|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ঢাকার একটি হোটেলে বালিকা ধর্ষণের বিচারের রায় দিলেন বিচারক এভাবে - পুলিশ যেন ধর্ষণের তিন দিন পার হয়ে গেলে কেস গ্রহন না করে । কি সাংঘাতিক বিচার রে বাবা !! এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে টেকনিক্যালি ডেড করার বন্দোবস্ত করলেন এই বিচারপতি । ধর্ষকরা এখন দাত কেলিয়ে ধর্ষণ করে খোদ ভিকটিমকে ৩ দিন বাদে কোলে করে থানায় যাবে । পুলিশ বলবে মারহাবা মারহাবা । 
এভাবেই সমাজ পতনের ইঙ্গিত পাওয়া যায় । নিজের গা হাত পা ছুয়ে দেখলাম নাহ ফিলিংস ঠিক আছে । আমি মানুষ এবং আমার প্রতিবাদের কণ্ঠ সোচ্চার । আইনমন্ত্রী এই বিচারকের অপসারন চেয়েছেন ।
আমরাও চাইছি এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি ।
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:১০
১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:১০
শাহ আজিজ বলেছেন: ক্ষয় আগে থেকেই শুরু হয়েছে এখন বুম করার পালা ।
২|  ১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৪২
১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন: 
এই বিচারকের সাধারণ জ্ঞান, সমাজিক ও মানবিক গুণাবলির অভাব ছিলো।
  ১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৫৩
১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: কি যোগ্যতায় এরা বিচারিকের দায়িত্ব পালন করেন । এখন দাবি উঠবে বিচার বিভাগ আলাদা করার , পুলিশও আলাদা হবে । তাহলেই অসৎ রাজনিতিকের খপ্পর থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রক্ষা পাবে ।
৩|  ১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৫৪
১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৫৪
সোহানী বলেছেন: গতকালই নেটফ্লিক্স এ আনভিলেইবেবল দেখছিলাম। ধর্ষনের সাত বছর পর অন্য একটা মামলার ভিত্তিতে আগেরটা বিচারের আওতায় আনে।
 আর আমরা!! বলেন মারহাবা!! এ বিচারক মনে হয় মাল বেশী খেয়ে টাল হয়ে গেছে!!!
  ১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৫৭
১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৫৭
শাহ আজিজ বলেছেন: গাঞ্জা খাইছে , মালে গন্ধ বাইরায় । বাবা বা ডাইল , হতেও পারে ।
৪|  ১৩ ই নভেম্বর, ২০২১  রাত ১০:৪৪
১৩ ই নভেম্বর, ২০২১  রাত ১০:৪৪
সোনালি কাবিন বলেছেন: ফৌজদারি অপরাধ তো তামাদি আইনের আওতায় পড়ে না।
  ১৩ ই নভেম্বর, ২০২১  রাত ১০:৪৭
১৩ ই নভেম্বর, ২০২১  রাত ১০:৪৭
শাহ আজিজ বলেছেন: সেটা ওরা বুঝবে । আপনি টেকনিক্যাল প্রস্ন করে আমাকে হাবা বানাবেন না ।
৫|  ১৪ ই নভেম্বর, ২০২১  রাত ৩:৫৭
১৪ ই নভেম্বর, ২০২১  রাত ৩:৫৭
নেওয়াজ আলি বলেছেন: চরম অবিচার বিচারপতি করলো
  ১৪ ই নভেম্বর, ২০২১  সকাল ১০:১৭
১৪ ই নভেম্বর, ২০২১  সকাল ১০:১৭
শাহ আজিজ বলেছেন: হুম তাই ।
৬|  ১৪ ই নভেম্বর, ২০২১  সকাল ৯:৩০
১৪ ই নভেম্বর, ২০২১  সকাল ৯:৩০
