নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কোভিডে আক্রান্ত মৃত ব্যাক্তি নড়ে চড়ে উঠলেন

০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৫






সাংহাইএ কোভিড বেশ জেকে বসেছে বললে ভুল হবে বরং বলা উচিত সরকার নড়েচড়ে বসেছে । খুব কঠিন সময় পার করছে সাংহাইবাসী । আক্রান্ত অল্প , মৃত্যুও আঙ্গুল গোনা । কিন্তু সরকার অতি হুশিয়ার , এই সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে তার জন্য পুরো শহরে কোয়ারানটাইন দিয়ে মানুষকে বাসায় আটকে ফেলেছে । খাবারের পর্যাপ্ত সরবরাহ না থাকায় জানালা দিয়ে চিৎকার করছে বাসিন্দারা । এর সাথে শিশুদের চিৎকার অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি করেছে । আমি বেশ কদিন ধরে দেখছি টি ভিতে এসব দৃশ্য । গতকাল নতুন দৃশ্য দেখে হতভম্ব । একজন আক্রান্ত রোগীকে মৃত মনে করে প্যাকেটে পূরে একটি ডেলিভারি ভ্যানে চড়িয়ে কর্মীরা যেই পিছনের ডালা বন্ধ করবে , দেখে মৃতদেহ নড়ছে । তাড়াতাড়ি তার প্যাকেটের চেইন খুলে দেখে লোকটি জীবিত । আর একটু দেরি হলেই তাকে নিয়ে হিটারে পুড়িয়ে ভস্ম বানিয়ে ফেলত । ব্যাপারটি কে মোবাইলে তুলেছে বা পাস করেছে জানা যায়নি । হাসপাতালের লোকেরা তাকে ট্রলিতে করে ভিতরে নিয়ে গেল । যাক একটি লোক ডাক্তার নার্সদের ভুলে প্রায় ফাইনাল মরতে যাচ্ছিল । গাড়ির পাশে দাঁড়ানো দুই তিনজন এই অবস্থা দেখে দৌড়ে পালালো ।

জাযাকাল্লাহ খাইরান ।
ছবি scmp

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:০৩

বিজন রয় বলেছেন: কি সব দৃশ্য দেখতে হচ্ছে।
না জানি আরো কি কি দেখতে হবে।
তবু মানুষ চলবে।

০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:২৪

শাহ আজিজ বলেছেন: হুম , এরকম ভুল না হওয়াই উচিত ভবিষ্যতে ।

২| ০৩ রা মে, ২০২২ রাত ৮:৩০

মাস্টারদা বলেছেন: কীয়াক্টাবস্থা!

০৩ রা মে, ২০২২ রাত ৮:৪৩

শাহ আজিজ বলেছেন: আল্লা জানে এর আগে উহানে কত জীবিত মানুষ মেরেছে এরা।

৩| ০৩ রা মে, ২০২২ রাত ৮:৪৬

মাস্টারদা বলেছেন: লেখক বলেছেন: আল্লা জানে এর আগে উহানে কত জীবিত মানুষ মেরেছে এরা

ভাবতেই কেমন কেমন লাগে

০৩ রা মে, ২০২২ রাত ১০:১১

শাহ আজিজ বলেছেন: শিউরে উঠি আমি ।

৪| ০৩ রা মে, ২০২২ রাত ৯:১৫

মিরোরডডল বলেছেন:




ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এরকম আরও জীবিত মানুষকে মৃত ঘোষণা হয়েছে কিনা কে জানে !
একটা প্রানও যদি ভুলের স্বীকার হয়ে থাকে, খুবই দুঃখজনক !





০৩ রা মে, ২০২২ রাত ১০:১০

শাহ আজিজ বলেছেন: চীনেদের বিশ্বাস নেই ।

৫| ০৩ রা মে, ২০২২ রাত ৯:২৬

সোনাগাজী বলেছেন:



মহামারীতে কিছু পরিমাণ বেহুশ মানুষ কবরে গেছে, মনে হয়।

০৩ রা মে, ২০২২ রাত ১০:১৯

শাহ আজিজ বলেছেন: কয়টা গেছে তা জানাটা কঠিন । উহানের মৃত মানুষদের তার আত্মীয় স্বজন দের জানানো বা দেখানোর রীতি রাখেনি । পরে খবর দিলে মৃতের ব্যাবহার করা জিনিষ আত্মীয়দের হাতে সমর্পণ করছিল যা ভিডিওতে দেখলাম । তারা আকুল হয়ে জিজ্ঞাসা করছিল সেকি মারা যাওয়ার সময় কিছু বলে গেছে ? নার্স মুখে কোন প্রতিক্রিয়া ছাড়াই বলল, না । ব্যাস এই হল চৈনিক রীতি । আর হাসপাতালের বেডে কতক্ষন মোড়ে পড়ে ছিল কেউ জানেনা । আমাদের কুয়েত মৈত্রীতে সকালের রাউনডে খবর হতো কয়টা নড়ে আর নিস্তেজ কয়টা ।

৬| ০৩ রা মে, ২০২২ রাত ১০:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়াবহ অবস্থা!!!

আমাদের গা ছাড়া ভাবেতো মনে হয়, বিশ্বে করোনা বলেই কিছু নেই!!!!!

০৩ রা মে, ২০২২ রাত ১০:২০

শাহ আজিজ বলেছেন: আমরা এখন একটু সিরিয়াস হয়েছি ।

৭| ০৪ ঠা মে, ২০২২ রাত ১২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
শালার ভিতু চাইনিজ।
করোনার ভয়ে রোগিকে ভালভাবে চেক না করেই ডেত সার্টিফিকেট দিয়া পালাইছে।
তবে আমরা করোনার চেয়ে শক্তিশালী, প্রমানিত।
ঈদ মোবারক জয় বাংলা।

০৪ ঠা মে, ২০২২ রাত ১২:৩৮

শাহ আজিজ বলেছেন: B-) :P =p~ বানীতে ঃ কাদের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.