নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মা এবং মাতৃত্ব

১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৩



মারিউপোল শহর গুড়িয়ে দিল রাশান দস্যু বাহিনী বোমা মেরে ।

ভাগ্যবতী মারিয়ান্না পোদগুরুস্কায়া । বিধস্ত ম্যাটারনিটি হাসপাতাল দালানের শুরকির নিচে চাপা পড়েছিল মারিয়ান্না । উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করল । মারিয়ান্না গর্ভ ধারনের অ্যাডভানস স্টেজে । স্বেচ্ছাসেবকরা দ্রুত তাকে নিরাপদ স্থানে নিয়ে গেল । হাসপাতাল কর্মীরা তার বাচ্চা ডেলিভারি করাল ঈশ্বরের ইচ্ছায় সুস্থ নিরাপদে ।

সারা দুনিয়ায় ছড়িয়ে পড়লো মারিয়ান্না আর তার নবজাতকের ছবি । সবাই ছিঃ ছিঃ করল ,ঘৃণা প্রকাশ করল রাশানদের প্রতি ।
মা ও শিশু ভাল আছে । তারা এখনো রয়ে গেছে মারিউপোল শহরে , কৃষ্ণ সাগরের কাছে । ঐ ঘটনায় একই হাসপাতাল দালানের নিচে তিনজন সহ একটি শিশু নিহত হয়েছে ।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২২ রাত ৮:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী নিদারুণ ইতিহাসে জন্ম নিচ্ছে নতুন শিশু, আর কেউ কেউ সেখানেই নিমজ্জিত হচ্ছে ধ্বংসস্তূপের নীচে :( :(

১১ ই মার্চ, ২০২২ রাত ৮:০২

শাহ আজিজ বলেছেন: যুদ্ধ একটি অভিশাপ ।

২| ১১ ই মার্চ, ২০২২ রাত ৮:০৫

সভ্য বলেছেন: আমরা যুদ্ধ চাই না, আমরা আলোচনা করে শান্তি চাই।

১১ ই মার্চ, ২০২২ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: তা বোধকরি কখনো সম্ভব হবে না ।

৩| ১১ ই মার্চ, ২০২২ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:


পুটিন, নতুন চেংগিস।

১১ ই মার্চ, ২০২২ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: সব বদদের ছাড়িয়ে গেছে পুতিন ।

৪| ১১ ই মার্চ, ২০২২ রাত ৮:৫৯

সোবুজ বলেছেন: যেকোন যুদ্ধে মানবতা ভুলন্ঠিত হয়।এই যুদ্ধ তার ব্যতিক্রম নয়।

১১ ই মার্চ, ২০২২ রাত ৯:০৬

শাহ আজিজ বলেছেন: সব যুদ্ধেই মানবতা লুণ্ঠিত হয় । যুদ্ধের মধ্যে কোন পবিত্রতা নেই কিন্তু মানুষ সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেদারসে ।

৫| ১১ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৭

গরল বলেছেন: সম্ভবত পুতিন তার সেনাবাহিনীকে অন্যদিকে ব্যাস্ত রাখার চেষ্টা করছে, দেশের ভেতরের কোন্দল দেশের বাইরে নিয়ে গেছে যাতে নিজের গদি সোরক্ষা হয়।

১২ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৯

শাহ আজিজ বলেছেন: আমি রাশিয়ার আভ্যন্তরীণ বিষয় তেমন জানিনা তাই ও ব্যাপারে মন্তব্য করিনি ।

৬| ১২ ই মার্চ, ২০২২ রাত ১২:৫২

স্প্যানকড বলেছেন: বেঁচে থাকলে সামনে আরও খারাপ কিছু দেখবেন খালি অপেক্ষা করেন। আসলে বিশ্বে নেতা আছে প্রচুর কামের নেতা একটাও নাই। সব নিজ ধান্ধায় ব্যস্ত। ভালো থাকবেন।

১২ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: হুম , তাই । শি জি পিং একজন নেতার ছেলে যিনি এখনো তার জোড়াতালি দেওয়া বাড়িটি কাউকে সারতে দেননি । শি এর অভিজ্ঞতা প্রচুর বলেই সে টেনে নিয়ে যাচ্ছে দেশটাকে ।

৭| ১২ ই মার্চ, ২০২২ সকাল ৮:৪৮

বিটপি বলেছেন: এসব ছবি এখন ভাইরাল হচ্ছে। মার্কিন হায়েনাদের হামলায় ইরাকে ধ্বসে পড়া বাড়ির পাশে অসহায় মা-মেয়ের কান্নার ছবি কেউ ভাইরাল করেনি। ইসরাইলী বর্বরদের গর্ভবতী নারীর পেট চিড়ে বাচ্চা বের করে বেয়োনেট খেলার ছবি কেউ তোলেও নি। এক বিক্ষোভ মিছিলে কাশ্মীরে ১৯ জন আন্দোলনকারীর চোখে রাবার বুলেট মেরে অন্ধ করে দেবার নিন্দাও কেউ করেনি।

১২ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৬

শাহ আজিজ বলেছেন: কখন যে কোন বিষয় মাথা চাড়া দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে বোঝা মুশকিল । ইউক্রেনে ইউরোপের পূর্ণ প্রভাব আছে বলেই বিষয়টি প্রচার পাচ্ছে , দৃষ্টি আকর্ষণ করছে ।

৮| ১২ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২০

জগতারন বলেছেন:
প্রিয় নেতা পুতিন ও রাশানদের আমি পূর্ন সমর্থন করি।

১২ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৩

শাহ আজিজ বলেছেন: আপনার লজ্জা হওয়া উচিত ( যদি থাকে )

৯| ১২ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই নারী ভাগ্যবতী।

১২ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৪

শাহ আজিজ বলেছেন: সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে ।

১০| ১৩ ই মার্চ, ২০২২ সকাল ৯:২৬

সোহানী বলেছেন: আমার খুব কাছের বন্ধু ইউক্রেন এর। তার কাছ থেকে শুনছি তাদের কষ্টের কথা।

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০০

শাহ আজিজ বলেছেন: আল্লাহ তাই । তাহলে বেশ ভাল পোক্ত লেখা তৈরি করে ছেপে দাও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.