বিটপি বলেছেন: বিচারক নিজেই সিরিয়াল ধর্ষক - এই ব্যাপারে কোন সন্দেহ নাই। নিজে বা তার গুণধর সন্তান যাতে ভবিষ্যতে ফেঁসে না যায় - এইজন্য এরকম রায়। আমি চিন্তা করি আপন জুয়ালার্সের মালিক দিলদার, সে কতটা ক্ষমতাশালী! ২০০৩ সালে আপন থেকে এক জোড়া চুড়ি কিনেছিলাম - তার জন্য এখনো আফসোস করি। 
এই বিচারককে ধিক্কার জানাই। ওনার ছেলেমেয়েদের কাছে অনুরোধ থাকবে - এরকম জঘন্য মানসিকতার পিতার কাছ থেকে দূরে থাকার জন্য। সমাজকে নষ্ট করার জন্য এরকম দু-একজন বিচারক আর তদন্ত কর্মকর্তাই যথেষ্ট।
  ১৪ ই নভেম্বর, ২০২১  সকাল ১০:১৬
১৪ ই নভেম্বর, ২০২১  সকাল ১০:১৬
শাহ আজিজ বলেছেন: রাজনৈতিক বিচারে ঐ পদে বসেছেন । বিচার বিভাগ আলাদা করা জরুরি ।
৭|  ১৪ ই নভেম্বর, ২০২১  সকাল ১০:১৫
১৪ ই নভেম্বর, ২০২১  সকাল ১০:১৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: তার রায়ে যা লিখা আছে সেখানে অনেক কন্ট্রাডিকশন আছে।তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন আছে।
  ১৪ ই নভেম্বর, ২০২১  সকাল ১০:১৮
১৪ ই নভেম্বর, ২০২১  সকাল ১০:১৮
শাহ আজিজ বলেছেন: আইনমন্ত্রী কি করেন দেখা যাক ।
৮|  ১৪ ই নভেম্বর, ২০২১  বিকাল ৪:৫৫
১৪ ই নভেম্বর, ২০২১  বিকাল ৪:৫৫
ঢাবিয়ান বলেছেন: বিচারে সাজা দেয়া হলে বরং হতবাক হয়ে যেতাম
  ১৪ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৪৭
১৪ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: হা হা হা  ,চমৎকার বলেছেন  
৯|  ১৪ ই নভেম্বর, ২০২১  রাত ১০:৫৫
১৪ ই নভেম্বর, ২০২১  রাত ১০:৫৫
জ্যাকেল বলেছেন: এই দেশে ডেসপারেট না হইলে কেউ ধর্ষনের বিচার চাইতে আসে না। শ খানেক মানুষের সামনে অশ্লীলভাবে ধর্ষিতা নারীকে যেইভাবে প্রশ্ন করা হয় সেইখানে ধর্ষণের ষোলকলা পূর্ণ হয়। তাই অনেকে ধর্ষন বিচারালয়ে আসে না।
  ১৪ ই নভেম্বর, ২০২১  রাত ১১:২৭
১৪ ই নভেম্বর, ২০২১  রাত ১১:২৭
শাহ আজিজ বলেছেন: হুম , খুবই সত্য কথা । শয়ে ৯৯ টা ধর্ষণ রিপোর্ট হয়না ।
১০|  ১৫ ই নভেম্বর, ২০২১  সকাল ৮:৫৯
১৫ ই নভেম্বর, ২০২১  সকাল ৮:৫৯
বিটপি বলেছেন: আমি দুঃখিত বিচারককে পুরুষ মনে করেছিলাম। আকাশ থেকে পড়েছি, যখন জানতে পেরেছি বিচারকের নাম কামরুন্নাহার। এটা কিভাবে সম্ভব বলুন তো? একজন নারী বিচারকের পক্ষে কিভাবে সম্ভব এমন একটা রায় দেওয়া?
  ১৫ ই নভেম্বর, ২০২১  সকাল ৯:২৭
১৫ ই নভেম্বর, ২০২১  সকাল ৯:২৭
শাহ আজিজ বলেছেন: আমিও গতকাল জানলাম , অবাক হলাম । মেয়েরা এখন মায়ের জাত আর নেই ।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:০২
১৩ ই নভেম্বর, ২০২১  রাত ৯:০২
নতুন বলেছেন: বুঝতে পারলাম না বিচারক কিভাবে ৭২ ঘন্টার পরে মামলা না নিতে বললেন?
পুলিশ অপরাধ প্রমানের জন্য দরকারী প্রমান যোগাড় করতে পারেনাই। কিন্তু সেটার উপরে কথা না বলে নারী আগেই সেক্সচুয়লী একটিভ ছিলো আর ৭২ ঘন্টা পরে ধর্ষনের মামলা না নিতে বলা বিচারকের কাজ না।
আমাদের দেশের অপরাধার বিচার হয় না বলেই অপরাধ বেশি।