নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আয় আয় পুলিশ মামা টিপ নিয়ে যা

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

ছবি সংগৃহীত

আপডেট- পুলিশ নাজমুল তারেক কে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।

আপডেট- কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে নেওয়া ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক।




একটি অবাক করা কাণ্ড ঘটেছে তেজগাঁ কলেজের শিক্ষিকাকে নিয়ে । একজন পুলিশ কর্মকর্তা লতা সমাদ্দারকে 'এই তুই টিপ পরেছিস ক্যান ' ? লতা থমকে গেলে আরও গালাগাল দিয়ে পুলিশ লতাকে তার মোটরবাইকএর গুঁতো দিয়ে পালিয়ে যায় । সরকার কি জামাতিদের সুযোগ করে দিয়েছেন সহি পুলিশ হওয়ার । একজন শিক্ষক হওয়ার বদৌলতে লতা লাইম লাইটে আসতে পেরেছেন । সুবর্ণা মোস্তফা আজ সংসদে দাড়িয়ে প্রতিবাদ করেছে এই অন্যায় আচরনের । আইন প্রয়োগকারী সংস্থার এহেন কাজে আমরা সবাই বেশ উদ্বিগ্ন । দুদিন বাদে তারা হিজাব পরস নাই ক্যান বলে লাঠিপেটা শুরু করে তাতে আশ্চর্য হবার কিছু নেই , বা টাঁকনুর উপর পাতলুন নাই ক্যান বলে ও সি প্রদীপের মত গুলি চালিয়ে দেয় কিসসু করার নেই আমার আপনার । বড্ড অসহায় অবস্থায় আছি দাদা ।

মন্তব্য ৪৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৮:১০

জগতারন বলেছেন:
তেজগাঁ কলেজের শিক্ষিকাকে লতা সমাদ্দার টিপ পড়েছে
তাতে জামাতি পুলিশে মা'র ভাতারের কোন অংশে কমতি পড়েছে জাতি জানতে চায়।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৮:১৩

শাহ আজিজ বলেছেন: পুলিশ মন্ত্রী কি বলে সেই অপেক্ষায় -------

২| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৮:১৯

ঢাবিয়ান বলেছেন: এটাও কি আন্দলনের একটা ইস্যূ হল? এমনতো না যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে টিপ পড়া নিশিদ্ধ করেছে। কোথাকার কোন এক পুলিশ ইভ টিজিং করেছে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেইতো হয়ে যায়। টিপ নিয়া যেভাবে অনলাইনে আন্দোলনের সুনামি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে দেশের সরকার টিপ পড়া নিশিদ্ধ করেছে!!!

আর একটা ব্যপার সুবর্না মুস্তাফা সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিল কিভাবে? তিনি কি কোন সংসদ সদস্য? পুরো জাতির চিন্তা চেতনার সামগ্রিকভাবে এতটাই অবক্ষয় হয়েছে যে কোনটা অনিয়ম, কোনটা অন্যায় তা বুঝতেই অক্ষম হয়ে পড়েছে।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৮:৪৪

শাহ আজিজ বলেছেন: সুবর্না সংরক্ষিত আসনের এম পি ।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: গ্যাস নাই , শশা , বেগুনের বেফুক দাম । সব রাগ গিয়া টিপের উপর পড়ছে ।

৩| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



জামাত, শিবির কৌশলে সব যায়গায় ঢুকে পড়েছে।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৮:৪৬

শাহ আজিজ বলেছেন: হুম টের পাচ্ছি জামাতের উপস্থিতি । ওরা মিলিট্যাঁনট পলিটিকাল দল , গুছিয়েই এগুচ্ছে ।

৪| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৩৩

নূর আলম হিরণ বলেছেন: জামাতকে দোষ দিচ্ছেন কেনো? খোদ আওমীলীগে এমন মানসিকতার লোকের অভাব নেই! ওয়াজিরা এমন ব্রেন ওয়াশ করেছে জামাতিদের ছাড়িয়ে যাবে আওমীলীগ বিএনপি!

