নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ইউক্রেন বর্ডারে বাইডেন - কোরিয়ার খামোকা লাফালাফি - সর্বোচ্চ নিরাপত্তা নিয়োগ

২৫ শে মার্চ, ২০২২ রাত ৮:২৪






প্রেসিডেন্ট জো বাইডেন আজ পোল্যান্ড - ইউক্রেন সীমান্তের কাছেই রাত কাটাবেন । তিনি ইউক্রেন থেকে জীবন বাচানো শরণার্থীদের সাথে কথা বলবেন । বাইডেনের নিরাপত্তায় আগেই ইউ এস এয়ারবোরন ৮০ ডিভিশন পুরো এলাকার নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে । আরেক পাগল কিম জোন উন ইন্টারকন্টিনেন্টাল ব্যালাসটীক মিসাইল ছুড়ে আমেরিকার প্রতি ক্ষোভ ঝেড়েছেন । প্রয়োজনে এই মিসাইল ব্যাবহার হবে বলে হুশিয়ারি দিয়েছেন ।

খুব ঝুকিপূর্ণ সফরে বেরিয়েছেন বাইডেন । কাল আমরা জানতে ও দেখতে পাব এই সফর টি ভি তে ।


আপডেট চলবে ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৮০ এয়ারবোর্ণ ডিভিশনের তাবুতে দীর্ঘ সময় নিয়ে এর উপস্থিত সেনাদের উদ্দ্যেশে এক আবেগি ভাষণ দিলেন । আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধ প্রলম্বিত হবে এবং রাশিয়াকে ধরা খেতে হবে ।

** রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের সাথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির লক্ষ্যে একটি চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার (২৫ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনদিনের সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এ চুক্তিতে সই করেন বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

তাদের প্রতিবেদন অনুযায়ী, এবছর ইউরোপীয় ইউনিয়নকে ১৫ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ পরিমাণ বর্তমানে রাশিয়া থেকে আমদানিকৃত গ্যাসের প্রায় ২৪ শতাংশ।

চুক্তি সই শেষে বাইডেন বলেন, রাশিয়ার জ্বালানি সম্পদ থেকে অর্জিত অর্থ ব্যবহার করে পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। প্রতিবেশি দেশগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করছেন তিনি।





মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:২৯

ছদকার ছাগল বলেছেন: ইউক্রেনের বিমান বাহিনী, বিমান বিদ্ধংসী ব্যবস্থা এবং নৌবাহিনী নাকি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাইরে থেকে নাকি আর নতুন কোন মার্সেনারী আসছে না। অনেকগুলো ট্রেনিং ক্যাম্পে নাকি মিসাইলের আঘাতে অনেক শিক্ষানবিশ সৈন্য হতাহত হয়েছে।

ইউক্রেনিয়রা যদি আফগান অথবা ভিয়েতনামিদের মত তীব্র প্রতিরোধ না গড়ে তুলতে পারে, তাহলে অবস্থা খারাপ হবে মনে হচ্ছে।

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: আমেরিকান এয়ার বর্ণ যখন পোলিশ বর্ডারে তখন মনে হয়না রাশিয়াকে ছেড়ে দেওয়া হবে । এবারের যুদ্ধটা হবে উন্নত অস্ত্র কৌশলের । ইরাক আক্রমনের সময় আমরা প্রথম দেখলাম আমেরিকার নৌ বহরের কেরামতি , এবার সম্ভবত মিসাইলের কেরামতি দেখব ।

২| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৪০

জগতারন বলেছেন:
"এ যুদ্ধ ইউরোপের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এটাই আমার দোয়া ও কামনা,
তাহলে হয়তো পৃথিবীর মানুষ একটু নিরাপত্তা ও শান্তি পাবে,
বিশেষ করে মধ্য প্রাচ্যের মানুষ একটু সস্তি পাবে।,,

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: কোথাও অশান্তি বা যুদ্ধ কামনা করিনা তবে পুতিনের সাজা হওয়া উচিত ।

