নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

হাজি সেলিম ভেগে গেছেন

০২ রা মে, ২০২২ রাত ৮:৩৬



আলোচিত চকবাজারের হাজি সেলিম দেশ ছেড়ে চলে গেছেন । বিবিধ অনলাইন পত্রিকা এ খবর দিচ্ছে । ছবি প্রথম আলো ।
শনিবার তিনটি গাড়ির একটি বহর নিয়ে আজিমপুর কবরস্থানে যান হাজি সেলিম। সেখানে কবর জিয়ারত করে বিমানবন্দরে যান। তবে এ সময় তাঁর সঙ্গে পরিবারের কেউ ছিলেন না। গাড়ির চালকেরাও আগে থেকে জানতেন না তাঁরা কোথায় যাচ্ছেন। হাজি সেলিম সব সময় যে গাড়ি ব্যবহার করেন, ওই দিন সে গাড়িতে যাননি। চালকও ছিলেন আরেকজন।দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন হাজি সেলিম কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি ।

এর বেশি কোন খবর মিডিয়ায় নেই পেলে আপডেট হবে ।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২২ রাত ৮:৪৫

সোনাগাজী বলেছেন:



১টা ডাকাত কমলো।

০২ রা মে, ২০২২ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: সুবহানাল্লাহ ।

২| ০২ রা মে, ২০২২ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



আলী বাবার বাকী দস্যুরা আছে ঢাকায়।

০২ রা মে, ২০২২ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: কাউকে ছাড় দেওয়া হবে না ।

৩| ০২ রা মে, ২০২২ রাত ৮:৫৯

জুল ভার্ন বলেছেন: সরকার পাচার করে দিয়েছে।

০২ রা মে, ২০২২ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: কে যে পাচার করল আল্লা মালুম ।

৪| ০২ রা মে, ২০২২ রাত ৯:৪৫

জ্যাকেল বলেছেন: regim change?

০২ রা মে, ২০২২ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: তাই মনে হচ্ছে , ৫ কোটির কমে ডিল হয়নি ।

৫| ০২ রা মে, ২০২২ রাত ৯:৫২

আলাপচারী প্রহর বলেছেন: সমকালের সংবাদের শিরোনাম খেয়াল করুন।
”দেশে নেই হাজী সেলিম”
মাদারটোষ্ট সম্বাদিক “পালিয়েছে” বলতে শরম পাইতেছে।
হাজী সাবের নুন খাইছে, আগামীতে খাইবে তাই এতো নরম ভাষায় সংবাদপত্রের ট্রিটমেন্ট।

০২ রা মে, ২০২২ রাত ১০:০৬

শাহ আজিজ বলেছেন: আমিতো ভাই নুন খাই নাই ।

৬| ০২ রা মে, ২০২২ রাত ৯:৫৬

এম ডি মুসা বলেছেন: ভালো সুযোগ পেলো পালিয়ে যাওয়ার! এইভাবে ভাইগা যায়

০২ রা মে, ২০২২ রাত ১০:০৭

শাহ আজিজ বলেছেন: খুব চতুর সে । আঁট ঘাট বেধে কাজ সেরেছে ইদের মধ্যে সবাইরে ইদি দিয়া।

৭| ০২ রা মে, ২০২২ রাত ১০:১৬

আলাপচারী প্রহর বলেছেন: @লেখক: আপনি তো সঠিক লিখেছেন। ভেগে গেছে। আমি সমকালের খবর পড়েছি। সেখানে লেখা ছিল, “হাজী সেলিম দেশে নেই।”

০২ রা মে, ২০২২ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: ১০ বছরের সাজা নিয়ে কেউই পালাতে পারে না , ভেগে যায় :P



পত্রিকাগুলো মাল টানা পার্টি তো তাই শরমাইতাছে হাচা কওনে । :`>

৮| ০২ রা মে, ২০২২ রাত ১০:২৬

আলাপচারী প্রহর বলেছেন: আরো তথ্যঃ আপনারা ভুল জানেন। সে চকবাজারের না। দেবীদাস ঘাট ও রহমতগঞ্জের পোলা। চকবাজার, মৌলভিবাজার, ইমামগঞ্জ, মিটফোর্ড, ইসলামপুর, বাদামতলী প্রমুভ ব্যবসায়ী কেন্দ্র গুলো এই রহমত গঞ্জ দ্বারা যুগ যুগ ধরে উৎপীড়িত।
প্রতিটা দেশেই মনে হয় একটা ক্রাইম মহল্লা থাকে। শুনেছি। যেমন নিউইয়র্কের হার্লেম, দিল্লির ঢাবা, দক্ষিণ আফ্রিকার, ইতালির সিসিলি ইত্যাদি।
যে কোনো মুর্হুতে রহমতগঞ্জ ও দেবিদাসঘাটে রেইড দিলে যে পরিমান অবৈধ অস্ত্র, অবৈধ দ্রব্য, মামলা খাওয়া আসামী পাওয়া যাবে, সারা ঢাকা মিলেও ততটা পাওয়া যাবে না। এর আশ্রয়স্থল কে বা কারা আন্দাজ করে নিন।

০২ রা মে, ২০২২ রাত ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: যাক টার শেষ অবস্থান ছিল চকে । পুরো এরিয়া কন্ট্রোল করত বা তাকে মাফিয়া গড বলা হতো ।