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: সহমত । সেই আওয়ামী মুসলিম লীগে গিয়া না দাড়ায় ।

৫| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৪০

সোবুজ বলেছেন: দাদা রক্ষা করতে পারবেনা,ভাইকে ডাকুন।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: কেউ হুন্তাছে না , বেবাক কালা হইয়া গেসে

৬| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: কলালের টিপ বাঙালি নারীদের সৌন্দর্য।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: সুন্দর উপমা দিয়েছেন ।

৭| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্ম কর্ম করা লেবাসধারি মানুষগুলো এতোটাই অহংকারি হয় যে অন্যদের মানুষ বলেই মনে করে না, সর্বদা মনে করে ওরাই শ্রেষ্ঠ আর বাকিরা সবাই ধইঞ্চা।
মুখে বা লেবাসে যতই ধার্মিকতা দেখাক এসব মানুষ মূলত কোন ধর্মই মানে না। সুদ, ঘুষ, খাদ্যে ভেজাল, অন্যের সম্পত্তি আত্মসাৎ, জবরদখল নানা পাপ কাজে নিমজ্জিত পাপিষ্ঠ শয়তানগুলো নিজেরাই ধর্ম মানে না, অন্যকে হিংস্রভাবে গিলাতে উদগ্রীব।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১০:১৬

শাহ আজিজ বলেছেন: ইউ আর রাইট

৮| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১০:৫৮

কালো যাদুকর বলেছেন: টিপ নিয়ে বা কারো ব্যাক্তি স্বাধিনতা নিযে পুলিশ বা সরকারের নাক গলানো কবে বন্ধ হবে হে পাঞ্জেরী ৷

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১২:১৯

শাহ আজিজ বলেছেন: ইহা একমাত্র তিনিই জানেন , মাওলা ।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪০

গফুর মিয়া১৯১ বলেছেন: ফার্ম গেট অই রাস্তায় এত এত সি সি ক্যামেরা তারপরও পুলিশ অন্ধ, রাতকানা রোগে ভুগতেসে

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: হা হা হা , ঠিক ধরেছেন ।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৫০

গফুর মিয়া১৯১ বলেছেন: এই ঘটনায় কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয়নি এজন্য শুধু এজন্য নয় যে অভিযুক্ত পুলিশের একজন কর্নধার, এর প্রধান কারণ এখানে অন্য মামলার কাউকে এরেস্ট করে এই মামলায় চালিয়ে সংবাদ সম্মেলন করা যাচ্ছে না।পুলিশ এর আবার শাস্তি ! বোকার স্বর্গে বাস করছেন ভাই, বড়ো জোর প্রত্যাহার হবে । আর প্রত্যাহার মানে তো কাজ না করেই বেতন । ছুটি কয়েকদিন পেলে ভালোই লাগবে

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: এখন আসামি কে হবে তাই সিদ্ধান্ত হয় নাই , হয়ত ।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বঙ্গে এখন টিপ রঙ্গ চলছে অনলাইন সরগরম এই নিয়ে।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১০:০৪

শাহ আজিজ বলেছেন: সিয়াম সাধনার সাথে এক্সট্রা বিনোদন । শশার দাম ভুলাবার চেষ্টা নয় তো ?

১২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:১৯

রানার ব্লগ বলেছেন: ঢাবিয়ান @ মেজাজ হারাবেন না সুবর্না মোস্তফা সংরক্ষিত আসনের এম পি । এতো খোজ রাখেন আর এটা জানেন না !!!

এখানে টিপ ইস্যুটা যতো না বড় তার থেকে বেশি ভয়ানক একজন নারীকে নোংরা ভাষায় গালি ও হত্যার চেস্টা করা কেবল্ মাত্র তিনি টিপ পরেছেন বলে । সুবর্না মোস্তফা সংসদে দাঁড়িয়ে এই ব্যাপারে তিনি তার প্রতিবাদ জানিয়েছেন এতে আপনি কেনো বিরক্ত হচ্ছেন ???

