নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ইমরান খান এবং জেমিমার না জানা কাহিনী

১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৬



ইমরান খান ও জেমিমা খানের বিবাহ বিচ্ছেদের সময় কোর্টের বিচারক ঘোষণা করলেন, জেমিমার সম্পত্তির অর্ধেক ১২ হাজার কোটি পাউন্ড অর্থাৎ সাড়ে তের লাখ কোটি টাকা ইমরান খান পাবেন।
ইমরান খান উত্তর দিলেন, আমার তার মোটেও দরকার নেই।
বিচারক আশ্চর্য হয়ে গেলেন, জেমিমাকে জিজ্ঞেস করলেন, তিনি কেন এরকম নির্লোভ এবং মহান একজন স্বামীর সাথে বিচ্ছেদ চাচ্ছেন?
জেমিমার উত্তর ছিল, ইমরান খান যদি লন্ডনে তার সাথে বসবাস করেন তাহলে তিনি এই বিচ্ছেদ চাইবেন না।
বিচারক জিজ্ঞেস করলেন জেমিমা আপনি কেন পাকিস্থানে থাকতে চান না?
জেমিমার উত্তর ছিল, পাকিস্তানের কলুষিত রাজনৈতিক নোংরা শিকারে পরিণত হচ্ছেন তিনি। নওয়াজ শরিফ সরকার তাকে স্মাগলিং মামলায় ফাঁসিয়েছে।
বিচারক ইমরান খানকে জিজ্ঞেস করলেন তিনি কেন লন্ডনে থাকতে চাচ্ছেন না? ইমরান খানের উত্তর ছিল পাকিস্তান অনেক গরিব দেশ এই দেশে অশিক্ষা দারিদ্র্য অবিচারে ভরপুর তিনি কিছু একটা করতে চান দেশের জন্য। তাই লন্ডনে থাকে তার জন্য সম্ভব নয়।
বিচারক বলেন সে ক্ষেত্রে বাচ্চা দুজন তাদের মায়ের সাথে থাকবে। ইমরান সানন্দে রাজি হলেন এবং বললেন জেমিমা অত্যন্ত চমৎকার একজন স্ত্রী এবং তার চেয়েও চমৎকার একজন মা সুতরাং বাচ্চাদের তার কাছেই থাকা উচিত।
বিচারক আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন ইমরান খানের দিকে। ইমরান খানের সাথে হাত মেলালেন এবং তার পরপরই বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন। জেমিমা ও ইমরান খান পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন।
লোভী ও চক্রান্তকারী পাকিস্তানী রাজনীতিবিদ, সেনাবাহিনী, বিদেশী শক্তির অর্থায়নে নির্লোভ দেশপ্রেমিক রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী পদ থেকে হটানোর পর হয়ত বানোয়াট মিথ্যা মামলায় গ্রেফতার দেখাবে এবং পাতানো বিচারে সর্বোচ্চ শাস্তির ব্যবস্হা করবে! সৎ, নির্লোভ, দেশপ্রেমিকদের জন্য দক্ষিণ এশিয়ার কলুষিত নোংরা রাজনীতির কারনে দিনে দিনে সংকুচিত হচ্ছে জনগনের পক্ষে কাজ করার সুযোগ। ইমরান খানের পরিনতির পরে তা আরো বেশি সংকুচিত হবে বলে মনে করি।

সংগৃহীত

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৮

নূর আলম হিরণ বলেছেন: ইমরান খান কথা বলতেন বেশি কাজ করতেন কম।

১৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: কি জানি সেতো পলিটিক্স এর মানুষ না , খেলোয়াড় । তার রাজনীতিতে আসা উচিত হয়নি ।

২| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৬

সোনাগাজী বলেছেন:



ইমরান খান কি নিজগুণে জয়ী হয়েছিলো, নাকি মিলিটারী তাকে জয়ী করেছিলো?

