নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিনাকী তার বয়স্ক বন্ধুকে সুইডেনে কয়েক দফা কল করে ব্যারথ হল । পরে তার বন্ধুই পিনাকিকে কল করে বলল আমরা ভাল কিন্তু আতঙ্কে আছি। তাই বাড়ির নিচে বাঙ্কারে থাকছি নিউক্লিয়ার আতঙ্কে । পুতিন নামক খাটাশকে কেউ বিশ্বাস করছে না । খোদ রাশিয়া থেকে সামর্থ্যবান লোকেরা আইসল্যান্ডে পালিয়েছে । ন্যাটো বেশ চালাকি করে নো ফ্লাই জোনের প্রস্তাব দিলে জেলেনেস্কি তা প্রত্যাখ্যান করেছে । ইউক্রেনেই ১৭ পারমানবিক স্থাপনা আছে । এর দুটো বিস্ফোরণ হলে সারা ইউরোপ আক্রান্ত হবে । ৪০ মাইল কনভয় বহর সেই ঠায় দাড়িয়ে আছে । কিছু একটা কু উদ্দেশ্য আছে । পোল্যান্ড ২৫ হাজার বাড়ি ভাড়া করেছে শরণার্থীদের জন্য । বিবিধ ওয়েলফেয়ার হাড়ি পাতিল আর পানির জার নিয়ে মাঠে নেমেছে । একটা মহাযজ্ঞ চলছে । ভারতিয়দের জন্য সরকার ১৭ টি ফ্লাইট পরিচালনা করবে পুরো সপ্তা জুড়ে । মস্কো, নিউইয়র্ক , লন্ডন , জর্জিয়ায় প্রতিবাদ সমাবেশ মিছিল চলছে । আপনার কি মনে হয় খাটাশ পুতিন পরাজিত হলে ধরা দেবে ? না , আত্মঘাতী হবে নিশ্চিত ।
যথা নিয়মে রুশ সেনারা যেসব জায়গা দখল করেছে সেখানে ব্যাপক ধর্ষণ চালিয়েছে ।
পুতিন শুওর নিপাত যাক ।
০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: রাশিয়া ইউরোপ আর এশিয়ার ব্যাপক জায়গা জুড়ে আছে । তার সহায় সম্পদ অনেক । এখন প্রাক্তন সোভিয়েত ফর্মে ফিরে যাওয়ার শখ । কিন্তু যুদ্ধাস্ত্র ইউরোপ আর আমেরিকার বেশি উন্নত স্তরের । এবার হয়ত তারই খেলা হবে । কিম উন জন কে আমি কাউনট করিনা । ব্যাপক জনসমর্থন না থাকলে সব একনায়কের পতন হতেই হবে ।
২| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
ব্যাপক ধর্ষণ বলতে?
০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: গন ধর্ষণ ।
৩| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৬
এইচ তালুকদার বলেছেন: আমার মনে হচ্ছে পুতিন এর যুদ্ধ টা ঠিক ইউক্রেনের সঙ্গে নয় বরং তার লক্ষ ন্যাটো ও পশ্চিমা জোট খুব সম্ভবত এ কারনেই রুশ সেনা ও বিমান বাহিনীর সবচেয়ে চৌকষ অংশ এখনো এই যুদ্ধে অংশ গ্রহন করে নি,
০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪০
শাহ আজিজ বলেছেন: পূর্ব ইউরোপের প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রগুলো যেন ন্যাটো তে ভিড়ে না যায় এই শংকায় পুতিন ত্রান কর্তা হতে চাইছে ।
৪| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৮
এইচ তালুকদার বলেছেন: নো ফ্লাই জোন এর দাবি ইউক্রেনই তুলেছে যা আমেরিকা ও ন্যাটো প্রত্যাখ্যান করেছে
০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪০
শাহ আজিজ বলেছেন: আমি আবার চেক করে দেখব ।
৫| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৬
সোনাগাজী বলেছেন:
ইউক্রেনে যারা ন্যাটো বিরোধী ছিলো, তারা এখন রাশিয়া বিরোধী হবে চিরকালের জন্য।