জাতি ধিরে ধিরে কতো গুলা নোংরা মৌলবাদীর কবলে চলে যাচ্ছে।

পাড়ারা মোড়ে মোড়ে লং হর্ন মাইক লাগিয়ে চান্দাখোর মৌ-লোভীদের দিয়ে নারীর শরীর চর্চা করান জাতি শিক্ষিত হয়ে যাবে ।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৪

শাহ আজিজ বলেছেন: আমি নিজেও জানতাম না সজ্জন সুবর্ণা এম পি হয়েছে । শমী কায়সারও এম পি । আসলে সংসদ , রাজনীতি থেকে আমরা অনেকেই বহু দূরে অবস্থান করছি বা আগ্রহ নেই ।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তথাকথিত ধার্মিকের সংখ্যা বেড়ে গেছে।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৫

শাহ আজিজ বলেছেন: পুলিশ আবার ধার্মিক হল কবে ।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৬

নীল আকাশ বলেছেন: এইগুলি ক্যামফ্লেজ। দৃষ্টি অন্য দিকে নিয়ে যাওয়া। সাজানো কাহিনী সম্ভবত।
জিনিসপত্রের দাম আকাশচুম্বী। পাবলিক এখন এই টিপ নিয়ে পড়ে থাকবে। সাবাস।

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৪

শাহ আজিজ বলেছেন: পুলিশ কনস্টেবল নাজমুল তারেক কে শনাক্ত করে হেফাজতে নেওয়া হয়েছে ।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঐ পুলিশের বিরুদ্ধে মামলা করে দিলেই তো ল্যাঠা চুকে যায়। টিপ একটা সামান্য বিষয় নিয়ে যে হাউকাউ মনে হচ্ছে এটা জাতীয় ইস্যু। অথচ কত বড় বড় সমস্য সে গুলো সংসদে উঠেনা।

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১:০০

শাহ আজিজ বলেছেন: মামলা হয়েছে । আজ হেফাজতে নেওয়া হয়েছে । দেখা যাক কি হয় ।

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:১২

নীল আকাশ বলেছেন: পেপারে লিখেছে তাকে খুজে পাওয়া যায়নি। কী চলছে আল্লাহ মালুম?

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৯

শাহ আজিজ বলেছেন: টিপ

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৮

ঈশ্বরকণা বলেছেন: শাহ আজিজ,
ব্লগের বর্ষীয়ান কন্ট্রিবিউটার হিসেবে আপনার এই লেখায় কিন্তু আমি খানিকটা অবাক হয়েছি । আপনি লিখেছেন একজন পুলিশ কর্মকর্তা লতা সমাদ্দারকে 'এই তুই টিপ পরেছিস ক্যান '? লতা থমকে গেলে আরও গালাগাল দিয়ে পুলিশ লতাকে তার মোটরবাইকএর গুঁতো দিয়ে পালিয়ে যায়।ঘটনার এই বর্ণার পর আপনার লেখার টান ও টোনটা কেমন করে ইসলাম বিরোধী হয়ে গেলো সেটা ভেবেই আমি অবাক (দুদিন বাদে তারা হিজাব পরস নাই ক্যান বলে লাঠিপেটা শুরু করে তাতে আশ্চর্য হবার কিছু নেই , বা টাঁকনুর উপর পাতলুন নাই ক্যান ---আপনার এই মন্তব্য থেকেই ইসলাম বিরোধিতার কথা মনে হয়েছে)। এমনতো না যে ওই পুলিশ অফিসার দাড়ি জোব্বা পড়া চিহ্নিত ইসলাম প্র্যাকটিসিং পাঁচ ওয়াক্ত নামাজি কেউ। আপনার বর্ণনা থেকেতো আমার প্রথমে মনে হলো দেশের আইনের শৃঙ্খলার কি ভয়ানক অবনতি হয়েছে সেটার কথা ! নইলে একজন আইন শ্রঙ্খলা বাহিনীর সদস্য কিভাবে একজন মহিলার সাথে এরকম আচরণ করতে পারে ? সেটা নিয়ে খুব উচ্চকিত না হয়ে (আপনি অবশ্য শেষ দিকে ওসি প্রদীপ বাবুর কথা বলেছেন নিভে যাবার আগের মুহূর্তে সলতের ক্ষনিকের জন্য দপ করে জ্বলে উঠবার মতো করে) আপনি এই ঘটনায় ধর্মকে টেনে এনে দেশের ক্রমবনতশীল আইনশৃঙ্খলা অবস্থা ও আমাদের দলীয় আইনশ্রঙ্খলা বাহিনীগুলোর পঙ্গুত্বের আলোচনার সুযোগটাই মাটি করে দিয়েছেন বলে মনে হচ্ছে । আর আমাদের ব্লগাররাও মাশাল্লাহ আপনাকর টোন থেকেই হুক্কা হুয়া রব শুরু করে দিয়েছে ! একজনও এই কথাটা বললো না যে দক্ষতা বিচার না করে দলীয় আনুগত্যের ভিতিত্তে নিয়োগ দিলে আইন শৃঙ্খলা বাহিনীর এই ধরনের আচরণই করার কথা । সত্যি সেলুকাস ----!

