেট সবই একটা ডিসিপ্লিনের মধ্যে আসবে । বিসিবি এখন ক্রিকেট জুয়ায় নেমেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.