নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুরে বিবিসি ঘোষণা দিল ইংল্যান্ড কোভিড কে আর বিপজ্জনক ভাইরাস হিসাবে দেখছে না । ওমিক্রনের পিক আওয়ার চলে গেছে । কাল থেকে বাসায় বসে অফিস নয় এবং আগত বৃহস্পতিবার থেকে অফিস থেকে মাস্ক প্রত্যাহার করে নিচ্ছে । খুব সুখবর কিন্তু আতঙ্ক এই যে নতুন কোন ভ্যারিয়ানট হাজির না হয়ে বসে । ফাউসি তো একধাপ এগিয়ে কোভিড কে নির্বাসনে পাঠালেন ।
দেশে সংক্রমনের মাত্রা তীব্র কিন্তু মৃত্যুহার কম । আশাকরি আমরাও মাস্কহীন জীবন পেতে যাচ্ছি ।
করুনাময়ের দয়া হোক ।
২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬
শাহ আজিজ বলেছেন: দোয়া করি সবার জন্য ।
২| ২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: মানুষ মরতে অভ্যস্ত হয়ে গেলে কোন কভিটকেই তারা আর ভয় পাবে না।
২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৭
শাহ আজিজ বলেছেন: যেমন বাংলাদেশ ------------------------------------------
৩| ২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সকলের মঙ্গল হোক।
২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৪
শাহ আজিজ বলেছেন: সবাই ভাল থাকুক।
৪| ২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭
শায়মা বলেছেন: এর থেকে আর বড় সুখবর নাই।
২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৯
শাহ আজিজ বলেছেন: হুম ম ম ম ম ম তাই ---------
৫| ২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৭
জুন বলেছেন: মাস্ক তুলে দেবে মানে কাল নাকি পরশুই তো পেপারে দেখলাম লিখছে মাস্ক পরা নারী পুরুষ নাকি একে অপরের কাছে ভীষণ আকর্ষণীয়
তারপর শাহ আজিজ ভাই এখন কেমন আছেন?
২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৫
শাহ আজিজ বলেছেন: মানে মাস্কের ব্যাবহার বন্ধ হবে । মাস্ক ময়লা দাত ঢাকে , দুর্গন্ধ দূর করে ------------- বহুরূপী চরিত্র ঢাকা যায় -----আরও কত কি
আমি ভাল আছি , ধীরে হাটি ।
৬| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০
সাড়ে চুয়াত্তর বলেছেন: মৃত্যুহার অনেক কম এটা সুখবর। ভয় হোল নতুন কোন ভেরিয়েনটের আবির্ভাব যদি ঘটে তবে নতুন বিপদ। ইংল্যান্ড সাহস দেখালে অনেক দেশই ওদের অনুসরণ করবে।
২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭
শাহ আজিজ বলেছেন: আজ দেশে শনাক্ত ১০০০০ ! তবে বুস্টার নেওয়া কেউ নাকি নেই রোগীদের মধ্যে ।
৭| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪
সোবুজ বলেছেন: ঢাকায় রাস্তায় বের হলে মাস্ক পড়ে থাকাই ভাল।ঢাকার বাতাস ভাল না।
২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯
শাহ আজিজ বলেছেন: এখনো দেশ থেকে মাস্ক তুলে দেবার সময় আসেনি বরং পরার সময় চলছে ।
৮| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
জুল ভার্ন বলেছেন: মাস্ক তুলে নেওয়া সমুচিত হবে না।
২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৫২
শাহ আজিজ বলেছেন: ওইটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথা ।
৯| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:০২
জুন বলেছেন: লাওসে যে বছর সোয়াইন ফ্লুর আগমন ঘটেছিল তখন থেকেই লাওরা ঘরের বাইরে মাস্ক ব্যবহার শুরু করে তা আর বন্ধ হয় নি। এর ফলে লাওসে মহামারী কোভিডের আক্রমণ ও আঘাত খুবই কম দেখা গেছে। সুতরাং মাস্ক কিন্তু বাংলাদেশের জন্যও সব সময় পরা উচিত বিশেষ করে ভয়াবহ বায়ুদুষনের কারনে। ব্যাংককেও বায়ু দুষনের জন্য কোভিডের আগে থেকেই অনেকে মাস্ক পরতো। এখন তো মাস্ক ছাড়া কাউকে দেখা যায় না।দেখলে সাথে সাথে ২০০০ বাথ জরিমানা।
২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৫২
শাহ আজিজ বলেছেন: যেহেতু আমাদের প্রাকটিস নেই তাই গাছাড়া ভাব । সরকারেরও কৌশলের অভাব বা সদিচ্ছা নেই । ঢাকায় ১ কোটি মাস্ক বিতরন করা হোক । জী ডি পি আর রিজার্ভ গলা ফাটাইয়া কইলেও এইখানে কবি নিরব । কান ধইরা দাঁড়াইব তবুও মাস্ক পরব না ।
১০| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: করোনা জলদি গেলে
মানুষ মরা শুরু না হইলে
লকডাউন না দিতে পারলে
গ্যাস তেল চাল আলু পিয়াজের দাম বাড়ানো যাবে না । ব্যবসায়ীরা মানবে ?