১৫ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: এটা গভীর জলের ভিতরের কথা , আমি সত্যিই জানিনা । একজন বিশ্ব মানের ক্রিকেটার হওয়ার কারনে পাবলিক ইমরানকে পছন্দ করত ।

৩| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:


একমাত্র "সিন্ধ" ব্যতিত, বাকী সব প্রদেশের প্রতি পরিবারে ১ জন হলেও মিলিটারীতে, কিংবা মিলিটারীর সিভিলিয়ান সার্ভিসে, কিংবা মিলিটারী বিনিয়োগকারীদের সাথে, সাপ্লায়ারদের সাথে কাজ করে; এখন মিলিটারী জোর করে ভোট নেয় না, এসব কর্মচারীরাই ভোট দেয় মিলিটারীর পছন্দের লোকদের।

১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০১

শাহ আজিজ বলেছেন: ভাল তথ্য দিয়েছেন ।

৪| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৬

জগতারন বলেছেন:
লোভী ও চক্রান্তকারী পাকিস্তানী রাজনীতিবিদ, সেনাবাহিনী, বিদেশী শক্তির অর্থায়নে নির্লোভ দেশপ্রেমিক রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী পদ থেকে হটানোর পর হয়ত বানোয়াট মিথ্যা মামলায় গ্রেফতার দেখাবে এবং পাতানো বিচারে সর্বোচ্চ শাস্তির ব্যবস্হা করবে! সৎ, নির্লোভ, দেশপ্রেমিকদের জন্য দক্ষিণ এশিয়ার কলুষিত নোংরা রাজনীতির কারনে দিনে দিনে সংকুচিত হচ্ছে জনগনের পক্ষে কাজ করার সুযোগ। ইমরান খানের পরিনতির পরে তা আরো বেশি সংকুচিত হবে বলে মনে করি।

এই পাকি' অভিশপ্ত নিকৃষ্ট নরপশুরাই ১৯৭১ সালে বাংলাদেশ (পূর্ব পাকিস্তান)-এ
লক্ষ লক্ষ মানুষ হত্য এবং মা, বোনদের সম্ভ্রহানী করেছিল।
বাংলাদেশ স্বাধীন হবার পর পারই পাকি' প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভূট্ট
লক্ষ হাজার কোটী টাকার জাল নোট ছাপিয়ে বাংলাদেশে পাঠিয়ছিল;
লক্ষ ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের অর্থনীতিতে সম্পূর্ন বিনষ্ট করা,
সদ্য স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মউজিবর রহমানকে সপরিবারে হত্যা করেছিল;
অ্যামেরিকা, চায়না, লিবিয়া প্রভৃতি দেশের যোগসযোগে।
সেই লিবিয়া দেশ, সেই গাদ্দাফী, সেই ভূট্ট, সেই নিয়াজী, রাওফরমান আলি প্রমুখ
আজ (অনুমান করি) জাহান্নামের কীট বিলীন হয়েছে।
একেই বলে অভিশাপ.।.।.।
আর;
বাংলাদেশ আজ অর্থনৈতিকভেবে সফল রাষ্ট্রের মহিরহু হয়ে বেঁচে আছে।

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৩

শাহ আজিজ বলেছেন: পাকিরা সবখানেই শয়তানী করে। এখন তারা কট । সেই আমরাই কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা এনেছি পাকি পন্থিদের দাবিয়ে রেখে । পাকিস্তান পন্থিদের কোন জায়গা নেই বাংলাদেশে ।

৫| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০২

সোবুজ বলেছেন: আমাদের ১/১১এর সরকারের মতো পাকিস্তানের সরকার।

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৩

শাহ আজিজ বলেছেন: হুম , তাই হবে হয়ত ।

৬| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৪

জ্যাকেল বলেছেন: পাকিস্তানকে এগুতে দিচ্ছে না আসলে তাদের সেনাবাহিনীই। কিছু করার নাই, পাবলিক দুর্বল। তাই আপাতত ইমরান সাহেবদের পাততলা ঘুটানোই বুদ্ধিমানের কাজ।

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৫

শাহ আজিজ বলেছেন: তালেবান একটু শক্ত হয়ে বসতে পারলেই পাকিস্তানকে ঘাড় চেপে ধরবে ।

৭| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০২

জুল ভার্ন বলেছেন: বিষয়টা না জানা নয় বরং বহুল প্রচারিত এবং পঠিত ঘটনা।

১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: আদালতের কাহিনী জানতাম না কিন্তু ঘর ভাঙ্গা এবং লন্ডন ফেরতের কাহিনী পড়েছি পত্রিকায় ।

৮| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সাড়ে তের লক্ষ কোটি টাকা মানে বাংলাদেশ সরকারের আড়াই বছরের বাজেটের সমপরিমাণ অর্থ। বউয়ের প্রস্তাবে রাজি হয়ে লন্ডনে থেকে যাওয়া উচিত ছিল ইমরানের।

পাকিস্তানীরা কি ইমরানের এই ত্যাগ বুঝতে পারে?