৩| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৩

ছদকার ছাগল বলেছেন: লেখক বলেছেন: আমেরিকান এয়ার বর্ণ যখন পোলিশ বর্ডারে তখন মনে হয়না রাশিয়াকে ছেড়ে দেওয়া হবে । এবারের যুদ্ধটা হবে উন্নত অস্ত্র কৌশলের । ইরাক আক্রমনের সময় আমরা প্রথম দেখলাম আমেরিকার নৌ বহরের কেরামতি , এবার সম্ভবত মিসাইলের কেরামতি দেখব ।

ন্যাটো পারমানবিক যুদ্ধের ঝুঁকি নিবে বলে মনে হয় না। মিসাইলের কেরামতি দেখার চান্স মনে হয় খুবই কম।

২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: আমরা অপেক্ষা করব দেখার জন্য ।

৪| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৩

জগতারন বলেছেন:
লেখক বলেছেন: কোথাও অশান্তি বা যুদ্ধ কামনা করিনা তবে পুতিনের সাজা হওয়া উচিত ।

আমি আপনার সাথে ভিন্ন মতপোষন করি।
সংক্ষেপে এক বাক্যে বলিঃ পুতিন যা করছে ঠিক করতেছে।

২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:০৮

শাহ আজিজ বলেছেন: দ্বিমত অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া । পুতিন একটা দেশের মিলিয়ন লোককে গৃহচ্যুত করল কি অপরাধে ?

৫| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:০৯

গরল বলেছেন: যারা ইউরোপে যুদ্ধ চায় তারা বুঝে না যে ইউরোপে যুদ্ধ বাধলে সবার আগে না খেয়ে মরবে আমাদের দেশের মানুষ কারণ বাংলাদেশের ৬০ ভাগ রফ্তানি পণ্য যায় ইউরোপে। বাইডেনকে আরও সতর্ক হতে হবে কারণ পাগলকে কখনও ভয় দেখিয়ে লাভ নাই, পাগল ভয় পায় না। পাগলকে লোভ দেখাতে হয়, বাইডেনের উচিৎ হবে সরাসরি পুতিনকে আস্বস্থ করা যে ন্যাটো ইউক্রেনে যাবে না।

২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:১২

শাহ আজিজ বলেছেন: আজকে ব্যাপারটি একটি জটিল অবস্থায় পৌঁছেছে । ইউরোপ এশিয়ার অর্থনৈতিক অবস্থা সংকটের মুখে । শুরুটা পুতিন করেছে , দায় তার ।

৬| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:১৪

জগতারন বলেছেন:
পুতিন একটা দেশের মিলিয়ন লোককে গৃহচ্যুত করল কি অপরাধে ?

এ বার দয়া করে একটু মধ্য প্রাচ্যের মানুষ-এর দিকে নজর দিন।
তা হলে আমার দ্বিমত-এর কারন কিছু হলেও বুঝা যাবে।

২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:৩০

শাহ আজিজ বলেছেন: আপাতত আলোচনা ইউক্রেনকে নিয়েই থাকুক না । ওটা নিয়ে পরে আলাপ করব ।

৭| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১১:১০

জগতারন বলেছেন:
যতটুক জানিয়াছি আপনি আমার বয়সে সামান্য বড় ও গুরুজন মান্য করি।
পুর্ব বাংলা'র হিড়ীকের বছর, ১৯৭১ সালে আমার বয়সঃ ছয় ক্লাশে পড়ি, ১১ বছর।
আপনার মনে আছেঃ অভিশপ্ত নড়-পষু পাকী'র বাঙ্গালীদের কী ভাবে মেরে ছিল;
আমরা যুদ্ধ করেই সেই যুদ্ধ থামিয়েছিলাম।
তাই আমি বিশ্বাস করি; যুদ্ধ করেই যুদ্ধ থামাতে ও মানুষ মেরেই মানুষ মারা থামাতে হয়।

২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:২০

শাহ আজিজ বলেছেন: আমার জন্ম ৫৭ তে । মুক্তিযুদ্ধের সময় ক্লাস৭ এ পড়ি । মুক্তিযুদ্ধে সহায়তায় আমরা খুব লিডিং ফ্যামিলি ছিলাম ।



যুদ্ধ করেই যুদ্ধ থামাতে ও মানুষ মেরেই মানুষ মারা থামাতে হয়

তথাস্তু । সহমত ।

৮| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:১৯

সোবুজ বলেছেন: ইউরোপ যত বেশি আমেরিকার উপর নির্ভরশীল হবে ততই সে বিপদ মাথায় নিবে।রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে তাকে পেমেন্ট করতে হবে রুবলে।এতে করে ডলারের নির্ভরশীলতা অনেক কমে যাবে।আসল যুদ্ধটা হবে ডলার,রুবল আর ইয়েনে।ভারত মনে হয় রাশিয়ার পক্ষ নিয়েছে।

