নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাপুর পরিবার আমার কাছে খুবই উল্লেখযোগ্য একটি পরিবার । কাপুররা ভারতে সিনেমা শিল্পের ব্যাপকতা ঘটিয়েছেন । রনবীর কাপুর গতকাল আলিয়া ভাট এর সাথে গাঁটটি বোচকা বাধলেন ঘর সংসার করবেন বলে । সাথে পোজ দিয়েছেন কে জো মানে করন জোহর । টুইটার থেকে ছবিটি লোড করলাম আমার ভাল লাগা আপনাদের সাথে ভাগ বাটোয়ারা করতে । ভাল থাকুক রন আর আলিয়া ।
চীনের ছেং দু শহরের ফ্লাই ওভার ছেয়েছে গুল্মলতায় । কি অসাধারন হবে যদি আমাদের মহাখালি আর মেট্রো রেলের খুঁটি গুলো এভাবে ছেয়ে যায় সবুজে সবুজে । কিছুটা অক্সিজেন তো মিলবে ভাই ।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২২
শাহ আজিজ বলেছেন: মাটির ভাঁড়ে সালফিউরিক অ্যাসিড রাখলে সাপ ধারে কাছেও আসবে না ।
গুলশানে একটি বাড়ি ছিল যার সারা দেওয়াল জুড়ে এই গুল্ম লতা বেয়ে উঠেছিল ।
২| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মনোস্কামনা পূরণ হোক
১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৮
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
সাহাদাত উদরাজী বলেছেন: আমাদের আদাচো মেয়র গুলোকে গালি ছাড়া আর কিছুই দিতে পারি না, চাইলেই এই শহরকে আবারো সুন্দর করে ফেলা যায়, শুধু তাদের ইচ্ছা এবং কর্ম। এখন অর্থের অভাব নেই, নেই কোন দ্রব্যের। ওরা চয়াইলেই সব কিছু সুন্দর করে ফেলা যায়!
১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
শাহ আজিজ বলেছেন: আসলেই তাই ।
৪| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
সাহাদাত উদরাজী বলেছেন: াত্র কয়েকদিন আগে আমি লিখেছিলাম।
ফ্লাই ওভারের গায়ে কিংবা সরকারী কোন স্থাপনার গায়ে যারা এমনি পোষ্টার লাগায়, আমার মন চায় তাদের পাছায় সেই ফ্লাইওভার কিংবা সেই স্থাপনা পুরো ভরে দেই! একজন সাধারন নাগরিক হিসাবে এই সব দেখলে যদি এত খারাপ লাগে, তাইলে সেই মন্ত্রী মিনিষ্টার, মেয়রদের কেমন লাগার কথা! নাকি এই পশু গুলো এই সব চোখে দেখে না! মেয়রদের পক্ষে এই সব বন্ধ করা কি এতই কঠিন কাজ!
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০০
শাহ আজিজ বলেছেন: পিছন দিয়ে ফ্লাইওভার ঠু বিগ
আদালত একটি রুল জারি করতে পারে যে দেওয়ালে পোষ্টার লাগালে শাস্তি ৬ মাস সশ্রম ----------------------
৫| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫০
সোবুজ বলেছেন: রাজ কাপুরের পর অমন প্রতিবাবান আর কাউকে দেখা যায় নাই।
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০১
শাহ আজিজ বলেছেন: আমিও তাই মানি ।
৬| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৮
গফুর মিয়া১৯১ বলেছেন:
১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৬
শাহ আজিজ বলেছেন: হ্যা এটা নিয়ে উপরে আলাপ হয়েছে ।
৭| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৬
জ্যাকেল বলেছেন: @গফুর মিয়া১৯১
উনারা রং না করা দেওয়ালে একটু সুন্দর্য দিচ্ছেন এই যাঃ
১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৭
শাহ আজিজ বলেছেন: মাইরের উপর ঔষধ নাই । যারা পোস্টার লাগাবে সেই প্রতিষ্ঠানের সবাইকে কান ধরে দাড় করিয়ে রাখতে হবে দিন মান ।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: মানিকগঞ্জের কইট্টায় প্রশিকার হেডকোয়ার্টারে দেখেছিলাম এমন। পুরা দেয়াল জুড়ে লতা-গুল্ম। মধ্যেখানে গোল করে কেটে লাল রঙ করে দেওয়া। বাংলাদেশের পতাকার প্রতিচ্ছবি। অসম্ভব সুন্দর লেগেছিলো। তবে সাপের জন্য বেশ সহজ হয় এমন লতা-গুল্ম বেয়ে ওঠা!