নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মালালা জুটি বেধেছে আসার মালিকের সাথে

১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১১





তালিবানের হাতে গুলিবিদ্ধ মালালা ইউসুফজাই বিয়ে করল পাকিস্তানী নাগরিক আসার মালিককে । মালালা ২০১৪ সালে নোবেল জয়ী এবং নারী শিক্ষা ও নারী অধিকার কর্মী । স্কুল যাওয়ার পথে মালালাকে পাক তালিবান মুখে গুলি করে নারী শিক্ষা নিয়ে তর্ক করার অপরাধে । প্রানে বেচে যায় মালালা এবং দেশ ছাড়ে আমেরিকার উদ্দেশ্যে । মালালা একজন দেশ ছাড়া বা রাষ্ট্রহীন বালিকা এখন পূর্ণ মহিলা । এই সাহসী যোদ্ধাকে সন্মানিত করেছে নোবেল কমিটি । নোবেল পুরস্কার কমিটির সদস্য থেকে এ আর রাহমান, প্রিয়াঙ্কা চোপড়া, গ্রেটা থুনবার্গ, ক্যাটরিনা কাইফ—বিশ্বের বড় তারকারা মালালা-আসার নবদম্পতিকে জানাচ্ছেন শুভেচ্ছা। অন্য দিকে এর বিপরীত চিত্রও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিছুকাল আগে মালালা বিয়ে নিয়ে প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ হয়েছিল । আমি নিজেই আশ্চর্য হয়ে বলেছিলাম পশ্চিমাদের পাল্লায় পড়েছে !! যাক পশ্চিমা ভুত কাধ থেকে নেমেছে তাহলে । এখন স্ত্রেট কাট মুলতানি গৃহবধু । আসার এবং মালালার প্রাক বিবাহ সম্পর্ক দুই বছর চলছিল । কম বয়েসিদের মুড সুইং হতেই পারে আবার মুড ফিরতেও পারে । তবে আসার যে মালালাকে ছক্কা মেরে গ্যালারিতে বিয়ের চেয়ারে বসিয়ে দিয়েছে তাতে কোন সন্দেহ নেই । আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক। গত বছরের মে মাস থেকে সে এই দায়িত্ব পালন করছে । আসারএকটি খেলোয়াড় ব্যবস্থাপনা সংস্থাও চালান। আসার মালিক পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজম্যান্ট সায়েন্সেস (এলইউএমএস) থেকে ২০১২ সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
মালালা আসার সুখী হোক তাদের জীবনে । দোয়া ।।





ছবিঃটুইটার , প্রথম আলো

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৮

খায়রুল আহসান বলেছেন: নবদম্পতির জন্য শুভেচ্ছা!

১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


২/১ বচর আগে, সরকারীভাবে পদক্ষেপ নিয়ে, কোন বাংলাদেশী যুবকের সাথে তার বিয়ের ব্যবস্হা করার দরকার ছিলো; আমাদের ২টি নোবেল হয়ে যেতো; চোর গেলে বুদ্ধি বাড়ে।

১১ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

শাহ আজিজ বলেছেন: হা হা হা B-)






কেয়া আইডিয়া B:-/

৩| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শুখে থাকুক

১১ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩১

শাহ আজিজ বলেছেন: শুখে নয় সুখে থাকুক :`>

৪| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শ আর জ নিয়ে বড় ঝামেলায় আছি।মনোযোগ দিয়ে শিখিনাই কোন দিন।সহজ কোন উপায় আছে কিনা সেটাও জানি না।

১২ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০১

শাহ আজিজ বলেছেন: হুম , বাংলা কি বোর্ড এখনো পরিপূর্ণ হতে পারেনি ।

৫| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ২:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: কিছু দিন আগে বলা কথার মমার্থ যাচাই করতেই কি বিয়ে?

১২ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০২

শাহ আজিজ বলেছেন: মনে হচ্ছে মেসেজ টা আসারকেই দিয়েছিল ।

৬| ১২ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সেকেন্ড নোবেলটা কি আমাদের অধরাই রয়ে যাবে ? =p~
(চাঁদগাজীর কমেন্ট দ্রষ্টব্য)

১২ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০৯

শাহ আজিজ বলেছেন: সম্ভবত আর কোন নোবেল আমরা পাব না কারন একজন নোবেল লরিয়েটকে কাঠগড়ায় পর্যন্ত উঠিয়েছি আমরা । অপমান করেছি এবং কার নোবেল পাওয়া উচিত সে সিদ্ধান্ত পর্যন্ত দিয়েছি ।

এ আর রাহমান , প্রিয়াঙ্কা , ক্যাটরিনা যে নোবেল কমিটির সদস্য তা আগে জানতেন ? আমি জানতাম না । মালালা ইস্যু পড়তে গিয়ে জানলাম ।

৭| ১২ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



একজন নোবেল বিজয়ীর বিয়ে নিয়ে দামী মন্তব্য না করলে মন্তব্যের কোন মানই থাকে না।

১২ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১০

শাহ আজিজ বলেছেন: তথাস্ত । জ্ঞানীর মান রক্ষা করতে হবে ।

৮| ১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমস্যা হোল সেলিব্রেতি জুটিগুলি বেশীদিন টেকসই হতে চায় না।

১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

শাহ আজিজ বলেছেন: এটা টিকবে মনে হয় কারন দুইটাই পাকি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.