৯| ০২ রা মে, ২০২২ রাত ১০:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
২০০৭ সালের ২৪ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
ফালতু অভিযোগ।
দেশে ন্যায় বিচার হলে এই অভিযোগে বাংলাদেশের সকল নেতা, সকল সরকারি কর্মচারি ও সামরিক কর্মকর্তাদের জেল দেয়া যায়।

হাজি সেলিম সেই সময়টায় পলাতক থাকায় ২০০৮ এপ্রিলে একতর্ফা রায় হয়, ১০ বছর জেল দন্ড হয়।
পরে ফিরে এসে মামলাটিকে সে গুরুত্ব দিয়ে মোকাবেলা করেনি।
একই ধরনের মামলায় শেখ হাসিনা, খালেদা জিয়া, মায়া শামিম ওসমান, মির নাসির, মিন্টু সহ শতাধিক নেতা মুক্ত হয়েছে।
শুধু খালেদা জিয়া ফাসছে ভিন্ন চুরির মামলায়। এতিমখানা নির্মান করতে টাকা কোন প্রতিষ্ঠান কে ক্রসচেক না দিয়ে ব্যক্তি চেকের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তিকে টাকা দেয়াতে শাস্তি এড়াতে পাড়ে নি। এরপরও চেকে খালেদার সাইন না থাকলে খালেদাকেও ফাঁসানো অসম্ভব ছিল।

০২ রা মে, ২০২২ রাত ১০:৪৭

শাহ আজিজ বলেছেন: তথাস্ত ।

১০| ০২ রা মে, ২০২২ রাত ১০:২৬

বিজন রয় বলেছেন: কেউ কেউ বলছে সাজা প্রাপ্ত অবস্থায় খালেদা জিয়া বিদেশ যেতে পারলেন না, হাজী সেলিম পারলেন।
ক্ষমতা বলে কথা।

০২ রা মে, ২০২২ রাত ১০:৪৭

শাহ আজিজ বলেছেন: ক্ষমতা আর টাকাই আসল ।

১১| ০২ রা মে, ২০২২ রাত ১১:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: কতো অজানা হাজী সেলিম আগামিকাল প্রধানমন্ত্রী ও রাস্ট্র পতির সাথে ঈদ থুক্কু ইদ শুভেচ্ছা বিনিময় করবেন।

০৩ রা মে, ২০২২ সকাল ১০:১৮

শাহ আজিজ বলেছেন: হুম , টি ভিতে কি চোরগো দেখাইব আইজ , যে বৃষ্টি শুরু হইছে , ভিজ্যা যাইব ।

১২| ০২ রা মে, ২০২২ রাত ১১:১৫

নিমো বলেছেন: @হাসান কালবৈশাখী, এর পক্ষেও কেন আপনাকে সাফাই গাইতে হচ্ছে ?

০৩ রা মে, ২০২২ সকাল ১০:২২

শাহ আজিজ বলেছেন: একটু আগে কালবৈশাখী এমন কইরা হানা দিল , নাস্তা থুইয়া দরজা জানালা বন্ধ করলাম আগে , তয় আবহাওয়া ঠাণ্ডা হইছে ।

১৩| ০২ রা মে, ২০২২ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমারতো মনে কয় ঈদের বাজার করতে
ভারত নয় সিংগাপুর গেছে!
আপ্নারা খালি সন্ধেহ করেন হাজীসাবকে।

০৩ রা মে, ২০২২ সকাল ১০:১৬

শাহ আজিজ বলেছেন: সন্দেহ টন্দেহ কিছু না একটু ডাউট করি আর কি B-))

১৪| ০৩ রা মে, ২০২২ রাত ১:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:

সাফাই গাওয়ার কিছু নেই।

হাজী সেলিম কোনকালেই লিগ বা ছাত্রলীগের কেউ ছিল না।
আর সে আমার দুলাভাইও হয় না।
সে ছিল এরশাদের জাতীয় পার্টির।
তাকে নমিনেশন দেওয়া হতো পিন্টু কে মোকাবেলা করতে।
এরপর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত।



০৩ রা মে, ২০২২ সকাল ১০:৩০

শাহ আজিজ বলেছেন: সহি বাত । ৯০ সালে দেশে এসে দেখলাম হাজি সেলিম সদরঘাটের ডাইনে বামে যত সিমেন্ট কার্গো দাড়ায় সবগুলার এজেন্ট সে । জাহাজ গুলাতে মাটি মিশাইয়া রি প্যাক করত সেলিমের লোকজন । আমার শ্বশুর বাড়ি কোর্টের পিছনে হওয়াতে ছোট শালা এসব খবর ভালই রাখত ।

১৫| ০৩ রা মে, ২০২২ বিকাল ৫:৩৯

অক্পটে বলেছেন: হাসান কালবৈশাখীরা নিরুপায় চোরদের সাফাই গাইতে তাদের জন্ম। যে কোন একজন আওয়ামী গডফাদারের দোষের কথা বলে দেখুন, হাসান কালবৈশাখীর কাছে তার পক্ষে সাফাইয়ের জন্য ৩০ টি যুক্তি রেডি থাকবে।

০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:০৪

শাহ আজিজ বলেছেন: আচ্ছা , তাই নাকি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.