প্রথম টিকাই পাইনি , আপনি বুস্টারের কথা বলছেন ??
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৪
শাহ আজিজ বলেছেন: হুম , ব্যাপারটা আসলেও তাই ।
ষাটোর্ধ হওয়ায় বুস্টারও পেয়ে গেছি ।
১১| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশে ডেল্টা ভেরিয়েন্টের সংখ্যাই সর্বোচ্চ।
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৫
শাহ আজিজ বলেছেন: মৃত্যুহার দেখে মনে হচ্ছে ডেলটাও দুর্বল হয়ে গেছে ।
১২| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৯
স্প্যানকড বলেছেন: ন্যাংটার ডর নাই ! দেশ থাইকা মেলাকিছু উঠায় নেয়া দরকার। শুধু এক পিস কাপড় ! এ বড্ড খারাপ দেখায়। ভালো থাকবেন।
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০২
শাহ আজিজ বলেছেন: হুম
১৩| ২১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৫:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
আমরা করোনার চেয়ে শকিশালী।
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০১
শাহ আজিজ বলেছেন: ছিঃ এসব বানী ঝাড়তে হয়না ।
১৪| ২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৩
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
জুন এর ৫নং মন্তব্য পড়ে হাসলুম। মাস্ক পরা নারী পুরুষ একে অপরের কাছে ভীষণ আকর্ষণীয় হলে মাস্ক পড়ে থাকাই তো ভালো।
জুন এর ৯ নং মন্তব্যের সাথেও সহমত - "মাস্ক কিন্তু বাংলাদেশের জন্যও সব সময় পরা উচিত বিশেষ করে ভয়াবহ বায়ুদুষনের কারনে।" এর সাথে যোগ হবে " ঘন বসতি" ও "জন সমাগন" এর কারন।
২১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫
শাহ আজিজ বলেছেন: লিপস্টিক এলো মেলো হবে বলে অনেকেই মাস্ক পরেননা । তাছাড়া অজানা আকর্ষণ কাজ করে - কেমন হবে দেখতে মানুষটি - আকাংখিত বা ছ্যাকা খাওয়ার মত ।
ঢাকাতে বায়ু দূষণ মেশিন বসালে কিছুটা হলেও কাজে দেবে । ১০ মিরপুর, ফার্মগেট , শাহবাগ , গুলিস্তান , বাংলাদেশ ব্যাঙ্ক , কমলাপুর রেল স্টেশন , সায়দাবাদ , সদরঘাট ইত্যাদি । সাথে মাস্ক তো থাকছেই ।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমাদের ফরিদ ভাই বলেছেন, মহাজাগতিক চিন্তা বলেছেন: মানুষ মরতে অভ্যস্ত হয়ে গেলে কোন কভিটকেই তারা আর ভয় পাবে না।
দিনশেষে আওয়ামীলীগ যখন বিশ্বের উন্নত দেশ হিসেবে নিজেকে ভুলবাল প্রমাণ দিতে চাইবে ঠিক তখন এরকম বাণীই বলবে।
আবারো ফরিদ ভাইকে ধন্যবাদ; সুন্দর একটি কথার জন্য।
২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২
শাহ আজিজ বলেছেন: যা কইছেন ভাই
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি সোমবার থেকে সব স্বাভাবিক করা হবে বলা হয়েছে।
আমাদের জন্য দোয়া করবেন।