১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: বড়ই পিকুইলিয়ার জাত । কিসিকো হ্যা করকে ফির মানা কর দেতে হ্যায় , আজিব ------------------------------------

৯| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৪

রানার ব্লগ বলেছেন: ইমরান খান কে পাকিস্থান আর্মী এনেছিলো ক্ষমতায় আবার প্রয়োজন শেষে তারাই তাকে কান ধরে নামিয়ে দিয়েছে । পাকিস্থান আর্মী কে পরিচালনা করে সি আই এ !!!

১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩১

শাহ আজিজ বলেছেন: পাকিস্তানে আর্মিই সবসময় রাষ্ট্র পরিচালনায় সরাসরি বা পাশে থেকেছে ।

১০| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৫

আরইউ বলেছেন:


আপনি লেখার শেষে লিখেছেন পোস্টটি সংগৃহীত। কোথা থেকে? আপনি কারো মুখে শুনেছেন, শুনে লিখেছেন? আপনি বিভিন্ন তথ্যসূত্র থেকে তথ্য সংগ্রহ করে সম্পাদনা করেছেন? আপনি কোন জায়গা থেকে পুরো লেখাটা কপি-পেস্ট করেছেন?

আপনার এই লেখা রাজীব নূরের চোরাই পোস্টের থেকে কীভাবে আলাদা!।

১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২৯

শাহ আজিজ বলেছেন: অদ্ভুত লোক আপনি ।

১১| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৭

আরইউ বলেছেন:



আপনি আমার প্রশ্নের জবাব দেননি কিন্তু!

আপনি ক্রিয়েটিভ মানুষ; ইউ শুড নো বেটার। আপনার জানার কথা যে প্লেজিয়ারিজম আর কারো ঘরে চুরি করার মাঝে নৈতিক কোন পার্থক্য নেই। আপনার কোন লেখা ভালো লাগলো আর আপনি সেটা কপি-পেস্ট করলেন উপযুক্ত তথ্য উপাত্ত ছাড়া — এটা অন্যায়। শুধু “সংগৃহীত” লিখে এই অন্যায়ের দায়মুক্তি হয়না।

১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: আপনার সাথে আলাপের রুচি হচ্ছে না , প্লিজ আমার পোস্টে আর আসবেন না ।

১২| ১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৭

নূর আলম হিরণ বলেছেন: জেমিমা কি আসলেই এত টাকার মালিক ছিলো সে সময়? বিল গেটস'র সম্পত্তির চেয়েও তো বেশি!

১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২২

শাহ আজিজ বলেছেন: জেমিমার বাবা মার একটা নাইট ক্লাব ছিল লন্ডনে । ওখানেই পরিচয় ইমরান জেমিমার এবং প্রনয় । খুব ধন সম্পত্তির মালিক ওরা । তবে আমারও বিশ্বাস হয়না এতো টাকা জেমিমার ছিল । এটা প্রচারের একটাই উদ্দেশ্য থাকতে পারে যে দেখ ইমরান কত নির্লোভ ।

১৩| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইমরান খানকে কি আপনার
ধোয়া তুলসি পাতা ম্নে হয়!
No he is noi at all

১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৭

শাহ আজিজ বলেছেন: প্লে বয়দের আবার তুলসি পাতা , ও হুইস্কি দিয়ে ধোয়া ।

১৪| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনৈক সাহেব তো আপনাকে
চোরের খাতায় নাম লিপিবদ্ধ
করে একখান সনেট লিখে
ফেলেছে!৷ একজন নাকি খান
চোর এবার শাহ চোর!
সংগীৃত তার কাছে
গ্রহনীয় নয়!

১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৩

শাহ আজিজ বলেছেন: এসব ছাগুর দিকে নজর দেওয়ার সময় কোথায় ?


