নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সুত্রধরের সুত্র এবং সন্তান আগমনী এলান

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৭





ঢাকা চলচ্চিত্রের অভিনেত্রী শিমু খুন হয়েছেন এবং খুনি স্বামী ধরাও পড়েছেন । অপরাধীরা সবক্ষেত্রে কিছু ক্লু ফেলে যায় এবং দুঁদে গোয়েন্দারা অপরাধের সুরাহা করেন ঐ ক্লু থেকে । পুলিশ শিমুর মরদেহ মেডিক্যালে রেখে তদন্তে নামলেন । তারা শিমুর বাসা চক্কর দিয়ে তাদের গাড়ি চেক করতে গিয়ে তীব্র ব্লিচিংএর গন্ধ পেলেন । গাড়ির পিছনে একগাদা সুতলি পেলেন যা মরদেহ বাঁধা বস্তার সাথে অবিকল একইরকম । এরপর পুলিশকে বেশি কিছু করতে হয়নি । চাপ দিতেই স্বামী খুনের কথা স্বীকার করলেন । আমাদের পুলিশের বিবিধ অপরাধের তদন্ত করার জন্য এই পুলিশের অনুসন্ধান পদ্ধতি শিক্ষণীয় হবে। পুলিশ শিমুলের আঙ্গুলের ছাপ সার্ভারে মিলিয়ে নাম ঠিকানা প্রথমেই জেনে গিয়েছিল । দেশে সবার আঙ্গুলের ছাপ সরকারের কাছে থাকা উচিত ।
পরীমনি ঘটা করে সিনেমা থেকে দেড় বছর ছুটি নিচ্ছেন । তিনি সন্তান সম্ভবা । আগামি দেড় মাসে দুটি ছবির কাজ শেষ করবেন । পেচিয়ে গেল ব্যাপারটা , এখনই রেস্টের সময় , নবজাতকের নিরাপত্তায় । গেল অক্টোবরে তার বিয়ে হয়েছে এবং ব্যাপারটি চেপে রাখা হয়েছিল । সেলিব্রিটিদের ব্যাপার স্যাপার আলাদা । ধর্ষিতা না হয়েও ধর্ষণ মামলা করেছিলেন । না জানি সামনে কি আছে ---------------------।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৬

বিটপি বলেছেন: এদেশে প্রফেশনাল খুনী নেই বললেই চলে তাই পুলিশ একটু চেষ্টা করলেই যে কোন খুনের হদিস বের করতে পারবে। কিন্তু তাহলে খুনী আর নিহতের পরিবারের সাথে লেনদেন তো আর হবেনা - তাই তদন্ত এক পর্যায়ে এসে আর আগায় না।

১৯ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

শাহ আজিজ বলেছেন: কিছু পুলিশ বেশ ইনোভেটিভ । এদের বেশি করে ট্রেনিং দেওয়া উচিত ।

২| ১৯ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: পরীমণি আশা করি দেড় বছর পর আবার নতুন উদ্যমে সিনেমায় ফিরে আসবেন যদি না তিনি আবার সন্তান সম্ভবা হয়ে পড়েন সেই সময়।

১৯ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪০

শাহ আজিজ বলেছেন: ওর কোন স্টেশন নেই । জেল এড়াতে সন্তান ধারন বলেই মনে হয় ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

সভ্য বলেছেন: এরা কেমন স্বামী যে বউকে মেরে ফেলে, আজব লাগে, এমন বউকে সোনা দিয়া বান্ধাইয়া রাখতাম।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: এসব মিডিয়ার লোকেদের আন্তঃ কোন্দল বেশি । সোনা গোছাইয়া রাখেন , বলা যায় না কখন লাইগা যায় ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর পোস্ট

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৫

সোবুজ বলেছেন: অপরাধী কোন একটা প্রমান রেখে যায়,প্রয়োজন সেটা খুঁজে বের করা।ভারতে সিআইডি একটা সিরিজ দেখাতো, সেখানে এমন অনেক দৃশ্য আছে।
দৃষ্টান্ত মুলক শাস্তি কামনা করি।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩২

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশে সাম্প্রতিক পদ্ধতি বাইও মেট্রিক পদ্ধতি । আগেও খালি চোখে হাতের ছাপ মেলাত গোয়েন্দারা ।

৬| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০৬

শায়মা বলেছেন: এত বোকা খুনি। খুন করে আবার সেই সুতা গাড়িতেই রেখে দিসে। একেই বলে নিয়তী।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: ডরে হুশ আছিল না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.