২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:২২

শাহ আজিজ বলেছেন: আর কদিন অপেক্ষা করুন , সব খোলাসা হবে ।

৯| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১:১৯

জগতারন বলেছেন:
কয়েক দিন আগে আপনার একটি পোষ্টে আমার মন্তব্যে আপনি খুবই আপত্তিকর একটি প্রতি মন্তব্য করেছিলেন।
আশাকরি এবার আপনি আপনার সেই মন্তব্যটি ফিরায়ে নেবেন।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: ভুইলা গেছি যে :(

১০| ২৬ শে মার্চ, ২০২২ ভোর ৫:১৫

সোনাগাজী বলেছেন:



মগজহীন বাইডেন বিশ্বের ভয়ংকর দৈত্য পুটিনকে ক্ষেপিয়ে মানব সভ্যতাকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: ভয়ংকর দৈত্য এখন বাঙ্কারে জুডোকায় ব্যাস্ত । পুতিন নিজের লোকেদের হাতে নাশ হবে । এতো বুদ্ধিমান হলে পুতিন ইউক্রেন আক্রমন করত না । খোদ মস্কোতে রাশানরা বিক্ষোভ করছে পুতিন আর যুদ্ধের বিরুদ্ধে । পোল্যান্ডে এয়ারবোর্ণ ৮২ র উপস্থিতি বেশ তাৎপর্য পূর্ণ ।

১১| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা!

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:০২

শাহ আজিজ বলেছেন: নিরীহ মানুষ হত্যা যুদ্ধ নয় সেটা ৭১ সালে প্রমান হয়েছিল এবং পাক হানাদার আত্মসমর্পণ করেছিল । পুতিন হয় আত্মহত্যা করবে নাহয় ক্রেম্লিনের চত্বরে বেধে মস্কো ট্যুরিজমের রুবলের বিনিময়ে দর্শনীয় পাঁঠা হবে।

১২| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০২

নাস্তিক্যবাদি পাদ বলেছেন: পুতিনের সময় শেষ হয়ে আসছে।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০২

শাহ আজিজ বলেছেন: আমাদের তাই মনে হয় কিন্তু অনেকেই আশার হাল ধরে আছেন ।

১৩| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২০

অক্পটে বলেছেন: পুটিন শেষ হলে তার সাথে অনেক কিছুই শেষ হবে। সেই রিক্সটা যদি বাইডেন নিতে চায় তাহলে চরম একটা পরিনতির জন্য পৃথিবীবাসীকে প্রস্তুত থাকতে হবে।

২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: আমরা শুধুমাত্র ধারনা করতে পারি , চূড়ান্ত কিহবে কেউই জানেনা । এই মুহূর্তে ওয়ার শতে আমেরিকা- পোল্যান্ড শীর্ষ বৈঠক চলছে ।

আপনি যা ভাবছেন তার উল্টোটাও ঘটতে পারে ।

১৪| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:৩০

সোবুজ বলেছেন: ৮০% জয় ইতিমধ্যে পুতিনের হয়ে গেছে।ইইক্রেন বলেছে ,বাকি জীবনে ন্যাটোতে যোগদান করবে না।আগে বললে কিছুই হতো না।জার্মানের অবস্থা শোচনীয়।অনেক জিনিসের দাম দ্বিগুনের বেশি।যুদ্ধ আরো কিছু দিন চললে রাশিয়ার থেকে খারাপ অবস্থা হয়ে যাবে ইউরোপের।মাঝখান থেকে লাভ হবে আমেরিকার।

২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:৪২

শাহ আজিজ বলেছেন: সবদিকের অবস্থা একই রকম । রাশিয়াকে কাঠগড়ায় দাড় করাবে বাইডেন । খামোখাই কি এয়ারবরন ৮২ ডিভিশন মোতায়েন করেছে ? এবারের যুদ্ধ হবে ইউক্রেনের ভুমিতে ন্যাটোর দেওয়া অস্ত্রে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.