নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

তালিবান এবং পুতিন

২৩ শে মার্চ, ২০২২ রাত ৮:০৪





আজ আফগানিস্তানে বালিকাদের স্কুল খোলার দিন ছিল । স্কুল শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই তালেবান সরকার উপস্থিত সব বালিকাদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দিল । গার্জেনরা সব ক্ষেপে গেল । তালেবান বলছে মেয়েদের পোশাক শরিয়াহ মোতাবেক হয়নি তাই এই সিদ্ধান্ত । শরিয়াহ পোশাকের ধরন কেমন তা তালেবান বলছেনা । একদল পাগলের হাতে ক্ষমতা গেলে কি হয় তা দেখছি এবং দেখতে থাকব ।

আরেক পাগল ভ্লামিদির পুতিন হটাত করে প্রতিবেশী ইউক্রেনকে আক্রমন করে যথেষ্ট সমালোচনার মুখে । তাতে তার কিছু আসে যায় না । গতকালকের হিসাব অনুযায়ী ইউ এনের বরাতে শরণার্থীর সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে । পুতিনের ইউক্রেনের মাটি চাই মানুষ নয় আর তালেবানের শরিয়াহ অনুযায়ী মেয়েরা বাচ্চা পয়দা করবে , ন্যাকা পড়ার দরকার কি ?

একটা লোহার খাচা বানিয়ে এই দুই দলকে আটকে রাখলে দর্শনি পাওয়া যাবে অনেক ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২২ রাত ৮:১০

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




খারাপ কিছু বলেন নি।

২৩ শে মার্চ, ২০২২ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: আমার এরকমই মনে হচ্ছিল তাই পোস্ট দিলাম ।

২| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:২৩

নিমো বলেছেন: মোটেই সঠিক মাত্রার গঠনমূলক সমালোচনা হয় নি। নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ত্ব ইতোমধ্যেই ব্লগের বিশিষ্ট পোষ্ট দ্বারা প্রমানিত। আপনি কি তালেবানের চেয়ে বেশি শরীয়াহ বোঝেন !

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩০

শাহ আজিজ বলেছেন: যাক একজন তালেবান ঘোর সমর্থক পাওয়া গেল । না আমি আফগানিস্তান যাইনি এবং তালেবানের শরিয়াহ কিরকম তা বুঝিনি । নারী শিক্ষা এবং নারী অধিকারটা ভালই বুঝি । নারীর সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে আমার দ্বিধা নেই । আপনাকে কি কালো বোরকা পাঠাবো একটা থুক্কু চারটা ?

৩| ২৪ শে মার্চ, ২০২২ রাত ২:৪৬

গরল বলেছেন: অধিকাংশ বাঙ্গালীই এই দুইজনের পক্ষে, অতএব তাদের চিন্তা ভাবনার মাণটা একটু চিন্তা করুন। ওহ আর একটা আছে ISIS.

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৪

শাহ আজিজ বলেছেন: কোন দুই জনের কথা বলছেন । আই এস আই এস এর পক্ষও নিচ্ছেন , কি লজ্জা , পৃথিবীর তাবৎ ঘৃণা আপনার জন্য ।

৪| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৯

বংগল কক বলেছেন: "ইউনাইটেড সোসালিষ্ট কমিউনিষ্ট গাজি সাহেব পার্টি" নামে একটা দল তৈরী হইতে পারে। সেইখানে সমর্থক হিসাবে যোগদানের জন্য চাংগাজি....থুক্কু ... সোনাগাজি সাহেব আপনাকে আমন্ত্রন পত্র পাইঠাতে পারেন। মানসিক ভাবে তৈরী থাইকেন।

২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২২

শাহ আজিজ বলেছেন: এসব না করলে কি পেটের ভাত হজম হয়না ?

ইউ আর ব্লকড ।

৫| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫৪

সত্যপীরবাবা বলেছেন: ব্লগার নিমোর কমেন্ট খুব সম্ভবত সারক্যাসটিক কমেন্ট।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

শাহ আজিজ বলেছেন: হবে হয়ত । আমি আশ্চর্য হয়ে ভাবি শিক্ষিত লোকেরা কিভাবে এরকম ব্লগিং করতে আসে ।

৬| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এদের দুই হাত, পা, কান আছে
তবে এরা মানুষ নয়।

২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: হটাত করেই এই আক্রমন , আমি আশ্চর্য হয়ে গেছি এদের সাহস দেখে ।

৭| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৪

নিমো বলেছেন: লেখক বলেছেন: যাক একজন তালেবান ঘোর সমর্থক পাওয়া গেল ।
হা হা হা! আমার চগের মন্তব্য গুলো ফড়ে থাকলে এমন কথা বলতেন না।

লেখক বলেছেন: আপনাকে কি কালো বোরকা পাঠাবো একটা থুক্কু চারটা ?
পাঠাতে পারেন। আশেপাশে যেভাবে বস্তাবন্দী হবার হিড়িক চলছে, তাতে কাজে আসতেও পারে।

৮| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৫

নিমো বলেছেন: *আগের, *পড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.