নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সাহসের পরীক্ষা (আজকের জোকস)

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭





একটি কুমির খামারে একদল টুরিস্ট গেছে ঘুরতে । ওখানের বড় আকর্ষণ ছিল ব্যানারে লেখা "যে ব্যাক্তি এই খামারের পানিতে নেমে অপর পারে সাঁতরে অক্ষত যেতে পারবেন তাকে ১ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে"। দর্শকরা সবাই খাচার ভেলায় উঠে কুমির দেখছে । চারিদিকে শুধু কুমির ঘুরছে । হটাত একজনকে লাফিয়ে পানিতে পড়তে দেখে সবাই হৈ হৈ করে উঠল । কুমিরগুলো শিকার ধরার লোভে পিছু নিল । লোকটি খুব জোরে সাঁতরে অক্ষত অপর পারে উঠে গেল । তাকে প্রতিশ্রুতি বাবদ মিলিয়ন ডলারের চেক দেওয়া হল । লোকটি স্ত্রীকে নিয়ে হোটেলে ফিরতেই হোটেল মালিক উল্লসিত হয়ে বলল সাহস বটে আপনার কিভাবে লাফ দিলেন , আমিতো ভয়েই মরি । লোকটি এবার বলল আমি ইচ্ছা কইরা লাফ দেই নাই কেউ আমারে ধাক্কা দিয়া পানিতে ফালাইছে । প্রান বাচাইতে জুরে জুরে সাতরাইছি ।


সারমর্মঃ প্রতিটি সফলতার পিছনে কারো না কারো হাত থাকে ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:০৬

নূর আলম হিরণ বলেছেন: তার স্ত্রী দেয় নাই তো আবার এক মিলিয়নের লোভে :)

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:১৪

শাহ আজিজ বলেছেন: B-) হইতে পারে , অসম্ভব কিছু না :P

২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:১৪

সোবুজ বলেছেন: কুমিরে খেয়ে ফেললেও কারো হাত থাকতে। তখন সারমর্ম কি হতো।

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:১৪

শাহ আজিজ বলেছেন: ইন্নালিল্লাহে -------------------------------------------------

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে ভাগ্যবান মানুষ তিনি।

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: হা হা হা B-)) খুব সাহসী মানুষ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৯

জগতারন বলেছেন:

প্রতিটি সফলতার পিছনে কারো না কারো হাত থাকে।]

এ কথা সত্য কিন্তু.।.।
গল্প ?

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:১৮

শাহ আজিজ বলেছেন: প্রায় , মজা করার জন্য ।

৫| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২২

মেহেদি_হাসান. বলেছেন: স্ত্রীই বোধহয় কাজটা করেছে :D

০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: প্রমানিত নয় । :#)

৬| ০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটি পড়েছিলাম আগেই। অনেক সফলতার নিজের চেষ্টায়ও হয় কিন্তু

০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: হ্যা তা হয় তবে কুমিরের খামারে হয় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.