নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যামেরিকার ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকোলা এবং পেপসি জানিয়ে দিলো, তারা রাশিয়ার সঙ্গে আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না।
কোকাকোলা সংস্থা একটি বিবৃতি দিয়ে বলেছে, ''আমদের হৃদয় সেই সব মানুষের পাশে আছে, যারা ইউক্রেনে চেতনাহীন কাজের শিকার।''
সোভিয়েত জামানাতেও সেখানে পেপসি-র পানীয় পাওয়া যেত। কিন্তু রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর তারাও জানিয়ে দিয়েছে, দুধ ও বেবিফুড ছাড়া অন্য পানীয়ের বিক্রি তারা বন্ধ রাখছে।
এই দুই অত্যন্ত জনপ্রিয় ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার এই ঘোষণার ফলে রাশিয়ায় এখন আর কোক, পেপসি পাওয়া যাবে না।
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
শাহ আজিজ বলেছেন: ন্যাটো , কম্যুনিস্ট , আল্লামা কেউই ভাল না ।
২| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪২
অক্পটে বলেছেন: নো সমস্যা এগুলো ছাড়াও জীবন দিব্যি চলে। এগুলো জীবনের এক্সট্রা নিড। কাল দেখলাম এই পৃথিবীর একজন শিশু ঘাস খাচ্ছে। খাদ্য নেই পানি নেই ঘাস খাওয়াটাকে কি মনে করছেন।
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
শাহ আজিজ বলেছেন: যাদের কোকের অভ্যাস তারা তা ছাড়তে পারে না ।
৩| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫১
বাকপ্রবাস বলেছেন: ইউরোপে কাশ্মির ফিলিস্তিনের মতো শান্তি বয়ে আনুক
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
শাহ আজিজ বলেছেন: তাইই আসুক ।
৪| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিকই আছে।
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
শাহ আজিজ বলেছেন: নাহ , এতো নিষ্ঠুর হবেন না ।
৫| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৩
সোনাগাজী বলেছেন:
রাশিয়ানরা শক্ত জাতি,ওরা পেপসি ও কোক ছাড়া বাঁচবে; কিন্তু ইডিয়ট কোক ও পেপসি কি ভেবেছে যে, ইহাতে যুদ্ধ বন্ধ হবে, নাকি এই খারাপ সময়ে কিছু "সাধারণ" রাশিয়ান চাকুরী হারাবে?
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
শাহ আজিজ বলেছেন: পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মনে হয় সীমিত সমাধান আসতে বাধ্য ।
৬| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৮
সোবুজ বলেছেন: রাশিয়া কমিউনিষ্ট না।সোভিয়েত ছিল কমিউনিষ্ট। রাশিয়া কট্টর পুঁজিবাদী দেশ।চীনের অর্থনীতিও পুঁজিবাদী শাসন করছে কমিউনিষ্ট পার্টি।এটা স্ববিরোধী।
০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:০৮
শাহ আজিজ বলেছেন: পুরা শরীর পুঁজি দিয়া ভরা , শুধু ল্যাঞ্জা টা কমিউনিজম দিয়া ঠাসা ।
৭| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হিপোক্রেসির একটা লিমিট থাকে। রাশিয়ার ইউক্রেন আক্রমণে এখন তাদের মানবতা উথলে উঠছে। আর যখন আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন পুড়াইয়া দেয়, তখন কোনো মানবতার প্রশ্ন ওঠে না সেখানে। কুকুকুলু না খাইলে কি রাশিয়ার লুক ম্রা যাইব? বা সৈনিকরা শক্তি হ্রাইয়া ফালাইব?
০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:০৬
শাহ আজিজ বলেছেন: তা ঠিক তা ঠিক সোনা ।
৮| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৫
প্রামানিক বলেছেন: কোক পেপসি কোন জাতিয় খাবার না এগুলো বন্ধ রাখলেও ক্ষুধায় কেউ মারা যাবে না।
০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:০৯
শাহ আজিজ বলেছেন: হায়রে পোড়ামানিক , কোক দিলে লাফ দিয়া খাইবেন হে হে হে
৯| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:১৪
এইচ তালুকদার বলেছেন: আলুর জুস বাদ দিয়ে রাশিয়ান রা খুব বেশী কোক পেপসি পান করে বলে আমার মনে হয় না
০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৯
শাহ আজিজ বলেছেন: একটি আমেরিকান পত্রিকা লিখছে বিশাল বাজার ছিল রাশিয়ায় । কোলা কোম্পানির লস হবে কিন্তু আমেরিকানদের জিদ পূর্ণ হবে ।
১০| ১০ ই মার্চ, ২০২২ রাত ৩:৪৯
সোনাগাজী বলেছেন:
বাইডেন নিজ দেশের লোকের জন্য চাকুরী সৃষ্টি করতে পারছে না, উল্টা াশিয়ানদের চাকুরী বিনষ্ট করছে ডামী।
১০ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: ঠিক তাই । দেখুন রাশিয়া কিছু একটা ড্রিংকস বের করে ফেলবে ।
চীন ৯১ সালে ম্যাক এর বিপরীতে ফ্রাই চিকেন বের করেছিল । খেয়ে দেখি গাছ গাছড়ার গন্ধ । মনে হল আয়ুর্বেদিক কিছু খাচ্ছি । ওটা বন্ধ হয়ে গেল । চীনের জায়গায় জায়গায় ম্যাক আর কোক ।
১১| ১০ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩৬
বিটপি বলেছেন: বাঙালিরা প্রাণ কোলা বের করে, মোজো বের করে। আর রাশিয়ানরা কোক পেপসির বিকল্প বের করতে পারবেনা? যতসব বুজ্রূকি! ভালোই হল। রাশিয়ার আভ্যন্তরীণ বেভারেজের বাজার সম্প্রসারিত হবে।
সোনাগাজী, রাশিয়ানরা চাকুরির জন্য আমেরিকানদের উপর নির্ভরশীল নয়। ভোগ্যপণ্যের বাজার থাকলে তারা নিজেরাই উৎপাদন করতে সক্ষম।
১০ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫২
শাহ আজিজ বলেছেন: ওরা ভদকার আপগ্রেড কিছু একটা করতে পারে । কাল মস্কোতে একটি ম্যাক আউটলেটের বাইরে যে লম্বা ভিড় দেখাল , তাজ্জব হয়ে গেলাম । আশা করি তারা পুতিন জুস খাবে অচিরেই
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১৬
সোবুজ বলেছেন: রাশিয়ানদের ভাতে মারবে পানিতে মারবে।কামান বন্দুকেতো পারবে না।ন্যাটো বিশ্বে যত আশান্তির মূল।