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৭

শাহ আজিজ বলেছেন: [link|https://www.kalerkantho.com/online /national/2022/04/04/1135185?fbclid=IwAR0rzBRRtHFqAwkfQ-M_b3_0f_rfZPA6mE9NZse PXAE4rfJ1ZBFZN599IMU

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:২৪

রানার ব্লগ বলেছেন: খুজে পাওয়া গেছে !!!!

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:২৫

শাহ আজিজ বলেছেন: আলহামদুলিল্লাহ

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪০

সাসুম বলেছেন: খুজে পাওয়া গেল টিপ দেয়ার কারনে গালাগালি করা মহান পুলিশ ভাইটিকে

আলহামদুলিল্লাহ্‌, অবশেষে খুজে পাওয়া গেল সেই অপরাধী পুলিশ সদস্য কে, ধন্যবাদ কাকে দিমু বুঝতাছিনা




০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ একমাত্র তাহারই প্রাপ্য যিনি লালন করেন ।

২০| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লাল দেখলেতো পুলিশের
থেমে যাবার কথা!

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৬

শাহ আজিজ বলেছেন: এরা সাদাতে থামে ।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩০

মরুর ধুলি বলেছেন: কথায় কথায় ধর্মকে টেনে নেয়া কোন আদর্শীক ব্লগারের মধ্যে পড়ে না।
সমস্যাটা ধর্মীয় নয় বরং আইন শৃঙ্খলার অবনতি বিষয়ক বলেই মনে হয়েছে।
ধর্মকে নিয়ে রাজনীতি করাটা বন্ধ করলে ভাল হয়।

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৪

শাহ আজিজ বলেছেন: আমি আরও একবার পড়লাম আমার লেখাটি , কোথাও ধর্মের লেশ পর্যন্ত নেই ।

২২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৭

গফুর মিয়া১৯১ বলেছেন: সোমবার সকালে ওই পুলিশ সদস্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন মার্কেটে দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে নাজমুলকে শনাক্ত করা হয় বলে জানা গেছে।

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫

শাহ আজিজ বলেছেন: ভাল কাজ হয়েছে একটা ।

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তবে এ কথা সত্য যে,
পবিত্র ইসলাম ধর্মে মেয়েদের কপালে টিপ পরাকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। কারণ অতীতকালে সমাজে যারা অনৈতিক কার্যকলাপ করত তারা কপালে টিপ পরিধান করত।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৪

শাহ আজিজ বলেছেন: আর ক্যাচাল কইরেন না । দিন বদলেছে , আমরাও বদলে গেছি ।

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্যাচাল আমি কই করলাম! আজব তো!!
আজিজ ভাই এ মতবাদ আমার নয়।
আমি সুন্নী মুসলমান। আলেমদে কাছ
থেকে যা শুনেছি তাই বলছি। টিপের
উপর আমার কোনো ক্ষোভ নাই তবে
মুসলিম নারীদের এটা পরিহার করা
শ্রেয়। কারণ একদল আলেমের মতে,
মুসলিম মহিলাদের জন্য টিপ পরা বৈধ
নয়। তাদের মতে, টিপ পরা মূলত:
সিঁদুরেরই একটি অংশ যা-হিন্দুদের
ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির অন্তর্ভুক্ত।
সুতরাং টিপ পরিধান করলে হিন্দুয়ানী
সংস্কৃতি চর্চা করা হয়-যা ইসলামে হারাম।

এখন আপনি যদি টিপ পড়া দেখতে চান
দেখুন আমার কি?

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: আমরা সংস্কৃতি কর্মী বলেই আপনার এই হাল্কা ফরমায়েশ মানতে পারছি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.