নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

অপূর্ব বানী

০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০২

সিনিয়র সিটিজেন ফোরামে সব বুড়োরা মজা করে সময় কাটায় সাথে আমিও ।

আজ এই পোস্ট পড়ে কপালে চোখ উঠল , দারুন গভীর ভাবনা তো কিন্তু লেখক কে তা কেউ জানেনা ।
আনন্দের সাথে পড়ুন---------------------------------

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:




এগুলো নতুন কিছু নয়, বিরাট কোন ভানাও নয়।

০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: আমি বিরাট কেউ নই বা বিরাট কিছু লিখিনা না বা উপস্থাপন করি না ।

২| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:



বয়স্কদের মাঝে যাদের, জীবনের অভিজ্ঞতা আছে, রাজনৈতিক অভিজ্ঞতা আছে, অর্থনৈতিক অভিজ্ঞতা আছে, শিক্ষা ও টেকনোলোজী অভিজ্ঞতা আছে, সামাজিক সমস্যা সমাধান জানা আছে, সেগুলো নিয়ে লেখা উচিত। এসব টোটকা কথা, ছড়া কাটা, ধর্ম-মৃত্যু-পরকাল নিয়ে বকবক করার তেনন কোন মানে হয় না।

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১১

শাহ আজিজ বলেছেন: আমি কস্মিন কালেও এসব উপদেশ ঢালতে যাব না ।

৩| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মসজিদ আর মন্দিরে বাইরে আর ভিতরের চাওয়ার মাঝে আকাশ পাতাল পার্থক্য।একজন চায় বাঁচার প্রয়োজনে,আরেক জন চায় মরার পরে হুরের প্রয়োজনে।
সঠিক পথটা যে কি,সেটা আগে ঠিক করতে হবে।নামাজ পড়া নাকি পুজা করা।

০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: দুটোই প্রার্থনা , সৃষ্টিকর্তার উদ্দেশ্যে । সাবসিডিয়ারি চাহিদা কিছু থাকলে তা ভিন্ন ক্যাটেগরিতে পড়বে ।

৪| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৯

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,





প্রতিটি কথাই বাস্তবের "মিরর ইমেজ" ।

০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: হুম , এজন্যই ছেপে দিলাম ।

৫| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: ফেসবুক এবং লিংকডইনে দেখেছি এই লেখা আগে

০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: হাউ মাউ করে এসব বলার কি দরকার । কন্টেন্ট নিয়ে আলাপ করুন ।

৬| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৬

জুল ভার্ন বলেছেন: প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে ব্যবধান, তেমনি কলপ্না আর বাস্তবতায় তেমন ব্যবধান। নষ্ট মানুষ তৈরী করেছে নোষ্ট সমাজ- আমরা সেই সমাজেরই কীট পতংগ।

০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫

শাহ আজিজ বলেছেন: আমরা চেষ্টা করি নষ্টামি থেকে গা বাচাতে কিন্তু পেরে উঠি না ।

৭| ০৮ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: যেই লিখুক, মেধার পরিচয় দিয়েছে।

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই । ডিনাই করার মত কিছু নেই পেজে । মানুষটির নির্মম অভিজ্ঞতা আছে জীবন নিয়ে ।

৮| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: এমন করে ভাবতে পারাটাও কঠিন ব্যপার।

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৬

শাহ আজিজ বলেছেন: মানুষটি অভিজ্ঞতায় লগ্ধ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.