আমরা মঙ্গল শোভাযাত্রার পক্ষের লোক , চেচামেচি তো একটু হবেই ।

১৫| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৮

জুন বলেছেন: আপনার লেখার বিষয় বস্তুর বাইরে তবে প্রাসঙ্গিক। দুই ধর্মের বর্নের বিয়ে মনে হয় খুব কমই টেকসই হয়।

১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৬

শাহ আজিজ বলেছেন: ইমরান লন্ডনে সেটেল করলে এ বিয়ে ভাংত না । পাঞ্জাবীদের রক্তে থাকে কন্সপিরেসি তাই যা হয়েছে তা ওর কপালে লেখা ছিল । চলতি বিবি আবার কালো যাদু (ব্লাক ম্যাজিক) জানে । কয়েক টন জীবন্ত মুরগী পুড়িয়ে যাদু করার চেষ্টা করেছে পার্লামেন্ট ভবন কে , লেকিন সবকুচ বরবাদ হো গিয়া --------------- লা হাওলা অলা কুওয়াতা

১৬| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এসব ছাগুর দিকে নজর দেওয়ার সময় কোথায়
আমরা মঙ্গল শোভাযাত্রার পক্ষের লোক , চেচামেচি তো একটু হবেই ।


তাইলে মঙ্গল শোভাযাত্রা না কইয়স আনন্দ মিছিল বা
আননফ শোভা যাত্রা কন, আগেতো আমরা তাই কইতাম
তখনতো হাউকাউ হয় নাই।


১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: আজান তো দেন হাইয়া আলাল ফালাহ , মঙ্গলের পথে আইস , আমাগো এই মঙ্গল কি দোষ করল ।

১৭| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২৬

খাঁজা বাবা বলেছেন: টাকার হিসেবে ঝামেলা আছে, দেখে নেন

১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৯

শাহ আজিজ বলেছেন: আমারও তাই মনে হয়েছে কিন্তু চেক করার উপায় নেই ।

১৮| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৮

রানার ব্লগ বলেছেন: আপনি দেখছি ব্যাপক হিট এখন !!! সংগৃহীত শবটা দিয়েই আপনি কামাল করে ফেলেছেন !!!!

১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৮

শাহ আজিজ বলেছেন: এসকল হিট কিছুই না । আমার ব্রহ্ম মণ্ডলী নিয়ে লেখা ২০০০০ বিশ হাজার বার পড়া হয়েছে ।


মৌলিক লেখা নয় এটি , খবরের কাগজ থেকে সংগ্রহ করেছে কেউ , তারপর ঘুরছে হাজার হাতে । আমি মৌলিক লেখা কখনো ছাপি না । তা বাদে এরকম সংগৃহীত লেখা অনেক ছেপেছি , কেউ আপত্তি করেনি । নিত্যদিনের খবরের কাগজের রিপোর্টং আর টি ভি ইত্যাদি শুনে অনেক লেখা বানিয়ে ফেলি । যুদ্ধ ক্ষেত্রে কেউই থাকে না , সবাইকে থার্ড পার্টির উপর নির্ভর করতে হয় ।

১৯| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৬

শার্দূল ২২ বলেছেন: কেউ একজন আপনার কাছে জানতে চেয়েছে ইমরান খান কি নিজ গুনে ক্ষমতায় আসছে নাকি মিলিটারি সাথে হাত মিলিয়ে । ওনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ধর্মান্ধ আর মুর্খের কাছে গুন পৌছানো বা তাদের বোঝানো এত সহজ নয়। কোনো এক গুনি জন বলেছেন পাকিস্তানিরা হলো প্যথলজিকেলি লায়ার। সূতরাং এত এত দোষের দেশে নিজের গুন পরিবেশন এক রকম উলু বনে মুক্তা ছড়ানোর মত, তাই ইমরান খান যদি মিলিটারি দিয়ে ক্ষমতায় আসে তাতে দোষের কিছুনা। যেমন করে আমাদের দেশের সরকার দল, তারা সঠিক নির্বাচণে ক্ষমতায় আসবেনা বর্তমানেও। কারণ যে দেশের মানুষ ধান খায় বলে ধানে ভোট দেয় আর চেহারা সুন্দর বলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানায় সেই দেশের মানুষকে গড়ে তুলতে হলে ভোটকে খাটিয়ায় তুলে নিজেকে চেয়ারে বসানোর বিকল্প নেই।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৭

শাহ আজিজ বলেছেন: চমৎকার লিখেছেন । এই খাঁ জিয়ার সুন্দর বা ফরসা চামড়া প্রেমে ভোটের ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি । পাকিস্তানে মিলিটারির স্পর্শ ছাড়া বাতাসও মুভ করেনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.