০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪২
শাহ আজিজ বলেছেন: তাইই হবে মনে হচ্ছে । মুক্ত জীবন সবার কাম্য ।
৬| ০৬ ই মার্চ, ২০২২ ভোর ৬:৩৯
সোবুজ বলেছেন: যুদ্ধে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।লাভ হয় তৃতীয় পক্ষের।
০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: হুম , সেটাই হবে ।
৭| ০৬ ই মার্চ, ২০২২ সকাল ৮:১৭
নেওয়াজ আলি বলেছেন: পিনাকী এবং উনার বন্ধু ইউরোপ থকে গাজী ভাই আমেরিকায় আর আর আমরা বাংলায় জিনিসপত্রের দামের আগুনে এমনি পুড়ে মরবো
০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: কিসের মধ্যে কি টেনে নিয়ে এলেন ।
৮| ০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:১৫
শেরজা তপন বলেছেন: ওরা এ দেশ ভাগ করেনি দেয়নি কোথাও খড়ির দাগ
নেতারা সব ঝগড়া করেন জলে কুমির ডাঙ্গায় বাঘ।।
০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: ভাল হয়েছে , ভাল আছেন ?
৯| ০৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৪
বিটপি বলেছেন: এক আমেরিকান স্বামী তার রাশিয়ান স্ত্রীকে রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে ব্যাপক ঝাকানাকা করে শুয়ে পড়ল। স্ত্রী কোন উত্তর না দিয়ে রান্নাঘর থেকে ইয়াবড় এক ছোরা এনে খাটের পাশে রেখে বলল - চলো ঘুমিয়ে পড়ি। স্বামী বেচারার তো অবস্থা খারাপ। বলে, এই ছোরা পাশে রেখে আমি ঘুমাবো কিভাবে?
উত্তরে স্ত্রী বলল "তাহলে ন্যাটোকে পাশে রেখে রাশিয়া কিভাবে ইউক্রেনের সাথে ঘুমাবে?"
০৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩০
শাহ আজিজ বলেছেন: হা হা হা
বাহ চমৎকার উদাহরন ।
১০| ০৬ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: সেদিন কোন একটা নিউজ চ্যানেলে দেখতেছিলাম সাংবাদিক বলছেন সবাই নাকি পাতাল রেল স্টেশনে পোটলাপুটলি নিয়ে এসে বসে আছে। কিন্তু তিনি কাউকে দেখাতে পারেন নাই পোটলাপুটলি নিয়ে এসে বসে আছে!
আচ্ছা, ঐ দেশ গুলিতে কি মানুষ প্রচুর পরিমানে বাঙ্কার বানিয়ে রাখে। আমাদের দেশে কয়টা বাঙ্কার আছে?
০৬ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: চীন থেকে রাশিয়া হয়ে ইউরোপের প্রায় সব বিল্ডিঙে আন্ডারগ্রাউনড ফ্যাসিলিটি রাখে । এগুলো বিবিধ কাজে ব্যাবহার হয় । এখন ব্যাবহার হচ্ছে বোমা এবং তেজস্ক্রিয়া থেকে বাচতে । আমি দেখেছি মেট্রো রেলের পাতালে মানুষ বিছানা পেতে শুয়ে আছে । আমাদের দেশে গাড়ির জন্য পাতাল ব্যাবস্থা আছে আর থাকতে পারে প্রেসিডেন্ট হাউস এবং সংসদ ভবনের পাতাল ব্যাবস্থা বিশাল ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:১০
ঢাবিয়ান বলেছেন: কিম ঊন জং নামক উন্মাদকে কিন্ত ঠিকই প্রতিহত করতে পেরেছিল পশ্চিমারা। কিন্ত এইবার মনে হচ্ছে আম্রিকা চাচ্ছে এভাবে যুদ্ধ করে করে রাশিয়া দুর্বল হয়ে যাক। পুতিন মরলে এউ বিশ্বে আমেরিকাই শুধু একক পরাশক্তি হিসেবে থাকবে।